ব্যারাকপুর, 6 ফেব্রুয়ারি: জেল থেকে বেরিয়েই ফের তোলাবাজের তাণ্ডব! রাতের অন্ধকারে দলবল নিয়ে একের পর এক সিসি ক্যামেরা ভাঙচুর চালানোর অভিযোগ রাহুল মাহাতো নামে এক দুষ্কৃতীর বিরুদ্ধে। মঙ্গলবার টিটাগড় পুরানি বাজার এলাকার ঘটনায় আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা। সদ্য অপরাধী ছাড়া পেয়েছে জেল থেকে ৷ তারপরই এলাকায় সে তাণ্ডব চালায় তোলাবাজির জন্য ৷
নিরাপত্তার দাবিতে এদিন সকাল থেকেই বাজারের সমস্ত দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ দেখায় স্থানীয় ব্যবসায়ীরা। দাবি মতো তোলা পেতেই এলাকার সিসি ক্যামেরায় ভাঙচুর চালিয়েছে ওই দুষ্কৃতী, অভিযোগ ৷ বেশ কিছু সিসি ক্যামেরা খুলেও নিয়ে যাওয়া হয়েছে। যাতে আতঙ্ক তৈরি করা যায় ব্যবসায়ীদের মনে। এমনটাই দাবি স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ীদের একাংশের। পরে,পুলিশ এবং স্থানীয় কাউন্সিলর এসে এলাকার ব্যবসায়ীদের আশ্বস্ত করলে বিক্ষোভ তুলে নেওয়া হয়।
সূত্রের খবর, বছর দু'য়েক ওই দুষ্কৃতী তোলা না পেয়ে পুরানি বাজার এলাকার কয়েকজন ব্যবসায়ীর উপর হামলা চালিয়েছিল ওই দুষ্কৃতী ৷ খড়দা থানায় অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল রাহুল। কয়েক মাস জেলও খাটতে হয় তাকে। সম্প্রতি সে জেল থেকে ছাড়া পেয়েছে ৷ ফের এলাকায় ঢুকে দৌরাত্ম্য শুরু করেছে । তা খতিয়ে দেখছে খড়দা থানার পুলিশ। তদন্তে নেমেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ ৷ দেখা যায়, ক্যামেরা ভাঙার আগে দলবল নিয়ে এসে রাহুল মাহাতো নামে ওই দুষ্কৃতী যে এলাকায় ঢুকছে ৷ সেখানেই দেখা যাচ্ছে কিভাবে তিনি তাঁর দলবল নিয়ে এসে তাণ্ডব চালাচ্ছে বাজার সংলগ্ন এলাকায় ৷ রাস্তার ধারে সিসি ক্যামেরার ওপর।
অন্যদিকে, এই ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা মঙ্গলবার দুপুরে খড়দা থানায় যায় অভিযোগ জানায়। সেখানে ওই দুষ্কৃতীর গ্রেফতারের দাবিও জানানো হয়।পুলিশ অভিযোগ খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ইতিমধ্যে। প্রসঙ্গত,টিটাগড়ের এই পুরানি বাজার এলাকাতেই মাস পাঁচেক আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে খুন হন দলেরই এক কর্মী।তারপরও যে দুষ্কৃতী দৌরাত্ম্য যে এতটুকু কমেনি তা এই তাণ্ডবের ঘটনাতেই স্পষ্ট ৷
আরও পড়ুন: