কলকাতা, 1 মার্চ: পিএমএলএ (আর্থিক তছরুপ) মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে মামলা দায়ের শেখ শাহজাহানের । আগামী সোমবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা। এর আগে বসিরহাট পিএমএলএ আদালতে তাঁর আগাম জামিনের আবেদন খারিজ হয় । পরে পুলিশ তাঁকে ন্যাজাট থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে। কিন্তু এবার তাঁকে পিএমএলএ মামলায় হাতে নিতে চায় ইডি । আইনজীবীদের সূত্রে খবর, সেখান থেকে বাঁচতেই এই আগাম জামিনের আবেদন ।
উল্লেখ্য, আগামী সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সন্দেশখালি সংক্রান্ত স্বতঃস্ফূর্ত মামলা ও একাধিক জনস্বার্থ মামলার শুনানি রয়েছে । ওই দিন শেখ শাহজাহানের আইনজীবীকেও হাজির থাকতে নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি । গত বৃহস্পতিবার তার আইনজীবী শাহজাহানের জামিন সংক্রান্ত মামলার যাতে দ্রুত শুনানি হয় সেই আবেদন জানিয়েছিলেন । কিন্তু প্রধান বিচারপতি তা গ্রহণ করেননি ।সোমবার আইনজীবীকে মামলার শুনানির সময় আসার নির্দেশ দিয়েছিলেন ।
ইতিমধ্যেই পুলিশের হাতে শাহজাহান গ্রেফতার হয়েছে । কিন্তু ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) তাকে হেফাজতে নিতে চায় বলে জানা যাচ্ছে । আর সেই কারনেই তিনি আগামী জামিনের আবেদন জানিয়েছেন হাইকোর্টে। প্রসঙ্গত, প্রায় 10 হাজার কোটি টাকার রেশন দুর্নীতির মামলায় আগেই শাহজাহানের নাম জড়িয়েছে ।
বৃহস্পতিবার শেখ শাহজাহানের হয়ে তার আইনজীবী প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে বলেন, শাহজাহানের চারটে জামিনের আবেদন নিম্ন আদালতে বিচারাধীন রয়েছে । এই অবস্থায় তাকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তার জামিনের আবেদন সংক্রান্ত মামলার দ্রুত শুনানি যাতে হয়, প্রধান বিচারপতির কাছে সেই আর্জি জানান শাহজাহানের আইনজীবী । জবাবে প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়েছেন, "ওই ব্যক্তির প্রতি আমাদের কোনও সভানুভূতি নেই । যা শোনার সোমবার শোনা হবে ।"
আরও পড়ুন: