কলকাতা, 1 সেপ্টেম্বর: পাচারের আগেই বাজেয়াপ্ত রুপো ৷ মোট 34.650 কেজি রুপোর গয়না বাজেয়াপ্ত করলেন দক্ষিণবঙ্গে বিএসএফের 143তম ব্যাটালিয়নের জওয়ানরা ৷ রবিবার ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার ভারত-বাংলাদেশ সীমান্তে ৷ বাজেয়াপ্ত হওয়া রুপোর আনুমানিক মূল্য 23 লক্ষ 95 হাজার 8 টাকা। বাজেয়াপ্ত হওয়া রুপো কাস্টমস অফিস তেঁতুলিয়ায় হস্তান্তর করা হয়েছে ৷ এসব গয়না ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা হচ্ছিল বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে।
গোয়েন্দা বিভাগের তথ্যের ভিত্তিতে বর্ডার পোস্ট তেরালির কোম্পানি কমান্ডার জওয়ানদের সতর্ক করেন বিএসএফ । ডিউটিতে থাকাকালীন সোনাই নদীর জলের জলাশয়ে সন্দেহজনক গতিবিধি দেখে জওয়ানদের সন্দেহ হয় । তারপর জওয়ানরা পঞ্চায়েত রোড থেকে ঘাট এলাকার দিকে দ্রুত গতিতে একটি স্কুটার আসতে দেখেন।
চালক তাড়াতাড়ি সিটের নিচ থেকে একটা সাদা বস্তা বের করে নদীর ধার ধরে ঘাটের দিকে দৌড় দেয়। বিষয়টি আন্দাজ করতে পেরে, বিএসএফ কর্মীরা অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে লোকটিকে ধাওয়া করে । লোকটি ভয় পেয়ে ঘাটের কাছে সাদা বস্তা ফেলে সোনাই নদীতে ঝাঁপ দেয় । বিএসএফ কর্মীরা এলাকাটি পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান করে এবং পরিত্যক্ত বস্তাটি উদ্ধার করে । যাতে বাদামী টেপে মোড়ানো 31টি প্যাকেট ছিল ।
এই বিষয়ে বিএসএফের এক আধিকারিক বলেন, "ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান বন্ধে বিএসএফ কঠোর পদক্ষেপ নিচ্ছে । যে কারণে এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের নানা সমস্যায় পড়তে হয় । আমরা কোনও অবস্থাতেই আমাদের এলাকা থেকে চোরাচালান হতে দেব না ।"