ETV Bharat / state

দু’বছরে চিংড়ি রফতানি করে শাহজাহানের মুনাফা 104 কোটি ! খতিয়ে দেখছে ইডি - Sheikh Shahjahan - SHEIKH SHAHJAHAN

Sheikh Shahjahan: চিংড়ি রফতানিতে বেশি মুনাফার জন্য ভেড়ি মালিকদের থেকে কমদামে চিংড়ি কিনতেন শেখ শাহজাহান ৷ এমনই তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এসেছে ৷ দু’বছরে চিংড়ি রফতানি করে শাহজাহান 104 কোটি টাকা মুনাফা করেছে বলে জানতে পেরেছে ইডি ৷ আপাতত সবটা খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷

Sheikh Shahjahan
Sheikh Shahjahan
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 2, 2024, 6:55 PM IST

কলকাতা, 2 এপ্রিল: শেখ শাহজাহানের বিরুদ্ধে এর আগে একাধিক অভিযোগ উঠেছে, এবার সামনে এল আরও একটা অভিযোগ ৷ কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন যে বিদেশে চিংড়ি রফতানি করে কোটি কোটি টাকা মুনাফা করেছেন তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া এই নেতা ৷ শুধু দু’বছরে তিনি মুনাফা করেছেন 104 কোটি টাকা ৷ এই ব্যবসায় আধিপত্য বজায় রাখতে ভেড়ি মালিকদেরও হুমকি দিতেন তিনি ৷ তাঁদের থেকে কমদামে চিংড়ি কিনে, সেটাই রফতানি করতেন ৷

কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন, 2018 সাল থেকে উত্তর 24 পরগনা জেলার সন্দেশখালিতে উত্থান হয় শেখ শাহাজাহানের । তার পর ধীরে ধীরে শুরু হয় তাঁর ‘অগ্রগতির’ পথচলা । 2019 সাল থেকে 20 সাল পর্যন্ত শেখ শাহজাহানের নামে একাধিক জমি-বাড়ি এবং আয় বহির্ভূত একাধিক সম্পত্তির হদিশ পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা ।

ইতিমধ্যেই শেখ শাহজাহানের অ্যাকাউন্ট দেখভাল করার দায়িত্বে যিনি ছিলেন, তাঁকে ডেকে তাঁর বয়ান রেকর্ড করেছেন তদন্তকারীরা । আর সেই রেকর্ড করা বয়ানের ভিত্তিতে তদন্তকারীরা জানতে পেরেছেন, 2021 সালে সন্দেশখালিতে একাধিক চিংড়ি মাছের ভেরি তৈরি করেন শেখ শাহাজাহান ও তাঁর অনুগামীরা । পাশাপাশি এলাকার যেসব ব্যবসায়ীদের চিংড়ি মাছের ভেড়ি ছিল, তাঁদের নিজের অফিসে ডেকে পাঠান । সেখানেই চলে একটি বিশেষ বৈঠক ।

সেই বৈঠকে ওই এলাকার অন্যান্য চিংড়ি মাছের ভেড়ির ব্যবসায়ীদের শেখ শাহজাহান কার্যত হুমকি দিয়েছিলেন । ভেড়িতে চিংড়ি মাছের প্রতিপালনের দায়িত্ব থাকবে ব্যবসায়ীদের উপর । কিন্তু চিংড়ি মাছগুলি বড় আকারের হলে, তা কমদামে বিক্রি করতে হবে সরবেড়িয়ায় শেখ শাহাজাহানের বাজারে ।

ভেড়ি মালিকরা শাহজাহানের ‘হুকুম’ মেনেই চলতেন ৷ কমদামে সেই চিংড়ি কিনে বাংলাদেশে রফতানি করতেন শাহজাহান ৷ এতে মুনাফাও বেশি হত তাঁর ৷ এই বিষয়ে তদন্তে নেমে ইডির গোয়েন্দারা জানতে পেরেছেন, আর শাহজাহান নিয়ন্ত্রিত এসকে সাবিনা ফিশারি সংস্থায় ম্যাগনাম এক্সপোর্টসের মাধ্যমে এসেছিল 104 কোটি টাকা । 2021-22 ও 2022-23 অর্থবর্ষে ওই টাকা এসেছিল । আবার অনুপকুমার সোম নামে এক ব্যবসায়ীর থেকে 2023-24 অর্থবর্ষে আসে ৩৩ কোটি টাকা । ইডি আধিকারিকরা এই প্রত্যকেটি বিষয় তারা তদন্ত শুরু করেছেন ।

আরও পড়ুন:

  1. 10 বছরে 137 কোটি টাকা একাধিক প্রভাবশালীর অ্যাকাউন্টে পাঠিয়েছে শাহজাহান !
  2. তদন্তে সাহায্য করছেন না শাহজাহান, হেফাজতে চেয়ে আদালতে ইডি
  3. শাহজাহানকে আড়ালের চেষ্টা! সন্দেশখালিতে তিন বিজেপি কর্মী খুনে কেস ডাইরি চাইল আদালত

কলকাতা, 2 এপ্রিল: শেখ শাহজাহানের বিরুদ্ধে এর আগে একাধিক অভিযোগ উঠেছে, এবার সামনে এল আরও একটা অভিযোগ ৷ কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন যে বিদেশে চিংড়ি রফতানি করে কোটি কোটি টাকা মুনাফা করেছেন তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া এই নেতা ৷ শুধু দু’বছরে তিনি মুনাফা করেছেন 104 কোটি টাকা ৷ এই ব্যবসায় আধিপত্য বজায় রাখতে ভেড়ি মালিকদেরও হুমকি দিতেন তিনি ৷ তাঁদের থেকে কমদামে চিংড়ি কিনে, সেটাই রফতানি করতেন ৷

কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন, 2018 সাল থেকে উত্তর 24 পরগনা জেলার সন্দেশখালিতে উত্থান হয় শেখ শাহাজাহানের । তার পর ধীরে ধীরে শুরু হয় তাঁর ‘অগ্রগতির’ পথচলা । 2019 সাল থেকে 20 সাল পর্যন্ত শেখ শাহজাহানের নামে একাধিক জমি-বাড়ি এবং আয় বহির্ভূত একাধিক সম্পত্তির হদিশ পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা ।

ইতিমধ্যেই শেখ শাহজাহানের অ্যাকাউন্ট দেখভাল করার দায়িত্বে যিনি ছিলেন, তাঁকে ডেকে তাঁর বয়ান রেকর্ড করেছেন তদন্তকারীরা । আর সেই রেকর্ড করা বয়ানের ভিত্তিতে তদন্তকারীরা জানতে পেরেছেন, 2021 সালে সন্দেশখালিতে একাধিক চিংড়ি মাছের ভেরি তৈরি করেন শেখ শাহাজাহান ও তাঁর অনুগামীরা । পাশাপাশি এলাকার যেসব ব্যবসায়ীদের চিংড়ি মাছের ভেড়ি ছিল, তাঁদের নিজের অফিসে ডেকে পাঠান । সেখানেই চলে একটি বিশেষ বৈঠক ।

সেই বৈঠকে ওই এলাকার অন্যান্য চিংড়ি মাছের ভেড়ির ব্যবসায়ীদের শেখ শাহজাহান কার্যত হুমকি দিয়েছিলেন । ভেড়িতে চিংড়ি মাছের প্রতিপালনের দায়িত্ব থাকবে ব্যবসায়ীদের উপর । কিন্তু চিংড়ি মাছগুলি বড় আকারের হলে, তা কমদামে বিক্রি করতে হবে সরবেড়িয়ায় শেখ শাহাজাহানের বাজারে ।

ভেড়ি মালিকরা শাহজাহানের ‘হুকুম’ মেনেই চলতেন ৷ কমদামে সেই চিংড়ি কিনে বাংলাদেশে রফতানি করতেন শাহজাহান ৷ এতে মুনাফাও বেশি হত তাঁর ৷ এই বিষয়ে তদন্তে নেমে ইডির গোয়েন্দারা জানতে পেরেছেন, আর শাহজাহান নিয়ন্ত্রিত এসকে সাবিনা ফিশারি সংস্থায় ম্যাগনাম এক্সপোর্টসের মাধ্যমে এসেছিল 104 কোটি টাকা । 2021-22 ও 2022-23 অর্থবর্ষে ওই টাকা এসেছিল । আবার অনুপকুমার সোম নামে এক ব্যবসায়ীর থেকে 2023-24 অর্থবর্ষে আসে ৩৩ কোটি টাকা । ইডি আধিকারিকরা এই প্রত্যকেটি বিষয় তারা তদন্ত শুরু করেছেন ।

আরও পড়ুন:

  1. 10 বছরে 137 কোটি টাকা একাধিক প্রভাবশালীর অ্যাকাউন্টে পাঠিয়েছে শাহজাহান !
  2. তদন্তে সাহায্য করছেন না শাহজাহান, হেফাজতে চেয়ে আদালতে ইডি
  3. শাহজাহানকে আড়ালের চেষ্টা! সন্দেশখালিতে তিন বিজেপি কর্মী খুনে কেস ডাইরি চাইল আদালত

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.