কলকাতা, 28 জুন: ফের বিএসএফের উপর প্রাণঘাতী হামলা। পাল্টা প্রাণ বাঁচাতে হামলাকারীদের লক্ষ্য করে গুলি চালাল বিএসএফ সদস্যদের। অবশেষে বাংলাদেশের দিকেই ফিরে যায় পাচারকারীরা। বুধবার উত্তর 24 পরগনার ডোবারপাড়া ভারত-বাংলাদেশ সীমান্তের ঘটনা । ঘটনার পর বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) সঙ্গে বৈঠক করে বিএসএফ। বারবার কেন বাংলাদেশি পাচারকারীরা বিএসএফের উপর হামলা চালাচ্ছে, বিজিবি কেন নিজেদের সীমান্তে প্রতিরোধ করতে পারছে না, সেই প্রশ্ন তোলা হয়। একই সঙ্গে সতর্ক করা হয়েছে।
বিএসএফ সূত্রের খবর, বিএসএফ সীমান্ত চৌকি ডোবারপাডায় এক বিএসএফ জওয়ানের উপর ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ চালায় ৷ আত্মরক্ষা করতে ডোবারপাড়া 5 ব্যাটালিয়নের সাহসী বিএসএফ জওয়ানরা পাল্টা গুলি চালান ৷ বাংলাদেশি পাচারকারীরা অনুপ্রবেশের চেষ্টা করলেও তারা ব্যর্থ হন। আবারও বাংলাদেশে ফিরে যায় তারা । ঘটনাস্থল থেকে হামলাকারীদের ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
জানা গিয়েছে, বিএসএফ কর্মীরা যখন ডিউটি পরিবর্তনের করছিলেন, তখনই দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী বাংলাদেশ সীমান্ত থেকে আন্তর্জাতিক সীমান্তে এসে পড়েন। অনুপ্রবেশকারীদের থামতে বলা হলে দৌড়তে শুরু করে। তখনই তাদের ধরতে যায় বিএসএফ জওয়ানরা । সে সময় অনুপ্রবেশকারীরা আক্রমণাত্মক ভাবে ধারালো ছুরি নিয়ে জওয়ানদের উপর হামলা চালানোর চেষ্টা করে। জওয়ানদের ছোঁড়াগুলি বেশ কয়েকজন বাংলাদেশি দুষ্কৃতীকে লাগে ৷ তারপরও তাঁরা বাংলাদেশের দিকে চলে যান ৷ এরপর বর্ডার গার্ডস বাংলাদেশ (বিজিবি) এর সঙ্গে বৈঠকে বসে । বাংলাদেশি চোরাকারবারীরা যে বরাবার মারাত্মক অপ্রীতিকর হামলার ঘটাচ্ছে তার তীব্র প্রতিবাদ জানানো হয়।
উল্লেখ্য, এই সীমান্ত চৌকির বেশির ভাগ এলাকা নদীর ধারে এবং সেখানে কাঁটাতার নেই । দফায় দফায় নদীতে জল বৃদ্ধি পাওয়ায় বিএসএফকে অনেক অসুবিধায় পড়তে হয়। সীমান্তের দু’পাশে অত্যন্ত ঘন জঙ্গল এবং বহুদূর বিস্তৃত চাষের জমি রয়েছে। যে কারণে চোরাকারবারি এবং অনুপ্রবেশকারীরা সহজেই ভারতে প্রবেশ করতে পারেন । যদিও বিএসএফ জওয়ানরা তাদের রুখতে সচেষ্ট থাকেন ৷
বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তএর জনসংযোগ অধিকারিক একে আর্য্য বলেন, "দুর্ভাগ্যবশত হলেও, এই ধরনের ঘটনা আমাদের কাছে অস্বাভাবিক নয়। বিএসএফ জওয়ানরা অসাধারণ সাহস ও সতর্কতার সঙ্গে তাঁদের দায়িত্ব পালন করছেন। আমরা আগেও বাংলাদেশি অপরাধীদের আক্রমণের শিকার হয়েছি ৷ অনুপ্রবেশ সম্পর্কে তাদের সতর্ক করার জন্য বিজিবির সঙ্গে ঘন ঘন পতাকা বৈঠক করা হয়েছে ৷ দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা অবিচল ।"