বোলপুর, 17 অগস্ট: শববাহী গাড়ি করে গাঁজা পাচার হচ্ছিল বলে অভিযোগ ছিল ৷ তদন্তে নেমে সুভাষ চট্টোপাধ্যায় ওরফে বাপি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল বোলপুর থানার পুলিশ ৷ যদিও তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে ৷ এই বাপি বোলপুর থানার 'ডাকমাস্টার' হিসাবে পরিচিত এলাকায় ৷ এ দিন ধৃতকে বোলপুর মহকুমা আদালতে তোলা হয় । মামলার সরকারি আইনজীবী উদয়কুমার গড়াই বলেন, "ধৃতের কাছ থেকে রিভলবার উদ্ধার হয়েছে । পুলিশ অস্ত্র আইনে মামলা রুজু করেছে । ধৃতকে 14 দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ।"
জানা গিয়েছে, সদ্য বোলপুরের মুলুকে একটি শববাহী গাড়ি আটক করেছিল পুলিশ ৷ সেই গাড়ি থেকে 184টি প্যাকেট থেকে প্রায় 1 কুইন্টাল 96 কেজি গাঁজা উদ্ধার হয়েছিল ৷ ওড়িশার কালাহাণ্ডি থেকে এই গাঁজা বোলপুরে আসছিল ৷ ঘটনায় 7 জনকে গ্রেফতার করা হয়েছিল ৷
পুলিশ সূত্রে খবর, ধৃতদের জেরা করে বোলপুরে বেশ কয়েকজন গাঁজা কারবারী ও মাফিয়ার নাম পায় পুলিশ ৷ তদন্তে নেমে বোলপুরের কেটো পুলের কাছ থেকে সুভাষ চট্টোপাধ্যায় ওরফে বাপি নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ ৷ ধৃতের বাড়ি বোলপুরের রজতপুরে । যদিও ধৃত ব্যক্তিকে অস্ত্র আইনে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতের সঙ্গে ভিন রাজ্য থেকে গাঁজা পাচারের কী যোগ রয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ ৷
অভিযোগ, বোলপুর ও শান্তিনিকেতন থানা এলাকায় রমরমিয়ে চলে গাঁজার কারবার । বিশেষ করে রাজ হলেই এই দুই থানা এলাকার একাধিক জায়গা চলে যায় নেশাগ্রস্ত সমাজবিরোধীদের দখলে, যা নিয়ে তৎপর হয়েছে পুলিশ ৷ প্রসঙ্গত, আরজি কর-কাণ্ডে সিভিক ভলেন্টিয়ার যোগ সামনে এসেছে ৷ এবার অস্ত্র মজুত রাখার অভিযোগে গ্রেফতার পুলিশ ঘনিষ্ঠ ব্যক্তি, যা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছে ।