ETV Bharat / state

22 জুলাই থেকে শুরু রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন - West Bengal Assembly - WEST BENGAL ASSEMBLY

Special Session of West Bengal Assembly: 22 জুলাই থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন। এবারের অধিবেশনে নিট, ভারতীয় ন্যায় সংহিতা বিলের বিরুদ্ধে প্রস্তাব আনা হতে পারে ।

West Bengal Assembly
শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 16, 2024, 8:59 AM IST

কলকাতা, 16 জুলাই: আগামী 22 তারিখ থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন। প্রথম দিন শোক প্রস্তাব পাঠ করে এই অধিবেশন শুরু হচ্ছে । তারপর 23 তারিখ থেকে পুরো দমে বিধানসভার অধিবেশন চলবে । আনুষ্ঠানিকভাবে বিধানসভার অধিবেশন সম্পর্কে জানানো হলেও তবে সেখানে কী কী বিষয়ে আলোচনা হতে পারে তা এখনও স্পষ্ট নয় ।

সূত্রের খবর, এবার 10 দিন বা তার কিছু বেশি সময় ধরে চলতে পারে এই বিধানসভার অধিবেশন । অধিবেশন প্রসঙ্গে রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, 23 তারিখ থেকে পুরোদমে বিধানসভার অধিবেশন চললেও সেখানে কী বিষয় নিয়ে আলোচনা হবে তা পরবর্তী বিএ কমিটির বৈঠক বা কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে নির্ধারণ করা হবে। সেখানেই ঠিক করা হবে অধিবেশন কত দিন ধরে চলবে। তার আগে এই বিষয়ে কোনও মন্তব্য করবেন না ।

বিধানসভা সূত্রে খবর, এবারের অধিবেশনে নিট নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে প্রস্তাব আলোচনার জন্য আসতে পারে। একইভাবে ভারতীয় ন্যায় সংহিতা বিলের বিরুদ্ধেও প্রস্তাব আসতে পারে। কয়েকদিন আগেই মুম্বই থেকে ফেরার পথে বিমানবন্দরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, নিট এবং ভারতীয় ন্যায় সংহিতা বিলের বিরুদ্ধে প্রস্তাব রাজ্য বিধানসভায় নিয়ে আনা হবে। সেইমতো এই দুটি বিষয়ও বিবেচনায় রয়েছে।

এদিকে রাজ্যের বিরোধীদল এই সময় বিধানসভার বাইরে নির্বাচন পরবর্তী হিংসা রাজ্যের আইন শৃঙ্খলা-সহ একাধিক বিষয়ে সরাসরি রাজ্যের বিরুদ্ধে রাজপথে নামছে। খুব স্বাভাবিকভাবেই বিধানসভার অধিবেশন শুরু হলে তারা কক্ষের বাইরে ও ভিতরে সরকারের বিরুদ্ধে এই নিয়ে সরব হবে, তা বলাই যায়।

কলকাতা, 16 জুলাই: আগামী 22 তারিখ থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন। প্রথম দিন শোক প্রস্তাব পাঠ করে এই অধিবেশন শুরু হচ্ছে । তারপর 23 তারিখ থেকে পুরো দমে বিধানসভার অধিবেশন চলবে । আনুষ্ঠানিকভাবে বিধানসভার অধিবেশন সম্পর্কে জানানো হলেও তবে সেখানে কী কী বিষয়ে আলোচনা হতে পারে তা এখনও স্পষ্ট নয় ।

সূত্রের খবর, এবার 10 দিন বা তার কিছু বেশি সময় ধরে চলতে পারে এই বিধানসভার অধিবেশন । অধিবেশন প্রসঙ্গে রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, 23 তারিখ থেকে পুরোদমে বিধানসভার অধিবেশন চললেও সেখানে কী বিষয় নিয়ে আলোচনা হবে তা পরবর্তী বিএ কমিটির বৈঠক বা কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে নির্ধারণ করা হবে। সেখানেই ঠিক করা হবে অধিবেশন কত দিন ধরে চলবে। তার আগে এই বিষয়ে কোনও মন্তব্য করবেন না ।

বিধানসভা সূত্রে খবর, এবারের অধিবেশনে নিট নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে প্রস্তাব আলোচনার জন্য আসতে পারে। একইভাবে ভারতীয় ন্যায় সংহিতা বিলের বিরুদ্ধেও প্রস্তাব আসতে পারে। কয়েকদিন আগেই মুম্বই থেকে ফেরার পথে বিমানবন্দরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, নিট এবং ভারতীয় ন্যায় সংহিতা বিলের বিরুদ্ধে প্রস্তাব রাজ্য বিধানসভায় নিয়ে আনা হবে। সেইমতো এই দুটি বিষয়ও বিবেচনায় রয়েছে।

এদিকে রাজ্যের বিরোধীদল এই সময় বিধানসভার বাইরে নির্বাচন পরবর্তী হিংসা রাজ্যের আইন শৃঙ্খলা-সহ একাধিক বিষয়ে সরাসরি রাজ্যের বিরুদ্ধে রাজপথে নামছে। খুব স্বাভাবিকভাবেই বিধানসভার অধিবেশন শুরু হলে তারা কক্ষের বাইরে ও ভিতরে সরকারের বিরুদ্ধে এই নিয়ে সরব হবে, তা বলাই যায়।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.