ETV Bharat / state

মগরায় শুটআউট, গুলিবিদ্ধ 2 জমি কারবারি - SHOOTOUT AT MAGRA - SHOOTOUT AT MAGRA

Magra Shootout: রাত দেড়টা নাগাদ গুলিবিদ্ধ দুই বাইক আরোহী ৷ ঘটনার নেপথ্যে কী পুরনো শত্রুতা না রাজনৈতিক দ্বন্দ্ব ? উত্তর খুঁজছে মগরা থানার পুলিশ ৷

Magra Firing Incident
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2024, 12:40 PM IST

মগরা, 29 অগস্ট: গভীর রাতে গুলি চলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল হুগলির মগরায় ৷ দুই ব্যক্তিকে লক্ষ করে গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা ৷ ঘটনায় আহত হয় বছর চল্লিশের বিশ্বনাথ দে ও তিরিশ বছরের মইদুল ইসলাম । বুধবার রাত দেড়টা নাগাদ ঘটনাটি ঘটে মগড়া থানার জিটি রোডের নাকসা মোড় এলাকায় ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতরা দু'জনেই জমি কেনাবেচার ব্যবসা করতেন । বুধবার রাতে তাঁরা বাইক নিয়ে মগরার দিকে যাচ্ছিলেন । পিছন থেকে একটি চার চাকা গাড়ি তাদের ফলো করে আসে । নাকসা মোড় ছাড়িয়ে একটু এগিয়ে কাছাকাছি আসতেই দু'জনকে গুলি করা হয় । কয়েক রাউন্ড গুলি চালানো হয় বলে খবর । যার জেরে মইদুলের কোমরের নিচে গুলি লাগে । বিশ্বনাথের হাতে ও পেটে গুলি লাগে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাদের উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যায় । এর মধ্যে বিশ্বনাথের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । যদিও এ ব্যাপারে কেউই মুখ খুলতে চায়নি । এই ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ । প্রাথমিক অনুমান পুরানো শত্রুতার জেরে এই ঘটনা হতে পারে ।

এই বিষয়ে হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার ফোনে জানান, পান্ডুয়ার দিক থেকে মগরার দিকে আসছিল এই দুই ব্যক্তি । একটি চারচাকা গাড়ি এদের সামনে এসে বেপরোয়া গাড়ি চালিয়ে এদের দু'জনকে ফেলে দেয় । তারা রাস্তায় পড়ে যেতেই গুলি চালায় দুষ্কৃতীরা । তবে কী কারণে এই ঘটনা ঘটেছে সেটা পরিষ্কার নয় ৷ তদন্ত চলছে । যারাই এর সঙ্গে যুক্ত তাদেরকে গ্রেফতার করা হবে ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মগরার বাঘাটির কাছে বাড়ি আছে বিশ্বনাথের । তিনি আগে তৃণমূল করতেন । তবে ইদানীং কোনও দলের সঙ্গেই যুক্ত ছিলেন না ৷ জমি কেনা বেচার ব্যবসা করতেন । তবে স্থানীয় সূত্রে একাধিক দুষ্কৃতীমূলক কাজের সঙ্গে তিনি যুক্ত ছিলেন বলে শোনা গিয়েছে । মুইদুল ছিল তাঁর সাগরেদ । বিশ্বনাথের মা সবিতা দে জানান, তাঁর ছেলে মাটির কারবার করে । তৃণমূলের মিটিং মিছিলে যায় । তবে বেশ কয়েক বছর বৌ-মেয়েকে নিয়ে আলাদা সংসারে থাকে নীচের ঘরে । তিনি থাকেন উপরতলায় । বৃহস্পতিবার সকালে তিনি জানতে পারেন ছেলের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা । তবে তাঁর সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক ছিল না বলেই জানিয়েছেন সবিতা দেবী ।

মগরা, 29 অগস্ট: গভীর রাতে গুলি চলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল হুগলির মগরায় ৷ দুই ব্যক্তিকে লক্ষ করে গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা ৷ ঘটনায় আহত হয় বছর চল্লিশের বিশ্বনাথ দে ও তিরিশ বছরের মইদুল ইসলাম । বুধবার রাত দেড়টা নাগাদ ঘটনাটি ঘটে মগড়া থানার জিটি রোডের নাকসা মোড় এলাকায় ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতরা দু'জনেই জমি কেনাবেচার ব্যবসা করতেন । বুধবার রাতে তাঁরা বাইক নিয়ে মগরার দিকে যাচ্ছিলেন । পিছন থেকে একটি চার চাকা গাড়ি তাদের ফলো করে আসে । নাকসা মোড় ছাড়িয়ে একটু এগিয়ে কাছাকাছি আসতেই দু'জনকে গুলি করা হয় । কয়েক রাউন্ড গুলি চালানো হয় বলে খবর । যার জেরে মইদুলের কোমরের নিচে গুলি লাগে । বিশ্বনাথের হাতে ও পেটে গুলি লাগে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাদের উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যায় । এর মধ্যে বিশ্বনাথের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । যদিও এ ব্যাপারে কেউই মুখ খুলতে চায়নি । এই ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ । প্রাথমিক অনুমান পুরানো শত্রুতার জেরে এই ঘটনা হতে পারে ।

এই বিষয়ে হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার ফোনে জানান, পান্ডুয়ার দিক থেকে মগরার দিকে আসছিল এই দুই ব্যক্তি । একটি চারচাকা গাড়ি এদের সামনে এসে বেপরোয়া গাড়ি চালিয়ে এদের দু'জনকে ফেলে দেয় । তারা রাস্তায় পড়ে যেতেই গুলি চালায় দুষ্কৃতীরা । তবে কী কারণে এই ঘটনা ঘটেছে সেটা পরিষ্কার নয় ৷ তদন্ত চলছে । যারাই এর সঙ্গে যুক্ত তাদেরকে গ্রেফতার করা হবে ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মগরার বাঘাটির কাছে বাড়ি আছে বিশ্বনাথের । তিনি আগে তৃণমূল করতেন । তবে ইদানীং কোনও দলের সঙ্গেই যুক্ত ছিলেন না ৷ জমি কেনা বেচার ব্যবসা করতেন । তবে স্থানীয় সূত্রে একাধিক দুষ্কৃতীমূলক কাজের সঙ্গে তিনি যুক্ত ছিলেন বলে শোনা গিয়েছে । মুইদুল ছিল তাঁর সাগরেদ । বিশ্বনাথের মা সবিতা দে জানান, তাঁর ছেলে মাটির কারবার করে । তৃণমূলের মিটিং মিছিলে যায় । তবে বেশ কয়েক বছর বৌ-মেয়েকে নিয়ে আলাদা সংসারে থাকে নীচের ঘরে । তিনি থাকেন উপরতলায় । বৃহস্পতিবার সকালে তিনি জানতে পারেন ছেলের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা । তবে তাঁর সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক ছিল না বলেই জানিয়েছেন সবিতা দেবী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.