চুঁচুড়া, 16 মে: 'দিদি নম্বর 1' রিয়্যালিটি শো'র অডিশন ঘিরে বিতর্ক ৷ হুগলির চুঁচুড়ায় এই শোয়ের অডিশনের শুটিং হচ্ছে ৷ এদিকে এই রিয়্যালিটি শোয়ের সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায় হুগলির তৃণমূল প্রার্থী ৷ চুঁচুড়ায় অডিশনের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুললেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ৷ এই কেন্দ্রে ভোট আগামী 20 মে ৷
তিনি রচনার বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও তুলেছেন ৷ নির্বাচন কমিশন এর বিরুদ্ধে কোন ব্যবস্থা কেন নিচ্ছে না বলে প্রশ্ন তুলেছেন বিদায়ী সাংসদ লকেট ৷ তবে পুলিশ অডিশনের শুটিংস্থল পরিদর্শন করে গিয়েছে ৷ এই শুটিংয়ের সঙ্গে রচনার জড়িত নয় বলে দিদি নম্বর ওয়ানের শুটিং বন্ধ করা হয়নি বলে জানা গিয়েছে ৷ এদিকে হুগলি লোকসভা কেন্দ্রে প্রার্থী 'দিদি নম্বর 1' রচনা বলেন, "ভোট এসে গিয়েছে ৷ এখন এসব ফালতু কথা বলে নিজের ইমেজ তৈরির দরকার নেই ৷"
কী বললেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ? তাঁর অভিযোগ, "দিদি নম্বর 1-এর অডিশন চলছে ৷ ভোটারদের প্রভাবিত করা হচ্ছে ৷ তাদের কাছ থেকে ভোট চেয়ে দিদি নম্বর ওয়ানে সুযোগ করে দেওয়ার কথা বলা হচ্ছে ৷ আমার কাছে কিছু ভিডিয়ো এসেছে ৷ দিদি নম্বর 1-এর সঙ্গে জি প্রোডাকশন হাউজ টাইআপ রয়েছে ৷ তারা ভোটের স্বার্থে মহিলাদের কাছ থেকে অডিশন নিচ্ছে ৷ তাঁকে ভোট দেওয়া হবে এবং অডিশনে ডাকা হবে ৷ এই শুটিং অবিলম্বে বন্ধ করা হোক ৷ নির্বাচন কমিশন কেন এটা দেখছে না ?"
চুঁচুড়ার রবীন্দ্রনগরে দেবীদাসতলার একটি স্টুডিয়োতে বুধবার সকাল থেকে ভিড় ছিল ৷ সকাল 10 থেকে বিকাল 4 টে পর্যন্ত অডিশনে মহিলারা লাইন দিয়ে দাঁড়িয়ে নাম নথিভুক্ত করেছেন ৷ রচনা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে দিদি নম্বর ওয়ান সিজিন নাইনের অডিশন চলছে বলে হোর্ডিং লাগানো হয়েছে ৷ এই অভিযোগের বিরুদ্ধে রচনার জবাব, "দিদি নম্বর 1 তিনশো পঁয়ষট্টি দিনের শো ৷ সারাদিন ভোটের প্রচার করে আমার পক্ষে কলকাতায় যাতায়াত করা সম্ভব নয় ৷ এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই ৷ এর মধ্যে ভোট নিয়ে কোনও ব্যাপার নেই ৷"
আরও পড়ুন: