ETV Bharat / state

5 জানুয়ারি ইডির উপর হামলার পর 15 দিন একসঙ্গে গা-ঢাকা শাহজাহান-আমির আলির - Amir Ali Ghazi

Sheikh Shahjahan and Amir Ali Ghazi Hiding Together: ইডি আধিকারিকদের উপর হামলা চালিয়ে সন্দেশখালিতেই লুকিয়ে ছিলেন শেখ শাহজাহান এবং তাঁর ডান হাত আমির আলি গাজি ৷ প্রায় 15 দিন একসঙ্গে আত্মগোপন করে ছিলেন এই দু’জন ৷ ভবানী ভবনে সিআইডি-র জেরায় এমনই তথ্য উঠে এসেছে বলে খবর ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 2, 2024, 6:30 PM IST

কলকাতা, 2 মার্চ: 5 জানুয়ারি ইডি আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন শেখ শাহজাহান এবং তাঁর ডান হাত হিসেবে পরিচিত আমির আলি গাজি ৷ সিআইডি শেখ শাহজাহানকে ভবানী ভবনে দফায় দফায় জেরা করছে ৷ আর সেই জিজ্ঞাসাবাদেই উঠে এল নয়া তথ্য ৷ সিআইডি সূত্রে খবর, 5 জানুয়ারি ইডি-র উপর হামলার পর 15 দিন শাহজাহান এবং আমির আলি সন্দেশখালির আকুঞ্জিপাড়ায় গা-ঢাকা দিয়েছিলেন ৷ 15 দিন পর দু’জনে আলাদা হয়ে যায় বলে সিআইডি সূত্রে জানা গিয়েছে ৷

শুধু তাই নয়, এরপর সন্দেশখালিতে গত কয়েকবছরে শেখ শাহজাহানের একের পর এক বেআইনি কাজের খবর বেরোতে শুরু করে, তখন ঘন ঘন এলাকা বদলাতে শুরু করে তাঁরা ৷ সিআইডি সূত্রে খবর, আমির আলি গাজি মণিপুর গ্রাম থেকে শুরু করে ঝুপখালি, ভোলাখালি, ধুচনিখালির মতো দ্বীপাঞ্চলের বিভিন্ন জায়গায় দফায় দফায় আত্মগোপন করেছিলেন ৷ কিন্তু, সেই সময় তাঁর সঙ্গে ছিল না শেখ শাহজাহান ৷ তবে, কোথায় ছিল সন্দেশখালির 'বাঘ' !

সিআইডি সূত্রে খবর, আমির আলি গাজিকে নিজেদের হেফাজতে নিয়ে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে ৷ তবে, নিজেদের হেফাজতে নেওয়ার আগে তাঁকে প্রাথমিকভাবে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে সিআইডির গোয়েন্দারা ৷ জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদে আমির আলি গাজি জানিয়েছে, যখন এলাকার লোকজন এবং পুলিশ এলাকায় টহল দিচ্ছিল তাঁদের খোঁজে ৷ ঠিক সেই সময় বাংলা-ঝাড়খণ্ড সীমানা দিয়ে তাঁর বাইরের রাজ্যে পালিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছিল ৷ তবে, সেটা সম্ভব হয়নি ৷ রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ তার আগেই আমির আলিকে গ্রেফতার করে ৷

উল্লেখ্য, এই সন্দেশখালি-কাণ্ড, জমি জবর দখল ও নারী নির্যাতনের মতো ঘটনা সামনে আসার পিছনে রয়েছে রেশন দুর্নীতি-কাণ্ডে ইডির দতন্ত ৷ উত্তর 24 পরগনার ব্যবসায়ী বাকিবুর রহমানের বাড়ি ও অফিসে তল্লাশির পর, তাঁকে গ্রেফতার করা হয় ৷ সেখান থেকে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম পেয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা ৷ জিজ্ঞাসাবাদে একাধিক উত্তরে অসংগতি মেলার পর, জ্যোতিপ্রিয় মল্লিক কেও গ্রেফতার করে ইডি ৷ আর এরপরেই উঠে আসে সন্দেশখালির বেতাজ বাদশা বলে পরিচিত শেখ শাহজাহানের নাম ৷ আর পরবর্তী সময়ে তাঁর নানান কীর্তিকলাপ ৷

আরও পড়ুন:

  1. দ্বিতীয় দিনের সিআইডির প্রশ্নবানে নিরুত্তাপ শাহজাহান
  2. ইডির মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ শেখ শাহজাহান
  3. খাসতালুক সরবেড়িয়ায় আমজনতাকে মিষ্টিমুখ করিয়ে শাহজাহানকে ‘জবাব’ শুভেন্দুর

কলকাতা, 2 মার্চ: 5 জানুয়ারি ইডি আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন শেখ শাহজাহান এবং তাঁর ডান হাত হিসেবে পরিচিত আমির আলি গাজি ৷ সিআইডি শেখ শাহজাহানকে ভবানী ভবনে দফায় দফায় জেরা করছে ৷ আর সেই জিজ্ঞাসাবাদেই উঠে এল নয়া তথ্য ৷ সিআইডি সূত্রে খবর, 5 জানুয়ারি ইডি-র উপর হামলার পর 15 দিন শাহজাহান এবং আমির আলি সন্দেশখালির আকুঞ্জিপাড়ায় গা-ঢাকা দিয়েছিলেন ৷ 15 দিন পর দু’জনে আলাদা হয়ে যায় বলে সিআইডি সূত্রে জানা গিয়েছে ৷

শুধু তাই নয়, এরপর সন্দেশখালিতে গত কয়েকবছরে শেখ শাহজাহানের একের পর এক বেআইনি কাজের খবর বেরোতে শুরু করে, তখন ঘন ঘন এলাকা বদলাতে শুরু করে তাঁরা ৷ সিআইডি সূত্রে খবর, আমির আলি গাজি মণিপুর গ্রাম থেকে শুরু করে ঝুপখালি, ভোলাখালি, ধুচনিখালির মতো দ্বীপাঞ্চলের বিভিন্ন জায়গায় দফায় দফায় আত্মগোপন করেছিলেন ৷ কিন্তু, সেই সময় তাঁর সঙ্গে ছিল না শেখ শাহজাহান ৷ তবে, কোথায় ছিল সন্দেশখালির 'বাঘ' !

সিআইডি সূত্রে খবর, আমির আলি গাজিকে নিজেদের হেফাজতে নিয়ে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে ৷ তবে, নিজেদের হেফাজতে নেওয়ার আগে তাঁকে প্রাথমিকভাবে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে সিআইডির গোয়েন্দারা ৷ জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদে আমির আলি গাজি জানিয়েছে, যখন এলাকার লোকজন এবং পুলিশ এলাকায় টহল দিচ্ছিল তাঁদের খোঁজে ৷ ঠিক সেই সময় বাংলা-ঝাড়খণ্ড সীমানা দিয়ে তাঁর বাইরের রাজ্যে পালিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছিল ৷ তবে, সেটা সম্ভব হয়নি ৷ রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ তার আগেই আমির আলিকে গ্রেফতার করে ৷

উল্লেখ্য, এই সন্দেশখালি-কাণ্ড, জমি জবর দখল ও নারী নির্যাতনের মতো ঘটনা সামনে আসার পিছনে রয়েছে রেশন দুর্নীতি-কাণ্ডে ইডির দতন্ত ৷ উত্তর 24 পরগনার ব্যবসায়ী বাকিবুর রহমানের বাড়ি ও অফিসে তল্লাশির পর, তাঁকে গ্রেফতার করা হয় ৷ সেখান থেকে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম পেয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা ৷ জিজ্ঞাসাবাদে একাধিক উত্তরে অসংগতি মেলার পর, জ্যোতিপ্রিয় মল্লিক কেও গ্রেফতার করে ইডি ৷ আর এরপরেই উঠে আসে সন্দেশখালির বেতাজ বাদশা বলে পরিচিত শেখ শাহজাহানের নাম ৷ আর পরবর্তী সময়ে তাঁর নানান কীর্তিকলাপ ৷

আরও পড়ুন:

  1. দ্বিতীয় দিনের সিআইডির প্রশ্নবানে নিরুত্তাপ শাহজাহান
  2. ইডির মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ শেখ শাহজাহান
  3. খাসতালুক সরবেড়িয়ায় আমজনতাকে মিষ্টিমুখ করিয়ে শাহজাহানকে ‘জবাব’ শুভেন্দুর
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.