মেদিনীপুর, 31জানুয়ারি: শুক্রবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার জন্য প্রশাসনের পক্ষ থেকে আগে থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছে ৷ পরীক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে জঙ্গল লাগোয়া গ্রামে মাইকিং, হ্যান্ডবিল বিলি করে সতর্ক করা হচ্ছে । পরীক্ষাকেন্দ্রে পড়ুয়াদের কনভয় করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে বন দফতর ৷ প্রশাসনের তরফে থাকছে গাড়ির ব্যবস্থাও। এই বছর পশ্চিম মেদিনীপুরে মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 63 হাজার 477 জন ৷ মোট কেন্দ্র করা হয়েছে 125টি। মেন ভেন্যু 83টি ও সাব-ভেন্যু 42টি।
প্রসঙ্গত, ঝাড়গ্রাম, রূপনারায়ণপুর, মেদিনীপুর এবং খড়গপুর ডিভিশনের অর্ন্তগত প্রায় 100টি হাতি রয়েছে জঙ্গলমহল এলাকায় বন দফতরের অধীনে ৷ পরীক্ষার দিনগুলিতে যাতে অপ্রীতিকর ঘটনা না-ঘটে তার জন্য সবরকম আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে। সকাল 5টা থেকে পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা বাড়ি না-পৌঁছনো পর্যন্ত পেট্রলিং করবেন বন কর্মীরা ৷ এছড়াও পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর জন্য গাইড করবে তারা। এছাড়াও থাকছে গাইড, হুলা পার্টি ৷ প্রয়োজনে ঐরাবত গাড়ি ব্যবহার করা হতে পারে।
জঙ্গলের ভেতরে শর্ট রুট যাতে পরীক্ষার্থীরা ব্যবহার না-করে সেজন্য সতর্ক করা হচ্ছে প্রচারের মাধ্যমে। জঙ্গলের ভেতরে শর্ট রুটে ড্রপ গেট করা হবে বলে জানা গিয়েছে বন দফতর সূত্রে। ঝাড়গ্রাম জেলায় এআই ক্যামেরার মাধ্যমে হাতির গতিবিধির উপর নজর রাখবে দফতর কর্মীরা। কোন এলাকায় কতগুলি হাতি রয়েছে, তাও আগাম জানিয়ে দেওয়া হয়েছে বন দফতরের পক্ষ থেকে ৷
ঘটনা প্রসঙ্গেই পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলি কাদরি বলেন, "ডিএফও দের নিয়ে ইতিমধ্যে বৈঠক করা হয়েছে। যাতে শর্ট রুট কেউ ব্যবহার না-করে সে ব্যাপারে সর্তক করা হচ্ছে। ড্রপ গেট করা হবে। গাড়ির ব্যবস্থা থাকছে। বিডিও, এসডিও এবং জেলা শাসকের অফিসে থাকছে কন্ট্রোল রুম। পরীক্ষার্থীরা যাতে একা জঙ্গল পথ না যায় তা জানানো হচ্ছে। জঙ্গলের রাস্তায় থাকবেন বন কর্মীরা তারা সহযোগিতা করবে।"এই বিষয়ে জেলার রূপনারায়ণপুর ডিভিশনের ডিএফও শিবানন্দ রাম এবং খড়গপুর ডিভিশনের DFO বলেন, "জঙ্গল এলাকায় মাইকিং করা হচ্ছে। মানুষকে সর্তক করা হচ্ছে সঙ্গে প্রচারপত্র বিলি করা হচ্ছে । পাশাপাশি কনভয় করে পরীক্ষার্থীদের কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।"
আরও পড়ুন: