ETV Bharat / state

আগামী একমাস তীব্র পানীয় জলের সংকটের মুখে শিলিগুড়ি ! - Water Crisis - WATER CRISIS

Water Crisis in Siliguri: তিস্তার বাঁধ মেরামতি ও ফুলবাড়ি জলপ্রকল্পে জমা পলি সরানোর কাজের জন্য তীব্র পানীয় জলের সংকটের মুখে শিলিগুড়ি ৷ জানা গিয়েছে, প্রায় একমাস ধরে এই দু’টি কাজ চলবে ৷ এই সময়ের মধ্যে জলসংকটে পড়তে চলেছে শিলিগুড়ির নাগরিকরা ৷

Water Crisis
পানীয় জলের সংকটের মুখে শিলিগুড়ি (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 10, 2024, 12:05 PM IST

শিলিগুড়িতে দেখা দিতে পারে পানীয় জলের সংকট (ইটিভি ভারত)

শিলিগুড়ি, 10 মে: তীব্র পানীয় জলের সমস্যার সম্মুখীন হতে চলেছে শিলিগুড়ির মানুষ ! তিস্তার বাঁধ সংস্কার-সহ শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির পানীয় জল প্রকল্প সংলগ্ন এলাকা থেকে পলি সরানোর কাজ শুরু হয়েছে ৷ তার জেরে শিলিগুড়ি শহরে সংকট দেখা দিতে পারে পানীয় জলের ৷ শুক্রবার থেকেই এই দু’টি সংস্কারের কাজ শুরু হয়েছে ৷ এ নিয়ে পৌরনিগমের তরফে আগাম সতর্কতা জারি করা হয়েছে ৷ চালু করা হয়েছে কন্ট্রোল রুম ৷ পরিস্থিতির উপর নজর রাখছেন শিলিগুড়ি পৌরনিগমের মেয়র গৌতম দেব ৷

মেয়র জানিয়েছেন, "পরিস্থিতি মোকাবিলায় সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ কোথাও যাতে পানীয় জলের সমস্যা দেখা না দেয়, সেক্ষেত্রে আগাম ব্যবস্থা করেছি আমরা ৷ 21টি ট্যাঙ্কারে পানীয় জল সরবরাহ করা হবে ৷ পাশাপাশি পাঁচটি বরোর মাধ্যমে তিন হাজার করে পানীয় জলের পাউচ বণ্টন করা হবে ৷" কিন্তু, মেয়রের অভয়বাণীতেও উদ্বেগে রয়েছে শহরবাসী ৷

বেশ কয়েক বছর যাবৎ শহরে জলকষ্ট অব্যাহত । কিছু ওয়ার্ডে জলের ট্যাঙ্ক পাঠানো হয় প্রতিনিয়ত ৷ এবার ফের প্রায় একমাসের জন্য জল সমস্যায় পড়তে চলেছে শিলিগুড়ির মানুষজন ৷ সম্প্রতি সিকিমে হড়পাবানের জেরে তিস্তা নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হয় ৷ অন্যদিকে, পলি মাটিও জমে গিয়েছে নদী-সহ লিঙ্ক ক্যানালেও ৷ তাই বর্ষার আগেই বাঁধ মেরামতের পাশাপাশি পলি পরিষ্কার করা বাধ্যতামূলক ৷ তা না হলে, বর্ষার সময় বাঁধ আরও বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে ৷ তাতে বন্যা পরিস্থিতি তৈরি হবে বলে জানিয়েছেন গৌতম দেব ৷ তাই মেরামতির কারণে, তিস্তা থেকে জল তোলা সম্ভব নয় বলে জানান তিনি ৷

ইতিমধ্যে, দ্রুত ওই কাজ করার জন্য জনস্বাস্থ্য কারিগরি ও সেচ দফতরকে অনুরোধ করেছেন মেয়র ৷ পাশাপাশি 6 কোটি 9 লক্ষ টাকা দিয়ে যে বিকল্প জলাশয় বানানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল, তার কাজও এক মাসের মধ্যে শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে ৷ মেয়র গৌতম দেব জানিয়েছেন, "জলের সমস্যার জন্য আমরা ক্ষমাপ্রার্থী শহরবাসীর কাছে ৷ কিন্তু, আমরা রাস্তায় থাকব ৷ কোথাও জলের অভাব হবে না ৷ আমরা ট্যাঙ্ক, পাউচ পাঠিয়ে দেব ৷"

তা সত্ত্বেও, আগামী সোমবারের থেকে শিলিগুড়ির নাগরিকদের কাছে নির্দিষ্ট পরিমাণ জল পৌঁছাবে না ৷ তাই মানুষের সমস্যার কথা চিন্তা করে গৌতম দেব জানিয়েছেন, "জনস্বাস্থ্য কারিগরি ও সেচ দফতর কাজ শেষ করতে একমাস সময় চাইলেও, আমরা বলেছি সম্ভব হলে দিনরাত কাজ করে 15 দিনের মধ্যে কাজ শেষ করা হোক ৷ এদিকে আমরা জলাশয়ের কাজের অগ্রগতিও দেখতে যাব ৷" এই বিষয়ে বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক নান্টু পাল বলেন, "বিজ্ঞপ্তি জারি করে নিজেদের দায় সেরে দিচ্ছে এই বোর্ড ৷ এই কাজ আরও আগে করার প্রয়োজন ছিল ৷ এই গরমে এমনিতেই পানীয় জলের সংকট ৷ তার মধ্যে প্রায় একমাস বন্ধ থাকলে শহরবাসীর ব্যাপক সমস্যা হবে ৷"

আরও পড়ুন:

  1. মেয়রের আশঙ্কায় শিয়রে বিপদ! চেন্নাইয়ের জলসঙ্কটের ছবি কি এবার কলকাতায়?
  2. চিকিৎসার টাকায় কিনতে হচ্ছে জল, তীব্র সংকটে ইএসআই হাসপাতাল
  3. মানবসভ্যতার সুরক্ষায় ব্যবহারোপযোগী জলের স্থায়ী ব্যবস্থা করা জরুরি, পড়ুন বিস্তারিত বিশ্লেষণ

শিলিগুড়িতে দেখা দিতে পারে পানীয় জলের সংকট (ইটিভি ভারত)

শিলিগুড়ি, 10 মে: তীব্র পানীয় জলের সমস্যার সম্মুখীন হতে চলেছে শিলিগুড়ির মানুষ ! তিস্তার বাঁধ সংস্কার-সহ শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির পানীয় জল প্রকল্প সংলগ্ন এলাকা থেকে পলি সরানোর কাজ শুরু হয়েছে ৷ তার জেরে শিলিগুড়ি শহরে সংকট দেখা দিতে পারে পানীয় জলের ৷ শুক্রবার থেকেই এই দু’টি সংস্কারের কাজ শুরু হয়েছে ৷ এ নিয়ে পৌরনিগমের তরফে আগাম সতর্কতা জারি করা হয়েছে ৷ চালু করা হয়েছে কন্ট্রোল রুম ৷ পরিস্থিতির উপর নজর রাখছেন শিলিগুড়ি পৌরনিগমের মেয়র গৌতম দেব ৷

মেয়র জানিয়েছেন, "পরিস্থিতি মোকাবিলায় সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ কোথাও যাতে পানীয় জলের সমস্যা দেখা না দেয়, সেক্ষেত্রে আগাম ব্যবস্থা করেছি আমরা ৷ 21টি ট্যাঙ্কারে পানীয় জল সরবরাহ করা হবে ৷ পাশাপাশি পাঁচটি বরোর মাধ্যমে তিন হাজার করে পানীয় জলের পাউচ বণ্টন করা হবে ৷" কিন্তু, মেয়রের অভয়বাণীতেও উদ্বেগে রয়েছে শহরবাসী ৷

বেশ কয়েক বছর যাবৎ শহরে জলকষ্ট অব্যাহত । কিছু ওয়ার্ডে জলের ট্যাঙ্ক পাঠানো হয় প্রতিনিয়ত ৷ এবার ফের প্রায় একমাসের জন্য জল সমস্যায় পড়তে চলেছে শিলিগুড়ির মানুষজন ৷ সম্প্রতি সিকিমে হড়পাবানের জেরে তিস্তা নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হয় ৷ অন্যদিকে, পলি মাটিও জমে গিয়েছে নদী-সহ লিঙ্ক ক্যানালেও ৷ তাই বর্ষার আগেই বাঁধ মেরামতের পাশাপাশি পলি পরিষ্কার করা বাধ্যতামূলক ৷ তা না হলে, বর্ষার সময় বাঁধ আরও বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে ৷ তাতে বন্যা পরিস্থিতি তৈরি হবে বলে জানিয়েছেন গৌতম দেব ৷ তাই মেরামতির কারণে, তিস্তা থেকে জল তোলা সম্ভব নয় বলে জানান তিনি ৷

ইতিমধ্যে, দ্রুত ওই কাজ করার জন্য জনস্বাস্থ্য কারিগরি ও সেচ দফতরকে অনুরোধ করেছেন মেয়র ৷ পাশাপাশি 6 কোটি 9 লক্ষ টাকা দিয়ে যে বিকল্প জলাশয় বানানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল, তার কাজও এক মাসের মধ্যে শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে ৷ মেয়র গৌতম দেব জানিয়েছেন, "জলের সমস্যার জন্য আমরা ক্ষমাপ্রার্থী শহরবাসীর কাছে ৷ কিন্তু, আমরা রাস্তায় থাকব ৷ কোথাও জলের অভাব হবে না ৷ আমরা ট্যাঙ্ক, পাউচ পাঠিয়ে দেব ৷"

তা সত্ত্বেও, আগামী সোমবারের থেকে শিলিগুড়ির নাগরিকদের কাছে নির্দিষ্ট পরিমাণ জল পৌঁছাবে না ৷ তাই মানুষের সমস্যার কথা চিন্তা করে গৌতম দেব জানিয়েছেন, "জনস্বাস্থ্য কারিগরি ও সেচ দফতর কাজ শেষ করতে একমাস সময় চাইলেও, আমরা বলেছি সম্ভব হলে দিনরাত কাজ করে 15 দিনের মধ্যে কাজ শেষ করা হোক ৷ এদিকে আমরা জলাশয়ের কাজের অগ্রগতিও দেখতে যাব ৷" এই বিষয়ে বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক নান্টু পাল বলেন, "বিজ্ঞপ্তি জারি করে নিজেদের দায় সেরে দিচ্ছে এই বোর্ড ৷ এই কাজ আরও আগে করার প্রয়োজন ছিল ৷ এই গরমে এমনিতেই পানীয় জলের সংকট ৷ তার মধ্যে প্রায় একমাস বন্ধ থাকলে শহরবাসীর ব্যাপক সমস্যা হবে ৷"

আরও পড়ুন:

  1. মেয়রের আশঙ্কায় শিয়রে বিপদ! চেন্নাইয়ের জলসঙ্কটের ছবি কি এবার কলকাতায়?
  2. চিকিৎসার টাকায় কিনতে হচ্ছে জল, তীব্র সংকটে ইএসআই হাসপাতাল
  3. মানবসভ্যতার সুরক্ষায় ব্যবহারোপযোগী জলের স্থায়ী ব্যবস্থা করা জরুরি, পড়ুন বিস্তারিত বিশ্লেষণ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.