বারাসত, 13 জুন: নিউটাউনে মারধর-কাণ্ডে বৃহস্পতিবার বারাসত আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলেন তৃণমূলের তারকা বিধায়ক সোহম চক্রবর্তী । বৃহস্পতিবার তিনি তাঁর আইনজীবীকে সঙ্গে নিয়ে আসেন বারাসত জেলা আদালতে । গাড়ি থেকে নেমে এদিন সোজা আদালতের মুখ্য সরকারি আইনজীবী শান্তময় বসুর চেম্বারে ঢুকে যান সোহম । সেখানেই জামিনের মামলার বিষয়টি নিয়ে মুখ্য সরকারি আইনজীবীর সঙ্গে দীর্ঘক্ষণ আইনি শলাপরামর্শ করেন শাসকদলের এই বিধায়ক-অভিনেতা ।
সূত্রের খবর, নিউটাউনের রেস্তোরাঁয় হামলা, মারধর-কাণ্ডে আগাম জামিন চেয়ে ইতিমধ্যে বারাসত আদালতের দ্বারস্থ হয়েছেন চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী । সেই আবেদনের ভিত্তিতেই এদিন আদালতে পৌঁছে সিজেএম-এর এজলাসে আত্মসমর্পণ করেন সোহম । তবে, মামলাটির শুনানিপর্ব শেষ হলেও আপাতত জামিনের রায়দানের বিষয়টি স্থগিত রয়েছে । ফলে, বিধায়ক সোহম চক্রবর্তীর জামিন আদৌও মঞ্জুর হবে কি না, তা জানা যাবে কিছুক্ষণের মধ্যেই ।
গত 7 জুন নিউটাউনের একটি রেস্তোরাঁয় শুটিং চলাকালীন পার্কিং বিবাদকে কেন্দ্র করে রেস্তোরাঁ মালিকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূলের তারকা বিধায়ক সোহম চক্রবর্তী । যা ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় সেখানে । রেস্তোরাঁ কর্তৃপক্ষ দাবি করেন, নিজের ক্ষমতার জোরে আইন হাতে তুলে নিয়ে সেখানে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন শাসকদলের এই তারকা বিধায়ক । রেস্তোরাঁর মালিককে মারধর ও কর্মীদের হেনস্থা করার অভিযোগ উঠেছে সোহম ও তাঁর নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে ৷ এমনই অভিযোগ তুলে সরব হয়েছেন রেস্তোরাঁ কর্তৃপক্ষ ।
যদিও প্রথম দিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে পালটা রেস্তোরাঁ মালিকের ঘাড়েই যাবতীয় দায়ভার চাপিয়েছিলেন সোহম । কিন্তু,পরে হোটেল কর্তৃপক্ষ ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে আনতেই অস্বস্তি বাড়ে তৃণমূল বিধায়কের । সেখানে স্পষ্টত সোহমের গুন্ডামি এবং মারধরের ঘটনার দৃশ্য ধরা পড়েছে ।
এরপরই সংবাদমাধ্যমের সামনে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেন চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক । যদিও তাতে কিন্তু বিতর্ক থামেনি । অভিযোগ, বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে রেস্তোরাঁয় হামলা, মারধরের ঘটনায় টেকনো সিটি থানার দ্বারস্থ হওয়ার পরও আক্রান্ত রেস্তোরাঁ মালিককে হুমকির মুখে পড়তে হচ্ছে । কিন্তু, তারপরও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ ।
এরপরই পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা এবং ঘটনার সঠিক তদন্ত চেয়ে গতকাল অর্থাৎ বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা দায়েরের আবেদন করেন নিউটাউনের ওই রেস্তোরাঁর মালিক । সেই আবেদন মঞ্জুর করেছেন বিচারপতি । আগামিকাল অর্থাৎ শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলাটির শুনানি হওয়ার কথা । তার আগেই বৃহস্পতিবার বারাসত জেলা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলেন সোহম চক্রবর্তী ।
এদিকে, আদালতে ঢোকার সময়ে কিংবা বেরনোর সময়ে এনিয়ে সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে চাননি তৃণমূল বিধায়ক । মামলার প্রসঙ্গে সোহম শুধু বলেন, "এটি বিচারাধীন বিষয় । এই বিষয়ে আলাদা করে আমার কোনও মন্তব্য করার জায়গা নেই ।" তবে, বিষয়টি নিয়ে বারাসত আদালতের আইনজীবী অলোক সমাজপতি বলেন,"অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে যে যে ধারায় মামলা রুজু হয়েছে, তার সবক'টিই জামিন যোগ্য । তাই, এখনই তাঁকে অভিযুক্ত বলা যাবে না । জামিনের মামলাটি সিজেএম আদালত গ্রহণ করেছে । দুপুর দু'টোর পর সেই মামলার রায়দান ঘোষণা হবে । আপাতত রায়দান স্থগিত রয়েছে ।"
অন্যদিকে, মারধর-কাণ্ডে অভিযুক্ত বিধায়ক সোহম চক্রবর্তীর দীর্ঘক্ষণ মুখ্য সরকারি আইনজীবীর চেম্বারে বসে থাকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে । যদিও এর মধ্যে বিতর্কের কিছু নেই বলে দাবি করেছেন আইনজীবী অলোক সমাজপতি । তাঁর কথায়, "বিধায়ক অন্য একটি বিষয় নিয়ে মুখ্য সরকারি আইনজীবীর চেম্বারে গিয়েছিলেন । কথা বলেছেন । এর মধ্যে বিতর্কের কী আছে ! এনিয়ে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে ।"