ETV Bharat / state

সপ্তাহশেষে দক্ষিণে ভারী বৃষ্টি, অতিসক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বানভাসি উত্তর - West Bengal Monsoon Update - WEST BENGAL MONSOON UPDATE

West Bengal Weather Forecast: ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে নাজেহাল উত্তরবঙ্গ ৷ এদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সঙ্গে আর্দ্রতার কারণে নাস্তানাবুদ অবস্থা দক্ষিণবঙ্গবাসীর ৷ তবে চলতি সপ্তাহের শেষে মিলতে পারে রেহাই, এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর ৷

WEST BENGAL MONSOON UPDATE
হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গে (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 26, 2024, 7:38 AM IST

কলকাতা, 26 জুন: একদিকে অতিসক্রিয় মৌসুমি বায়ুর কারণে বানভাসি উত্তরবঙ্গ ৷ অন্যদিকে ভারী বৃষ্টির আশায় হাপিত্যেশ করে বসে রয়েছে দক্ষিণবঙ্গ ৷ বদলে বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতিতে গুমোট গরমে নাস্তানাবুদ হতে হচ্ছে দক্ষিণবঙ্গবাসীকে ৷ এই অবস্থা এখন আরও কয়েকদিন চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷

হাবিবুর রহমানের বক্তব্য (ইটিভি ভারত)

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বলেন, "গত 24 ঘণ্টায় উত্তরবঙ্গের হাসিমারাতে 218.6 মিলিমিটার বৃষ্টি হয়েছে । বারোবিশায় হয়েছে 179.8 মিলিমিটার বৃষ্টি ৷ জলপাইগুড়িতে বৃষ্টি হয়েছে 166.5 মিলিমিটার ।" উত্তরবঙ্গ যখন অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত, দক্ষিণবঙ্গে তখন চাতক-দশা। হাবিবুর রহমান বলেন, "আগামী দু'দিন বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ৷ তবে তারপর বৃষ্টির পরিমাণ বাড়তে পারে ৷ আগামী 24 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় ৷ শুক্রবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে ৷"

হাওয়া অফিসের পূর্বাভাস, গত দু'দিন দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ুর অগ্রগতি বেশ কম ৷ তবে এই সপ্তাহের মধ্যেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই মৌসুমি বায়ুর প্রভাব বিস্তার করবে বলে অনুমান হাওয়া অফিসের। উত্তরবঙ্গে বুধবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কিছুটা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় ভারী বৃষ্টিও হবে । বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে । বুধবারের আকাশে মেঘ থাকলেও কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কম । আগামীকাল, বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের । কলকাতায় বৃষ্টি বাড়বে শুক্রবার থেকে । সপ্তাহান্তে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

মঙ্গলবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.7 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29 ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে 2.2 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 89 শতাংশ এবং সর্বনিম্ন 55 শতাংশ । আজ, বুধবার দিনের আকাশ থাকবে আংশিক মেঘলা । কয়েকটি জায়গায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 35 ডিগ্রি এবং 29 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷

কলকাতা, 26 জুন: একদিকে অতিসক্রিয় মৌসুমি বায়ুর কারণে বানভাসি উত্তরবঙ্গ ৷ অন্যদিকে ভারী বৃষ্টির আশায় হাপিত্যেশ করে বসে রয়েছে দক্ষিণবঙ্গ ৷ বদলে বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতিতে গুমোট গরমে নাস্তানাবুদ হতে হচ্ছে দক্ষিণবঙ্গবাসীকে ৷ এই অবস্থা এখন আরও কয়েকদিন চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷

হাবিবুর রহমানের বক্তব্য (ইটিভি ভারত)

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বলেন, "গত 24 ঘণ্টায় উত্তরবঙ্গের হাসিমারাতে 218.6 মিলিমিটার বৃষ্টি হয়েছে । বারোবিশায় হয়েছে 179.8 মিলিমিটার বৃষ্টি ৷ জলপাইগুড়িতে বৃষ্টি হয়েছে 166.5 মিলিমিটার ।" উত্তরবঙ্গ যখন অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত, দক্ষিণবঙ্গে তখন চাতক-দশা। হাবিবুর রহমান বলেন, "আগামী দু'দিন বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ৷ তবে তারপর বৃষ্টির পরিমাণ বাড়তে পারে ৷ আগামী 24 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় ৷ শুক্রবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে ৷"

হাওয়া অফিসের পূর্বাভাস, গত দু'দিন দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ুর অগ্রগতি বেশ কম ৷ তবে এই সপ্তাহের মধ্যেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই মৌসুমি বায়ুর প্রভাব বিস্তার করবে বলে অনুমান হাওয়া অফিসের। উত্তরবঙ্গে বুধবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কিছুটা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় ভারী বৃষ্টিও হবে । বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে । বুধবারের আকাশে মেঘ থাকলেও কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কম । আগামীকাল, বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের । কলকাতায় বৃষ্টি বাড়বে শুক্রবার থেকে । সপ্তাহান্তে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

মঙ্গলবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.7 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29 ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে 2.2 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 89 শতাংশ এবং সর্বনিম্ন 55 শতাংশ । আজ, বুধবার দিনের আকাশ থাকবে আংশিক মেঘলা । কয়েকটি জায়গায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 35 ডিগ্রি এবং 29 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.