কলকাতা, 18 মার্চ: মতুয়া সম্প্রদায়ের মহাসংঘের দায়িত্ব কার হাতে থাকবে ? সেই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ৷ তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর, শান্তনু ঠাকুরের বিরুদ্ধে ক্ষমতা হস্তান্তর সংক্রান্ত বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন ৷ এই অভিযোগের ভিত্তিতে মতুয়া সম্প্রদায়ের ব্যাংক অ্যাকাউন্ট পুলিশ সঙ্গে সঙ্গে সিল করে দেয় ৷ কেন্দ্রীয় মন্ত্রীর পক্ষে আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় মামলা করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ হয়েছেন ৷ বিচারপতি মামলা করার অনুমতি দিয়েছেন ৷ আগামী বুধবার মামলার শুনানি হতে পারে ৷
2019 সালে মতুয়া মহাসংঘের প্রধান উপদেষ্টা বড়মার মৃত্যু হয় ৷ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় ৷ তারপরই মতুয়া মহাসংঘের প্রধান কে হবেন, সেই নিয়ে টানাপোড়েন শুরু হয় ৷ সারা ভারত মতুয়া মহাসংঘের এগজিকিউটিভ কমিটির সদস্যরা দফায় দফায় বৈঠক করেন ৷ শেষে মহাসংঘের সভাপতি নন্দদুলাল মোহন্ত ঘোষণা করেন, আপাতত মতুয়া মহাসংঘের প্রধান উপদেষ্টার দায়িত্ব সামলাবেন তাঁর পুত্রবধূ মমতাবালা ঠাকুর ৷ এই সিদ্ধান্তের বিরোধিতা করেন শান্তনু ঠাকুর ৷ তিনি বড়মার ছোট ছেলে মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের ছেলে ৷ তিনিও পরে আনুষ্ঠানিক ভাবে মতুয়া মহাসংঘের প্রধান হিসাবে অমলা ঠাকুরের নাম ঘোষণা করেন ৷ এই নিয়ে দড়ি টানাটানি আজও চলছে ৷
অন্যদিকে 11 মার্চ দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন লাগু হয়েছে ৷ এই আইন রাজ্যে কার্যকর হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ৷ এমনকী নাগরিকত্ব সংশোধনী আইনে আবেদন জানালে নাগরিকত্ব চলে যেতে পারে বলেও জানিয়েছেন ৷ মুখ্যমন্ত্রী সিএএ নিয়ে বিভ্রান্তমূলক মন্তব্য করেছেন ৷ এই অভিযোগে 16 মার্চ বাগদা থানায় অভিযোগ দায়ের করেন মতুয়া সম্প্রদায়ের গোপাল গয়ালি নামে এক ব্যক্তি ৷ সেই খবর নিজের ইউ টিউব চ্যানেলে প্রচার করার অভিযোগে সাংবাদিক শুদ্ধশীল ঘোষের বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের হয় বাগদা থানায় 17 মার্চ ৷ ওইদিনই পুলিশ তাঁকে নোটিশ পাঠিয়ে তলব করে ৷ সেই এফআইআর খারিজের আবেদন জানিয়ে তিনি বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলা করেছেন ৷ এই মামলাটিরও বুধবার শুনানির সম্ভাবনা ৷
আরও পড়ুন: