ETV Bharat / state

উচ্চ প্রাথমিকের মেধাতালিকায় পঞ্চম স্থানে বিশেষ ভাবে সক্ষম রাহুল - Upper Primary Merit List - UPPER PRIMARY MERIT LIST

Upper Primary Merit List: উচ্চ প্রাথমিকের মেধা তালিকায় ইতিহাস বিভাগে পঞ্চম স্থান পেলেন বিশেষ ভাবে সক্ষম রাহুল দেব ঘোষ । তিনি বর্তমানে কান্দির একটি প্রাথমিক স্কুলে শিক্ষকতা করেন ৷

ETV BHARAT
উচ্চ প্রাথমিকের মেধা তালিকায় পঞ্চম স্থানে বিশেষ ভাবে সক্ষম রাহুল (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2024, 1:11 PM IST

কান্দি, 29 সেপ্টেম্বর: প্রবল ইচ্ছেশক্তির সামনে শারীরিক প্রতিবন্ধকতা যে কোনও বাধা হয়ে দাঁড়াতে পারে না, তা আরও একবার প্রমাণিত হল মুর্শিদাবাদের কান্দিতে ৷ উচ্চ প্রাথমিকের মেধাতালিকায় জেনারেল বিভাগে ইতিহাসে পঞ্চম স্থান অধিকার করে কান্দির নাম উজ্জ্বল করলেন বিশেষভাবে সক্ষম রাহুল দেব ঘোষ । দীর্ঘদিন অপেক্ষা করার পর অবশেষে এল সাফল্য ।

একটি দুর্ঘটনায় হাঁটা-চলার শক্তি হারান রাহুল । তবুও হার মানেননি শারীরিক প্রতিবন্ধকতার কাছে ৷ কান্দি কুমার বিমলচন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে বিগত 10 বছর ধরে শিক্ষকতা করছেন । 2014 সালে উচ্চ প্রাথমিকের পরীক্ষা দিয়েছিলেন ৷ তবে নানা আইনি জটিলতার পর 9 বছর ধরে আটকে থাকা এই পরীক্ষার নিয়োগের মেধাতালিকা গত বুধবার প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন । সেখানেই দেখা যায়, উচ্চ প্রাথমিকের মেধাতালিকার ইতিহাস বিভাগে পঞ্চম স্থানে নাম রয়েছে রাহুল দেব ঘোষের । এই খবরে যারপরনাই খুশি তিনি ৷

উচ্চ প্রাথমিকের মেধা তালিকায় পঞ্চম স্থানে বিশেষ ভাবে সক্ষম রাহুল (নিজস্ব ভিডিয়ো)

ছোট থেকেই গিটার বাজিয়ে গান করতে ভালোবাসেন । এমনকি তাঁর একটি গান ভাইরালও হয়েছিল । হুইলচেয়ারে বসে গিটার বাজিয়ে সেই গান সকল মানুষের মন জয় করে নিয়েছিল । বর্তমানে তিনি ঠিকমতো কথাও বলতে পারছেন না । তারই মধ্যে মেধাতালিকায় নাম ওঠার পর তিনি জানিয়েছেন, উচ্চ প্রাথমিকের মেধাতালিকায় পঞ্চম স্থানে তাঁর নাম থাকলেও, তিনি বর্তমানে যে প্রাথমিক বিদ্যালয়ে পড়ান, সেখানেই থাকবেন ।

তাঁর এই সাফল্যের খবর জানার পর স্কুলে গিয়ে তাঁকে সংবর্ধনা দেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার ও কান্দি পুরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক । স্কুলের প্রধান শিক্ষক নিমাইকুমার চক্রবর্তী বলেন, "রাহুলের এই সাফল্য স্কুল ও গোটা জেলার কাছে গর্বের বিষয় ৷"

উল্লেখ্য, 2019 সালেও একবার উচ্চ প্রাথমিকের এই পরীক্ষার মেধাতালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন । কিন্তু মেধাতালিকায় অনিয়মের অভিযোগ ওঠায় সেই তালিকা বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট । এরপর অগস্ট মাসে এই মামলার শুনানিতে প্রার্থীদের আবার নতুন করে ইন্টারভিউ নেওয়ার নির্দেশ দেওয়া হয় । সেই নির্দেশ মেনেই চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নিয়ে ফের মেধাতালিকা প্রকাশ করা হয় ৷

কান্দি, 29 সেপ্টেম্বর: প্রবল ইচ্ছেশক্তির সামনে শারীরিক প্রতিবন্ধকতা যে কোনও বাধা হয়ে দাঁড়াতে পারে না, তা আরও একবার প্রমাণিত হল মুর্শিদাবাদের কান্দিতে ৷ উচ্চ প্রাথমিকের মেধাতালিকায় জেনারেল বিভাগে ইতিহাসে পঞ্চম স্থান অধিকার করে কান্দির নাম উজ্জ্বল করলেন বিশেষভাবে সক্ষম রাহুল দেব ঘোষ । দীর্ঘদিন অপেক্ষা করার পর অবশেষে এল সাফল্য ।

একটি দুর্ঘটনায় হাঁটা-চলার শক্তি হারান রাহুল । তবুও হার মানেননি শারীরিক প্রতিবন্ধকতার কাছে ৷ কান্দি কুমার বিমলচন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে বিগত 10 বছর ধরে শিক্ষকতা করছেন । 2014 সালে উচ্চ প্রাথমিকের পরীক্ষা দিয়েছিলেন ৷ তবে নানা আইনি জটিলতার পর 9 বছর ধরে আটকে থাকা এই পরীক্ষার নিয়োগের মেধাতালিকা গত বুধবার প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন । সেখানেই দেখা যায়, উচ্চ প্রাথমিকের মেধাতালিকার ইতিহাস বিভাগে পঞ্চম স্থানে নাম রয়েছে রাহুল দেব ঘোষের । এই খবরে যারপরনাই খুশি তিনি ৷

উচ্চ প্রাথমিকের মেধা তালিকায় পঞ্চম স্থানে বিশেষ ভাবে সক্ষম রাহুল (নিজস্ব ভিডিয়ো)

ছোট থেকেই গিটার বাজিয়ে গান করতে ভালোবাসেন । এমনকি তাঁর একটি গান ভাইরালও হয়েছিল । হুইলচেয়ারে বসে গিটার বাজিয়ে সেই গান সকল মানুষের মন জয় করে নিয়েছিল । বর্তমানে তিনি ঠিকমতো কথাও বলতে পারছেন না । তারই মধ্যে মেধাতালিকায় নাম ওঠার পর তিনি জানিয়েছেন, উচ্চ প্রাথমিকের মেধাতালিকায় পঞ্চম স্থানে তাঁর নাম থাকলেও, তিনি বর্তমানে যে প্রাথমিক বিদ্যালয়ে পড়ান, সেখানেই থাকবেন ।

তাঁর এই সাফল্যের খবর জানার পর স্কুলে গিয়ে তাঁকে সংবর্ধনা দেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার ও কান্দি পুরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক । স্কুলের প্রধান শিক্ষক নিমাইকুমার চক্রবর্তী বলেন, "রাহুলের এই সাফল্য স্কুল ও গোটা জেলার কাছে গর্বের বিষয় ৷"

উল্লেখ্য, 2019 সালেও একবার উচ্চ প্রাথমিকের এই পরীক্ষার মেধাতালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন । কিন্তু মেধাতালিকায় অনিয়মের অভিযোগ ওঠায় সেই তালিকা বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট । এরপর অগস্ট মাসে এই মামলার শুনানিতে প্রার্থীদের আবার নতুন করে ইন্টারভিউ নেওয়ার নির্দেশ দেওয়া হয় । সেই নির্দেশ মেনেই চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নিয়ে ফের মেধাতালিকা প্রকাশ করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.