কলকাতা, 6 এপ্রিল: ভূপতিনগরে এনআইএ-এর উপরে হামলার ঘটনায় রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। রাজ্য প্রশাসনের তরফে মুখ্যসচিব বিপি গোপালিকা এই রিপোর্ট জমা দেবেন। পাশাপাশি রাজ্যের সামগ্রিক আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে রাজ্যের ডিজিপির সঙ্গে জরুরি বৈঠক সারলেন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা।
এই নিয়ে রাজ্যের তরফে এখনও পর্যন্ত কি পদক্ষেপ করা হয়েছে এবং কেন এই ঘটনা ঘটল ডিজিপির কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করল বিশেষ পুলিশ পর্যবেক্ষক। জানা গিয়েছে, মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিজ আফতাব স্থানীয় জেলা শাসক এবং এসপির সঙ্গেও বৈঠক করেন ভূপতিনগর নিয়ে। সূত্র মারফৎ জানা গিয়েছে, অবিলম্বে গোটা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার নির্দেশ দেওয়া হয়েছে ডিজিপিকে।
ঘটনার সূত্রপাত শুক্রবার মধ্যরাতে ৷ পূর্ব মেদিনীপুরে ভূপতিনগরে 2022 সালের বোমা বিস্ফোরণের ঘটনার তদন্ত করতে যান এনআইএ-র আধিকারিকরা ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোয়েন্দারা ভূপতিনগরে যাবেন সেকথা স্থানীয় থানায় আগে থেকেই বলা ছিল ৷ কিন্তু স্থানীর পুলিশদের জন্য অপেক্ষা না করেই নাকি এনআইএ আধিকারিককা গ্রামে ঢুকে তল্লাশি শুরু করেন ৷ এরপর স্থানীয় তৃণমূল নেতা বলাইচরণ মাইতিকে গ্রেফতার করেন ৷ তারপর তাঁরা যান শাসক দলের আরও এক নেতা মনোব্রত জানার বাড়িতে ৷ তাঁকে গাড়িতে তুলতে গেলেই স্থানীয় মহিলারা বাঁধা দেন ৷ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷
এনআইএ আধিকারিকদের গাড়ি ভাঙচুর করা হয় ৷ ঘটনায় আহত হন এক আধিকারিক ৷ গ্রামবাসীরা লাঠি নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ অন্যদিকে, ভূপতিনগরের ঘটনাকে কেন্দ্র করে শাসক-বিরোধী আক্রমণ পালটা আক্রমণ শুরু হয়ে গিয়েছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরো ঘটনায় কেন্দ্রীয় সরকারের পরিকল্পিত বিষয় বলে অভিযোগ করেছেন ৷ নির্বাচনের আগে হারবে জেনেই এই ধরনের জোরজুলুম করা হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী ৷ অন্যদিকে, এক্স হ্যান্ডেলেও রাজ্যের শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে বলে অভিযোগ করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ দ্রুত এই বিষয়ে নির্বাচন কমিশনকে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন তিনি ৷
আরও পড়ুন
1. 'গুরুতর সমস্যা', ভূপতিনগর কাণ্ডে মন্তব্য উদ্বিগ্ন রাজ্যপালের
2. ইডি’র পর এবার আক্রান্ত এনআইএ ! ভাঙল গাড়ির কাচ, আহত এক আধিকারিক
3. ‘মহিলারা হামলা করেননি, করেছে এনআইএ’, ভূপতিনগর কাণ্ডে পালটা অভিযোগ মমতার