ETV Bharat / state

সাদা খাতায় 'কালো' হিসেব জমা করত শাহজাহান - sheikh shahjahan - SHEIKH SHAHJAHAN

Sheikh Shahjahan: শেখ শাহজাহান তার কালো ব্যবসার হিসেব লিখে রাখত সাদা খাতায়, এমনটাই জানতে পেরেছেন ইডি-র আধিকারিকরা ৷ তার প্রিয় রং সাদা ৷ তাই গ্রেফতার হওয়ার পর থেকে তাকে সাদা জামাতেই দেখা গিয়েছে ৷

ETV Bharat
শেখ শাহজাহান
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 5, 2024, 3:15 PM IST

Updated : Apr 5, 2024, 3:54 PM IST

কলকাতা, 5 এপ্রিল: সাদা রঙ ছিল ভীষণ প্রিয়... ৷ তাই বিলাসবহুল গাড়ির রঙ সাদা, গাড়ি থেকে শুরু করে সাদা রঙের টি-শার্ট আর সাদা খাতা ৷ আর এই সাদা খাতাতেই নিজের হাতে কালো ব্যবসার কোটি কোটি কালো টাকার হিসেব লিখে রাখত সন্দেশখালির 'বাঘ' শেখ শাহাজাহান ৷ কিন্তু শাহাজাহানকে নিজেদের হেফাজতে পেলেও কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে এখনও আসেনি তার সাদা খাতা ৷ আর সেই সাদা খাতা পেতেই মরিয়া চেষ্টা চলাচ্ছে ইডি ৷ তদন্তকারীদের দাবি, সেই খাতা হাতে পেলে, শেখ শাহাজাহানের বিরুদ্ধে একাধিক না-জানা উত্তর পাওয়া যাবে ৷

সন্দেশখালির প্রাক্তন দাপুটে তৃণমূল নেতাকে নিজেদের হেফাজতে নিয়ে তার একটি কোম্পানি, এসকে সাবিনা-র খোঁজ পেয়েছেন তদন্তকারীরা ৷ 4 এপ্রিল শেখ শাহাজাহানের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে ইডি ৷ গত 5 জানুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের উপর হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে সিবিআই ও ইডি ৷

সেখানে কয়েকজনের সঙ্গে কথা বলে তাঁদের বয়ান রেকর্ডের পর তদন্তকারীরা জানতে পারেন, কালো টাকার হিসাব নিজেই সাদা খাতায় লিখে রাখত শেখ শাহজাহান ৷ কিন্তু তদন্ত এখনও শাহাজাহানের হিসাব লেখা 'সাদা খাতা' উদ্ধার করতে পারেননি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷ ফলে শেখ শাহজাহানের সেই সাদা খাতাটি খুঁজে পেতে এবার ফের সন্দেশখালি অভিযান করতে চাইছে ইডি ৷

তদন্তকারীদের দাবি, শাহজাহানের ব্যবহার করা সাদা খাতাটি একবার তাদের হাতে এলে বহু অজানা তথ্য তারা জানতে পারবে ৷ পাশাপাশি এখনও পর্যন্ত উত্তর না পাওয়া একাধিক কোটি কোটি টাকার হিসাবের উত্তর ও সংশ্লিষ্ট খাতা থেকে পেতে পারবেন তদন্তকারীরা ৷ তদন্ত নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা জানতে পেরেছেন সন্দেশখালির একদা বাঘ বলে পরিচিত শেখ শাহজাহানের বরাবরের পছন্দের রং সাদা ৷

তার গ্যারেজ থেকে বিভিন্ন বিলাসবহুল যে সব গাড়িগুলি উদ্ধার করা হয়েছে, তার মধ্যে অধিকাংশ গাড়ির রং ছিল সাদা ৷ শেখ শাহজাহান যেদিন গ্রেফতার হয়েছিল, সেদিনও পরনে ছিল একটি সাদা রঙের কুর্তা পায়জামা ৷ সিবিআই হেফাজতে আসার সময় শেখ শাহজাহানের পরনে ছিল একটি সাদা রঙের টি-শার্ট ৷ আর এই সাদা রঙের নেপথ্যে থেকে কালো ইমেজ তৈরি করেছিল শেখ শাহাজাহান ৷ কালো ব্যবসার কোটি কোটি টাকার হিসাব রাখত সাদা খাতায় ৷ তদন্তে নেমে এমনটাই জানতে পেরেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷

আরও পড়ুন:

  1. 'আমায় মিথ্যা ফাঁসানো হয়েছে', সাংবাদিকদের দেখে চেঁচিয়ে উঠলেন শাহজাহান
  2. 10 বছরে 137 কোটি টাকা একাধিক প্রভাবশালীর অ্যাকাউন্টে পাঠিয়েছে শাহজাহান !
  3. শাহজাহানকে আড়ালের চেষ্টা! সন্দেশখালিতে তিন বিজেপি কর্মী খুনে কেস ডাইরি চাইল আদালত

কলকাতা, 5 এপ্রিল: সাদা রঙ ছিল ভীষণ প্রিয়... ৷ তাই বিলাসবহুল গাড়ির রঙ সাদা, গাড়ি থেকে শুরু করে সাদা রঙের টি-শার্ট আর সাদা খাতা ৷ আর এই সাদা খাতাতেই নিজের হাতে কালো ব্যবসার কোটি কোটি কালো টাকার হিসেব লিখে রাখত সন্দেশখালির 'বাঘ' শেখ শাহাজাহান ৷ কিন্তু শাহাজাহানকে নিজেদের হেফাজতে পেলেও কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে এখনও আসেনি তার সাদা খাতা ৷ আর সেই সাদা খাতা পেতেই মরিয়া চেষ্টা চলাচ্ছে ইডি ৷ তদন্তকারীদের দাবি, সেই খাতা হাতে পেলে, শেখ শাহাজাহানের বিরুদ্ধে একাধিক না-জানা উত্তর পাওয়া যাবে ৷

সন্দেশখালির প্রাক্তন দাপুটে তৃণমূল নেতাকে নিজেদের হেফাজতে নিয়ে তার একটি কোম্পানি, এসকে সাবিনা-র খোঁজ পেয়েছেন তদন্তকারীরা ৷ 4 এপ্রিল শেখ শাহাজাহানের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে ইডি ৷ গত 5 জানুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের উপর হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে সিবিআই ও ইডি ৷

সেখানে কয়েকজনের সঙ্গে কথা বলে তাঁদের বয়ান রেকর্ডের পর তদন্তকারীরা জানতে পারেন, কালো টাকার হিসাব নিজেই সাদা খাতায় লিখে রাখত শেখ শাহজাহান ৷ কিন্তু তদন্ত এখনও শাহাজাহানের হিসাব লেখা 'সাদা খাতা' উদ্ধার করতে পারেননি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷ ফলে শেখ শাহজাহানের সেই সাদা খাতাটি খুঁজে পেতে এবার ফের সন্দেশখালি অভিযান করতে চাইছে ইডি ৷

তদন্তকারীদের দাবি, শাহজাহানের ব্যবহার করা সাদা খাতাটি একবার তাদের হাতে এলে বহু অজানা তথ্য তারা জানতে পারবে ৷ পাশাপাশি এখনও পর্যন্ত উত্তর না পাওয়া একাধিক কোটি কোটি টাকার হিসাবের উত্তর ও সংশ্লিষ্ট খাতা থেকে পেতে পারবেন তদন্তকারীরা ৷ তদন্ত নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা জানতে পেরেছেন সন্দেশখালির একদা বাঘ বলে পরিচিত শেখ শাহজাহানের বরাবরের পছন্দের রং সাদা ৷

তার গ্যারেজ থেকে বিভিন্ন বিলাসবহুল যে সব গাড়িগুলি উদ্ধার করা হয়েছে, তার মধ্যে অধিকাংশ গাড়ির রং ছিল সাদা ৷ শেখ শাহজাহান যেদিন গ্রেফতার হয়েছিল, সেদিনও পরনে ছিল একটি সাদা রঙের কুর্তা পায়জামা ৷ সিবিআই হেফাজতে আসার সময় শেখ শাহজাহানের পরনে ছিল একটি সাদা রঙের টি-শার্ট ৷ আর এই সাদা রঙের নেপথ্যে থেকে কালো ইমেজ তৈরি করেছিল শেখ শাহাজাহান ৷ কালো ব্যবসার কোটি কোটি টাকার হিসাব রাখত সাদা খাতায় ৷ তদন্তে নেমে এমনটাই জানতে পেরেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷

আরও পড়ুন:

  1. 'আমায় মিথ্যা ফাঁসানো হয়েছে', সাংবাদিকদের দেখে চেঁচিয়ে উঠলেন শাহজাহান
  2. 10 বছরে 137 কোটি টাকা একাধিক প্রভাবশালীর অ্যাকাউন্টে পাঠিয়েছে শাহজাহান !
  3. শাহজাহানকে আড়ালের চেষ্টা! সন্দেশখালিতে তিন বিজেপি কর্মী খুনে কেস ডাইরি চাইল আদালত
Last Updated : Apr 5, 2024, 3:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.