ETV Bharat / state

প্রজাতন্ত্র দিবসের আগে নিশ্ছিদ্র নিরাপত্তা ! কলকাতা ও হাওড়ায় তল্লাশি অভিযান - RAIL POLICE SEARCH OPERATION

বছরের বিশেষ দিনগুলিতে সিকিউরিটি চেকিং জোরদার হয় । তবে শুধু বিশেষ দিনে নয়, এবার কলকাতা ও হাওড়ার মতো শহরে নিয়মিত এই অভিযান চলবে ।

Rail Police Conducts Special Search Operation
নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখল রেল সুরক্ষা বাহিনী (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 25, 2025, 7:20 PM IST

হাওড়া ও কলকাতা, 25 জানুয়ারি: রাত পোহালেই দেশজুড়ে পালিত হবে 76তম প্রজাতন্ত্র দিবস । নিরাপত্তা নিশ্চিত করতে কলকাতা ও হাওড়া শহরের বিভিন্ন জায়গায় চলছে বিশেষ তল্লাশি অভিযান ৷ প্রজাতন্ত্র দিবসে 24 ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখল রেল সুরক্ষা বাহিনী।

হাওড়া, সাঁতরাগাছি, শালিমারের মতো ব্যস্ত রেল স্টেশনগুলিতে বহু লোকের সমাগম হয় ৷ ফলে কড়া প্রহরার ব্যবস্থা করা হয়েছে । প্রতি বছরই স্বাধীনতা ও প্রজাতন্ত্র দিবসের আগে এই ধরণের কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়ে থাকে, এবারেও ব্যতিক্রম নয় ।

বিভিন্ন স্টেশনে তল্লাশি অভিযান (ইটিভি ভারত)

ইতিমধ্যেই হাওড়া, সাঁতরাগাছি, শালিমার স্টেশন ও স্টেশন-সংলগ্ন অঞ্চল নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে । পাশাপাশি স্টেশনগুলিতে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হয় । শুক্রবার ও শনিবার বিশেষ তল্লাশি অভিযান চালানো হয়েছে হাওড়া, সাঁতরাগাছি ও শালিমার স্টেশন চত্বরে । প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি রুখতে পুলিশের বিশেষ টিম স্নিফার ডগ ও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালায় ৷ যাত্রীদের ব্যাগেও তল্লাশি চালানো হয় ।

Rail Police Conducts Special Search Operation
প্রজাতন্ত্র দিবসের আগে নিশ্ছিদ্র নিরাপত্তা (ইটিভি ভারত)

আঁটোসাটো নিরাপত্তা কলকাতাতেও:

লালবাজার সূত্রের খবর, শহরের প্রতিটি থানাকে এই বিষয় বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছেন কলকাতা পুলিশের নগরপাল মনোজ কুমার ভার্মা ।পাশাপাশি সবক’টি থানায় থাকছে র‍্যাফ ও হেভি রেডিও ফ্লাইং স্কোয়াডের বিশেষ বাহিনী । শহরে নিরাপত্তার জন্য থাকছে মোট 1 হাজার পুলিশকর্মী । শহরে কোনও প্রকারের আইনশৃঙ্খলা অবনতি না-হয়, তার জন্য প্রস্তুত রয়েছে বাহিনী । কলকাতার পাশাপাশি সম্প্রতি বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে বিশেষভাবে সক্রিয় রয়েছে রাজ্য পুলিশ।

এই তল্লাশি অভিযানের পুরোভাগে ছিলেন জিআরপি, আরপিএফ ও সিআইডি বম্ব স্কোয়াডের সদস্যরা । সম্মিলিতভাবে এই বিশেষ দলটি রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালায় । যাত্রীদের ব্যাগ থেকে শুরু করে স্টেশন চত্বর, কার পার্কিং এলাকায় সিকিউরিটি চেকিং হয় । রেল সূত্রে জানা গিয়েছে, নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে মোড়া হয়েছে এই স্টেশনগুলিকে । লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা ।

Rail Police Conducts Special Search Operation
একাধিক স্টেশনে চলল তল্লাশি অভিযান (ইটিভি ভারত)

বছরের বিশেষ দিনগুলিতে সিকিউরিটি চেকিং আরও জোরদার করা হয় । এই বিশেষ নজরদারি হিসেবে ট্রেনের কামরায় উঠে যাত্রীদের ব্যাগেও তল্লাশি চালিয়েছে রেল পুলিশের বিশেষ টিম । এছাড়াও রেলের ট্র্যাক ও স্টেশনের পার্কিং জোনে দীর্ঘক্ষণ চলে তল্লাশি অভিযান । শুধু বিশেষ দিনে নয়, এবার নিয়মিত এই অভিযান চলবে বলে জানান আধিকারিকরা ।

আরও পড়ুন

হাওড়া ও কলকাতা, 25 জানুয়ারি: রাত পোহালেই দেশজুড়ে পালিত হবে 76তম প্রজাতন্ত্র দিবস । নিরাপত্তা নিশ্চিত করতে কলকাতা ও হাওড়া শহরের বিভিন্ন জায়গায় চলছে বিশেষ তল্লাশি অভিযান ৷ প্রজাতন্ত্র দিবসে 24 ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখল রেল সুরক্ষা বাহিনী।

হাওড়া, সাঁতরাগাছি, শালিমারের মতো ব্যস্ত রেল স্টেশনগুলিতে বহু লোকের সমাগম হয় ৷ ফলে কড়া প্রহরার ব্যবস্থা করা হয়েছে । প্রতি বছরই স্বাধীনতা ও প্রজাতন্ত্র দিবসের আগে এই ধরণের কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়ে থাকে, এবারেও ব্যতিক্রম নয় ।

বিভিন্ন স্টেশনে তল্লাশি অভিযান (ইটিভি ভারত)

ইতিমধ্যেই হাওড়া, সাঁতরাগাছি, শালিমার স্টেশন ও স্টেশন-সংলগ্ন অঞ্চল নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে । পাশাপাশি স্টেশনগুলিতে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হয় । শুক্রবার ও শনিবার বিশেষ তল্লাশি অভিযান চালানো হয়েছে হাওড়া, সাঁতরাগাছি ও শালিমার স্টেশন চত্বরে । প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি রুখতে পুলিশের বিশেষ টিম স্নিফার ডগ ও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালায় ৷ যাত্রীদের ব্যাগেও তল্লাশি চালানো হয় ।

Rail Police Conducts Special Search Operation
প্রজাতন্ত্র দিবসের আগে নিশ্ছিদ্র নিরাপত্তা (ইটিভি ভারত)

আঁটোসাটো নিরাপত্তা কলকাতাতেও:

লালবাজার সূত্রের খবর, শহরের প্রতিটি থানাকে এই বিষয় বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছেন কলকাতা পুলিশের নগরপাল মনোজ কুমার ভার্মা ।পাশাপাশি সবক’টি থানায় থাকছে র‍্যাফ ও হেভি রেডিও ফ্লাইং স্কোয়াডের বিশেষ বাহিনী । শহরে নিরাপত্তার জন্য থাকছে মোট 1 হাজার পুলিশকর্মী । শহরে কোনও প্রকারের আইনশৃঙ্খলা অবনতি না-হয়, তার জন্য প্রস্তুত রয়েছে বাহিনী । কলকাতার পাশাপাশি সম্প্রতি বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে বিশেষভাবে সক্রিয় রয়েছে রাজ্য পুলিশ।

এই তল্লাশি অভিযানের পুরোভাগে ছিলেন জিআরপি, আরপিএফ ও সিআইডি বম্ব স্কোয়াডের সদস্যরা । সম্মিলিতভাবে এই বিশেষ দলটি রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালায় । যাত্রীদের ব্যাগ থেকে শুরু করে স্টেশন চত্বর, কার পার্কিং এলাকায় সিকিউরিটি চেকিং হয় । রেল সূত্রে জানা গিয়েছে, নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে মোড়া হয়েছে এই স্টেশনগুলিকে । লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা ।

Rail Police Conducts Special Search Operation
একাধিক স্টেশনে চলল তল্লাশি অভিযান (ইটিভি ভারত)

বছরের বিশেষ দিনগুলিতে সিকিউরিটি চেকিং আরও জোরদার করা হয় । এই বিশেষ নজরদারি হিসেবে ট্রেনের কামরায় উঠে যাত্রীদের ব্যাগেও তল্লাশি চালিয়েছে রেল পুলিশের বিশেষ টিম । এছাড়াও রেলের ট্র্যাক ও স্টেশনের পার্কিং জোনে দীর্ঘক্ষণ চলে তল্লাশি অভিযান । শুধু বিশেষ দিনে নয়, এবার নিয়মিত এই অভিযান চলবে বলে জানান আধিকারিকরা ।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.