ETV Bharat / state

প্রক্সি ভোটেই জয় এসেছে তৃণমূলের, আসানসোলে হেরে দাবি আলুওয়ালিয়ার - SS Ahluwalia on TMC Win - SS AHLUWALIA ON TMC WIN

SS Ahluwalia on Lok Sabha Election Results: আসানসোলে প্রক্সি বা ভুয়ো ভোটেই জয়ী হয়েছে তৃণমূল ৷ লোকসভা নির্বাচনে পরাজিত হওয়ার তিনদিন পর এমনটাই দাবি করলেন আসানসোলের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া ৷

Surinderjeet Singh Ahluwalia
সুরিন্দর সিং আলুওয়ালিয়া (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 9, 2024, 11:31 AM IST

আসানসোল, 9 জুন: 4 জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে ৷ আসানসোল কেন্দ্রে তৃণমূলের শত্রুঘ্ন সিনহার কাছে হেরে গিয়েছেন বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া ৷ ভোটে পরাজিত হওয়ার পর সেই ধাক্কা সামলাতে তিনদিন সময় লাগল তাঁর ৷ শনিবার আসানসোলের কোট মোড়ে বিজেপির একটি দলীয় অফিসে সাংবাদিকদের মুখোমুখি হন সুরিন্দর সিং আলুওয়ালিয়া ৷ সেখান থেকে তিনি এই ভোটে পরাজয়ের কারণ হিসেবে প্রক্সি বা ভুয়ো ভোটারের তত্ত্বকে সামনে নিয়ে এলেন ।

আসানসোলে সাংবাদিক বৈঠকে এসএস আলুওয়ালিয়া (ইটিভি ভারত)

গণনার দিন কেন্দ্র থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা সুরিন্দর সিং আহলুওয়ালিয়া প্রশ্ন করেছিলেন, কেন ভোটে এই বিপর্যয়? তিনি জানিয়েছিলেন, সব পরে জানাবেন । তারপর হঠাৎই তিনদিন কোনও কথা নেই । এরপর গতকাল তিনি দাবি করেন, গত ফেব্রুয়ারি মাসে বর্ধমান পূর্ব, দুর্গাপুর, বর্ধমান এবং আসানসোল লোকসভা কেন্দ্রের প্রায় 1 লক্ষ প্রক্সি ভোটারের নামের তালিকা তিনি নির্বাচন কমিশনের কাছে তুলে দিয়েছিলেন । কমিশনের তরফে আশ্বাস্য মিলেছিল সেই ভোটারদের নাম সরিয়ে দেওয়া হবে । কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি ।

আলুওয়ালিয়ার সন্দেহ এই প্রক্সি ভোটারকে কাজে লাগিয়েই ভোট বৈতরণী পার হয়েছে তৃণমূল । যদিও ভোটে হেরেও ভূমিপুত্র হিসেবে আসানসোলের জন্য উন্নয়নমুখী কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি । এ দিনের সাংবাদিক বৈঠকে এসএস আলুওয়ালিয়া জানান যে, ভোটে জিতলে তিনি কী কী করতেন সেই পরিকল্পনার কথা । তাঁর কথায়, যদি তিনি সাংসদ হতেন তাহলে পানীয় জলের প্রকল্প থেকে শুরু করে কলকারখানা শিল্প প্রতিষ্ঠায় জোর দিতেন ৷ আগামিদিনে কয়লা শিল্প কতটা থাকবে তা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন । কয়লার বিকল্প শিল্প কী হতে পারে তা নিয়েও তিনি ভাবনা চিন্তা শুরু করেছিলেন বলে জানান । তাঁর সমস্ত এই ভাবনা তিনি বর্তমান সাংসদ শত্রুঘ্ন সিনহাকেও জানাবেন এবং প্রয়োজনীয় সমস্ত রকমের সহযোগিতা তাঁকে করবেন বলেও দাবি আলুওয়ালিয়ার ।

যদিও তাঁর কটাক্ষ, চোরে না শোনে ধর্মের কথা । তবে ভোটে বিজেপির এই বিপর্যয় কি শুধুই প্রক্সি ভোট? দলের কোন অন্তর্ঘাত, গোষ্ঠীদ্বন্দ্ব কী প্রভাব ফেলেনি? এসব প্রশ্ন করলে কার্যত এড়িয়ে গেলেন সুরিন্দার সিং আলুওয়ালিয়া । এমনকী দিলীপ ঘোষের পরাজয় নিয়েও তাঁকে প্রশ্ন করা হলেও তার জবাব মেলেনি তাঁর কাছ থেকে ।

আসানসোল, 9 জুন: 4 জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে ৷ আসানসোল কেন্দ্রে তৃণমূলের শত্রুঘ্ন সিনহার কাছে হেরে গিয়েছেন বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া ৷ ভোটে পরাজিত হওয়ার পর সেই ধাক্কা সামলাতে তিনদিন সময় লাগল তাঁর ৷ শনিবার আসানসোলের কোট মোড়ে বিজেপির একটি দলীয় অফিসে সাংবাদিকদের মুখোমুখি হন সুরিন্দর সিং আলুওয়ালিয়া ৷ সেখান থেকে তিনি এই ভোটে পরাজয়ের কারণ হিসেবে প্রক্সি বা ভুয়ো ভোটারের তত্ত্বকে সামনে নিয়ে এলেন ।

আসানসোলে সাংবাদিক বৈঠকে এসএস আলুওয়ালিয়া (ইটিভি ভারত)

গণনার দিন কেন্দ্র থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা সুরিন্দর সিং আহলুওয়ালিয়া প্রশ্ন করেছিলেন, কেন ভোটে এই বিপর্যয়? তিনি জানিয়েছিলেন, সব পরে জানাবেন । তারপর হঠাৎই তিনদিন কোনও কথা নেই । এরপর গতকাল তিনি দাবি করেন, গত ফেব্রুয়ারি মাসে বর্ধমান পূর্ব, দুর্গাপুর, বর্ধমান এবং আসানসোল লোকসভা কেন্দ্রের প্রায় 1 লক্ষ প্রক্সি ভোটারের নামের তালিকা তিনি নির্বাচন কমিশনের কাছে তুলে দিয়েছিলেন । কমিশনের তরফে আশ্বাস্য মিলেছিল সেই ভোটারদের নাম সরিয়ে দেওয়া হবে । কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি ।

আলুওয়ালিয়ার সন্দেহ এই প্রক্সি ভোটারকে কাজে লাগিয়েই ভোট বৈতরণী পার হয়েছে তৃণমূল । যদিও ভোটে হেরেও ভূমিপুত্র হিসেবে আসানসোলের জন্য উন্নয়নমুখী কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি । এ দিনের সাংবাদিক বৈঠকে এসএস আলুওয়ালিয়া জানান যে, ভোটে জিতলে তিনি কী কী করতেন সেই পরিকল্পনার কথা । তাঁর কথায়, যদি তিনি সাংসদ হতেন তাহলে পানীয় জলের প্রকল্প থেকে শুরু করে কলকারখানা শিল্প প্রতিষ্ঠায় জোর দিতেন ৷ আগামিদিনে কয়লা শিল্প কতটা থাকবে তা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন । কয়লার বিকল্প শিল্প কী হতে পারে তা নিয়েও তিনি ভাবনা চিন্তা শুরু করেছিলেন বলে জানান । তাঁর সমস্ত এই ভাবনা তিনি বর্তমান সাংসদ শত্রুঘ্ন সিনহাকেও জানাবেন এবং প্রয়োজনীয় সমস্ত রকমের সহযোগিতা তাঁকে করবেন বলেও দাবি আলুওয়ালিয়ার ।

যদিও তাঁর কটাক্ষ, চোরে না শোনে ধর্মের কথা । তবে ভোটে বিজেপির এই বিপর্যয় কি শুধুই প্রক্সি ভোট? দলের কোন অন্তর্ঘাত, গোষ্ঠীদ্বন্দ্ব কী প্রভাব ফেলেনি? এসব প্রশ্ন করলে কার্যত এড়িয়ে গেলেন সুরিন্দার সিং আলুওয়ালিয়া । এমনকী দিলীপ ঘোষের পরাজয় নিয়েও তাঁকে প্রশ্ন করা হলেও তার জবাব মেলেনি তাঁর কাছ থেকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.