ETV Bharat / state

শিলিগুড়ির পানীয় জলের সমস্যা মেটাতে উদ্যোগী পৌরনিগম - Siliguri Water Crisis - SILIGURI WATER CRISIS

Siliguri Water Crisis: পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে চলতি জুন মাসেই বিকল্প ইনটেক ওয়েল ও নমুনা পরীক্ষা কেন্দ্রর সূচনা করবে শিলিগুড়ি পৌরনিগম ৷ তাছাড়া বসানো হবে আরও ডিপ টিউবওয়েল ৷ এমনটাই জানা গিয়েছে পৌরনিগম সূত্রে ৷

SILIGURI MUNICIPAL CORPORATION
শিলিগুড়ি পৌরনিগম (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 3, 2024, 12:48 PM IST

শিলিগুড়ি, 3 জুন: রবিবারই মিটেছে শিলিগুড়ির পানীয় জলের সমস্যা । বিকেল থেকে ফের স্বাভাবিক হয়েছে পানীয় জল সরবরাহ । কিন্তু আগামীতে যাতে ফের এই ধরনের পানীয় জলের সমস্যা না হয়, সেই জন্য এবার তড়িঘড়ি উদ্যোগী শিলিগুড়ি পৌরনিগম । চলতি মাসেই তৈরি হয়ে যাবে ফুলবাড়ি জল প্রকল্পের বিকল্প ইনটেক ওয়েল । একই সঙ্গে জরুরিকালীন পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে শহরে একাধিক ডিপ টিউবওয়েল বসানোর কথা ঘোষণা করেছেন মেয়র গৌতম দেব । সঙ্গে পানীয় জলের গুণগত মান ঠিক রাখতে নদীর জলের নমুনা পরীক্ষা ইউনিটও গড়া হবে বলে জানা গিয়েছে পৌরনিগম সূত্রে ।

বামফ্রন্টের সময় ফুলবাড়িতে গড়া জল প্রকল্পের সঙ্গে একটি বিকল্প ইনটেক ওয়েল বা জল উত্তোলন কেন্দ্র তৈরির দাবি বহুদিনের । কিন্তু এখনও পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি । এই অবস্থায় তিস্তা নদী কিংবা ক্যানেলে কোনও সমস্যা হলেই শহরের জল সরবরাহ ব্যাহত হচ্ছে ।

এই বিষয়ে মেয়র গৌতম দেব বলেন, "1994 সালে জল প্রকল্প তৈরির পরিকল্পনা নেয় বামফ্রন্ট পরিচালিত বিগত পৌরবোর্ড । তা বাস্তবায়িত হয় 1999 সালে । সেই সময়ই তৎকালীন পৌরবোর্ড বিকল্প ইনটেক ওয়েল তৈরি করতে পারত । তারা তা করেনি । উদাসীনতা ছাড়া আর কিছুই না । আর এখন তাদের ব্যর্থতার ফল আমরা ভুগছি ।’’

তিনি আরও বলেন, ‘‘সেসব ভুলে এখন 6 কোটি 9 লক্ষ টাকায় বিকল্প ইনটেক ওয়েল তৈরি করা হচ্ছে । চলতি মাসেই সংশ্লিষ্ট প্রকল্পের কাজ শেষ হবে । এছাড়া শহরে বর্তমানে ছ’টি ডিপ টিউবওয়েল রয়েছে । যার মধ্যে তিনটি আগে তৈরি হয় । দু’বছরে আমরা 5, 27 ও 47 নম্বর ওয়ার্ডে বাকি তিনটি তৈরি করেছি । আপৎকালীন পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে আরও চারটি জায়গায় ডিব টিউবওয়েল তৈরি করা হবে বলে আমরা মেয়র পারিষদের বৈঠকে সিদ্ধান্ত নিয়েছি ।’’

গৌতম দেবের আরও বক্তব্য, ‘‘এজন্য 3 ও 33 নম্বর ওয়ার্ড-সহ বিভিন্ন ওয়ার্ডে জায়গা দেখা হচ্ছে । এছাড়া নদী-সহ বিভিন্ন এলাকার জলের নমুনা পরীক্ষা করার জন্য এতদিন পর্যন্ত কলকাতার উপর নির্ভর করতে হতো আমাদের । যার জেরে সময়মতো নমুনার টেস্ট রিপোর্ট পেতে অনেক দেরি হয়ে যেতো । তাই রাজ্য সরকারের নির্দেশে ফুলবাড়িতে জলের নমুনা পরীক্ষার একটি ইউনিট তৈরি করবে জনস্বাস্থ্য ও কারিগরি দফতর । সেই ইউনিটেরও কাজ শুরু হয়েছে । এতে শিলিগুড়ি-সহ গোটা উত্তরবঙ্গের ব্যাপক উপকার হবে । তাছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় আগামী ডিসেম্বর মাসের মধ্যে গোটা শহরের আমূল পরিবর্তন করব ।"

শিলিগুড়ি, 3 জুন: রবিবারই মিটেছে শিলিগুড়ির পানীয় জলের সমস্যা । বিকেল থেকে ফের স্বাভাবিক হয়েছে পানীয় জল সরবরাহ । কিন্তু আগামীতে যাতে ফের এই ধরনের পানীয় জলের সমস্যা না হয়, সেই জন্য এবার তড়িঘড়ি উদ্যোগী শিলিগুড়ি পৌরনিগম । চলতি মাসেই তৈরি হয়ে যাবে ফুলবাড়ি জল প্রকল্পের বিকল্প ইনটেক ওয়েল । একই সঙ্গে জরুরিকালীন পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে শহরে একাধিক ডিপ টিউবওয়েল বসানোর কথা ঘোষণা করেছেন মেয়র গৌতম দেব । সঙ্গে পানীয় জলের গুণগত মান ঠিক রাখতে নদীর জলের নমুনা পরীক্ষা ইউনিটও গড়া হবে বলে জানা গিয়েছে পৌরনিগম সূত্রে ।

বামফ্রন্টের সময় ফুলবাড়িতে গড়া জল প্রকল্পের সঙ্গে একটি বিকল্প ইনটেক ওয়েল বা জল উত্তোলন কেন্দ্র তৈরির দাবি বহুদিনের । কিন্তু এখনও পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি । এই অবস্থায় তিস্তা নদী কিংবা ক্যানেলে কোনও সমস্যা হলেই শহরের জল সরবরাহ ব্যাহত হচ্ছে ।

এই বিষয়ে মেয়র গৌতম দেব বলেন, "1994 সালে জল প্রকল্প তৈরির পরিকল্পনা নেয় বামফ্রন্ট পরিচালিত বিগত পৌরবোর্ড । তা বাস্তবায়িত হয় 1999 সালে । সেই সময়ই তৎকালীন পৌরবোর্ড বিকল্প ইনটেক ওয়েল তৈরি করতে পারত । তারা তা করেনি । উদাসীনতা ছাড়া আর কিছুই না । আর এখন তাদের ব্যর্থতার ফল আমরা ভুগছি ।’’

তিনি আরও বলেন, ‘‘সেসব ভুলে এখন 6 কোটি 9 লক্ষ টাকায় বিকল্প ইনটেক ওয়েল তৈরি করা হচ্ছে । চলতি মাসেই সংশ্লিষ্ট প্রকল্পের কাজ শেষ হবে । এছাড়া শহরে বর্তমানে ছ’টি ডিপ টিউবওয়েল রয়েছে । যার মধ্যে তিনটি আগে তৈরি হয় । দু’বছরে আমরা 5, 27 ও 47 নম্বর ওয়ার্ডে বাকি তিনটি তৈরি করেছি । আপৎকালীন পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে আরও চারটি জায়গায় ডিব টিউবওয়েল তৈরি করা হবে বলে আমরা মেয়র পারিষদের বৈঠকে সিদ্ধান্ত নিয়েছি ।’’

গৌতম দেবের আরও বক্তব্য, ‘‘এজন্য 3 ও 33 নম্বর ওয়ার্ড-সহ বিভিন্ন ওয়ার্ডে জায়গা দেখা হচ্ছে । এছাড়া নদী-সহ বিভিন্ন এলাকার জলের নমুনা পরীক্ষা করার জন্য এতদিন পর্যন্ত কলকাতার উপর নির্ভর করতে হতো আমাদের । যার জেরে সময়মতো নমুনার টেস্ট রিপোর্ট পেতে অনেক দেরি হয়ে যেতো । তাই রাজ্য সরকারের নির্দেশে ফুলবাড়িতে জলের নমুনা পরীক্ষার একটি ইউনিট তৈরি করবে জনস্বাস্থ্য ও কারিগরি দফতর । সেই ইউনিটেরও কাজ শুরু হয়েছে । এতে শিলিগুড়ি-সহ গোটা উত্তরবঙ্গের ব্যাপক উপকার হবে । তাছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় আগামী ডিসেম্বর মাসের মধ্যে গোটা শহরের আমূল পরিবর্তন করব ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.