ETV Bharat / state

রেখা পাত্র কি জিতবেন ? আদালত চত্বরে বড় দাবি শাহজাহানের - Sheikh Sahajahan on Rekha Patra - SHEIKH SAHAJAHAN ON REKHA PATRA

Shahjahan on Rekha Lok Sabha Win: 1 জুন রাজ্যে সপ্তম দফার ভোট ৷ এদিন সকলের নজরে থাকবে সন্দেশখালির ভোটের দিকে ৷ তার আগে বসিরহাট আসনে বিজেপি প্রার্থী রেখা পাত্রর ফল নিয়ে বড় মন্তব্য করলেন শেখ শাহজাহান ৷

SHEIKH SAHAJAHAN
আদালত চত্বরে শেখ শাহজাহান (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 24, 2024, 9:41 PM IST

Updated : May 24, 2024, 10:44 PM IST

বসিরহাট, 24 মে: সপ্তম দফার ভোট 1 জুন ৷ সেদিন ভোট দেবে সন্দেশখালিও। বসিরহাট কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালির ঘটনা এবারের লোকসভা নির্বাচনের অন্যতম আলোচিত ইস্যু ৷ মহিলাদের নির্যাতনের অভিযোগ থেকে বিজেপি নেতার ভাইরাল ভিডিয়ো-সবকিছুর সাক্ষী থেকেছে বাংলা ৷ এই বসিরহাট আসনে বিজেপির রেখা পাত্র জয় পাবেন কি না, তা নিয়ে বিস্ফোরক মন্তব্য করল শেখ শাহজাহান ৷

বসিরহাট আদালতে শেখ শাহজাহান (ইটিভি ভারত)

শুক্রবার বসিরহাট আদালত চত্বরে প্রিজন ভ্যানে ওঠার সময় সাংবাদিক উদ্দেশ্যে তিনি বলেন, "যে আশায় আমাকে আটকে রাখা হয়েছে সেই আশা কখনও পূরণ হবে না। তিন লক্ষেরও বেশি ভোটে হারবেন রেখা পাত্র।" অর্থাৎ শাহাজাহনের ইঙ্গিত তাঁকে জেলে ঢুকিয়ে রেখা পাত্রকে জেতাতে চাইছে বিজেপি। এদিন আবারও তিনি দাবি করেছেন, "মিথ্যা অপরাধে গ্রেফতার করা হয়েছে আমাদের। সবাই জানে সত্যিটা। আগামিদিনে মানুষ সবকিছু দেখতে পাবে।" তাঁর গ্রেফতারের পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলেও মনে করে শাহজাহান।

আরও পড়ুন: 'সবে শুরু, ভোট হলে আরও সত‍্য সামনে আসবে !' সন্দেশখালি নিয়ে সরব শাহজাহান, পালটা রেখার

এদিকে, আদালতের কোর্ট লক-আপ থেকে বেরনোর সময় ছোট মেয়ে সুমাইয়াকে আলিঙ্গন করতে দেখা যায় শাহজাহানকে। এরপর, 'আসছি' বলে প্রিজন ভ‍্যানে উঠে যায়। বসিরহাট আদালত চত্বরে ভিড় জমিয়েছিল তার পরিবার এবং আত্মীয় স্বজনেরা। 14 দিনের জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর শেখ শাহজাহান, তার ভাই শেখ আলমগীর এবং শাহজাহান ঘনিষ্ঠ দিদার বক্স মোল্লাকে ফের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়।

এদিন আদালতে প্রবেশের সময় সন্দেশখালির সাম্প্রতিক ঘটনা নিয়ে শাহজাহান কোনও মন্তব্য করতে না চাইলেও পরে প্রিজন ভ‍্যানে বসেই মুখ খোলে সে। পরিবার এবং ঘনিষ্ঠদের উদ্দেশ্যে কার্যত এদিন হাত নেড়ে কথা বলতে দেখা যায় সন্দেশখালির 'বাঘ'-কে। এদিন এক অন্য রকম মুডে ছিলেন শেখ শাহজাহান। প্রথমেই তিনি তাঁর শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বলে, 'দোয়া করো আল্লার কাছে। মিথ্যা অভিযোগ এনে জেলে আটকে রাখা হয়েছে আমাদের। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন‍্যই এই কাণ্ড ঘটানো হয়েছে। একদিন সবকিছু সামনে আসবে।"

আরও পড়ুন: 14 কোটির পর শাহজাহানের আরও 12 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

বসিরহাট, 24 মে: সপ্তম দফার ভোট 1 জুন ৷ সেদিন ভোট দেবে সন্দেশখালিও। বসিরহাট কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালির ঘটনা এবারের লোকসভা নির্বাচনের অন্যতম আলোচিত ইস্যু ৷ মহিলাদের নির্যাতনের অভিযোগ থেকে বিজেপি নেতার ভাইরাল ভিডিয়ো-সবকিছুর সাক্ষী থেকেছে বাংলা ৷ এই বসিরহাট আসনে বিজেপির রেখা পাত্র জয় পাবেন কি না, তা নিয়ে বিস্ফোরক মন্তব্য করল শেখ শাহজাহান ৷

বসিরহাট আদালতে শেখ শাহজাহান (ইটিভি ভারত)

শুক্রবার বসিরহাট আদালত চত্বরে প্রিজন ভ্যানে ওঠার সময় সাংবাদিক উদ্দেশ্যে তিনি বলেন, "যে আশায় আমাকে আটকে রাখা হয়েছে সেই আশা কখনও পূরণ হবে না। তিন লক্ষেরও বেশি ভোটে হারবেন রেখা পাত্র।" অর্থাৎ শাহাজাহনের ইঙ্গিত তাঁকে জেলে ঢুকিয়ে রেখা পাত্রকে জেতাতে চাইছে বিজেপি। এদিন আবারও তিনি দাবি করেছেন, "মিথ্যা অপরাধে গ্রেফতার করা হয়েছে আমাদের। সবাই জানে সত্যিটা। আগামিদিনে মানুষ সবকিছু দেখতে পাবে।" তাঁর গ্রেফতারের পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলেও মনে করে শাহজাহান।

আরও পড়ুন: 'সবে শুরু, ভোট হলে আরও সত‍্য সামনে আসবে !' সন্দেশখালি নিয়ে সরব শাহজাহান, পালটা রেখার

এদিকে, আদালতের কোর্ট লক-আপ থেকে বেরনোর সময় ছোট মেয়ে সুমাইয়াকে আলিঙ্গন করতে দেখা যায় শাহজাহানকে। এরপর, 'আসছি' বলে প্রিজন ভ‍্যানে উঠে যায়। বসিরহাট আদালত চত্বরে ভিড় জমিয়েছিল তার পরিবার এবং আত্মীয় স্বজনেরা। 14 দিনের জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর শেখ শাহজাহান, তার ভাই শেখ আলমগীর এবং শাহজাহান ঘনিষ্ঠ দিদার বক্স মোল্লাকে ফের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়।

এদিন আদালতে প্রবেশের সময় সন্দেশখালির সাম্প্রতিক ঘটনা নিয়ে শাহজাহান কোনও মন্তব্য করতে না চাইলেও পরে প্রিজন ভ‍্যানে বসেই মুখ খোলে সে। পরিবার এবং ঘনিষ্ঠদের উদ্দেশ্যে কার্যত এদিন হাত নেড়ে কথা বলতে দেখা যায় সন্দেশখালির 'বাঘ'-কে। এদিন এক অন্য রকম মুডে ছিলেন শেখ শাহজাহান। প্রথমেই তিনি তাঁর শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বলে, 'দোয়া করো আল্লার কাছে। মিথ্যা অভিযোগ এনে জেলে আটকে রাখা হয়েছে আমাদের। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন‍্যই এই কাণ্ড ঘটানো হয়েছে। একদিন সবকিছু সামনে আসবে।"

আরও পড়ুন: 14 কোটির পর শাহজাহানের আরও 12 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

Last Updated : May 24, 2024, 10:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.