ETV Bharat / state

ক্লাসরুমে ছাত্রীদের যৌন হেনস্থা, পৃথক ঘটনায় শ্রীঘরে দুই শিক্ষক - SEXUAL HARASSMENT OF STUDENTS

স্কুলেও নিরাপদ নয় ছাত্রীরা ৷ দুই জেলার ঘটনা তেমনটাই মনে করিয়ে দিল ৷ ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে জুতোপেটা গ্রামবাসীদের ৷

Teacher Arrest for Student Molestation in School
দুটি ঘটনায় ধৃত শিক্ষকদের নিয়ে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে পুলিশ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 5, 2024, 10:30 PM IST

রায়গঞ্জ ও পূর্ব মেদিনীপুর, 5 ডিসেম্বর: দুই প্রান্তে দু'টি ঘটনায় ছাত্রীর শ্লীলতাহানিতে অভিযুক্ত প্রধান শিক্ষক ও সহ শিক্ষক ৷ একটি ঘটনা উত্তর দিনাজপুরের রায়গঞ্জের, অপরটি পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে ৷

রায়গঞ্জের ঘটনা

চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক । বৃহস্পতিবার ধৃতকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করে ডালখোলা থানার পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার ডালখোলার 3 নম্বর ওয়ার্ডের এক প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোমবার চতুর্থ শ্রেণিতে ক্লাস নিতে যান । ক্লাস শেষে অন্যান্য ছাত্রছাত্রীদের বাড়িতে খাতা আনতে পাঠান ৷ সেই সময় ক্লাসরুম ফাঁকা থাকার সুযোগে অভিযুক্ত প্রধান শিক্ষক ছাত্রীকে যৌন হেনস্থা করে বলে অভিযোগ । বুধবার রাতে ছাত্রীর বাবা ডালখোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ।

বুধবার রাতেই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে পুলিশ । বৃহস্পতিবার আদালতে তোলা হলে ধৃত শিক্ষককে পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক । এই বিষয়ে ইসলামপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী মুক্তার আহমেদ বলেন, "ধৃতকে পকসো আইনে পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ।"

পূর্ব মেদিনীপুরের ঘটনা

তৃতীয় শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত শিক্ষককে স্কুলে জুতোপেটা ও গণধোলাই দিল এলাকাবাসী । খবর পেয়ে ঘটনাস্থলে শিক্ষককে উদ্ধার করতে এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবকরা । বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার এক প্রাথমিক বিদ্যালয়ে । কয়েকদিন আগে স্কুলের ফাঁকা একটি ক্লাসরুমের মধ্যে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ডেকে মোবাইলে নগ্ন ভিডিয়ো দেখানোর পাশাপাশি শ্লীলতাহানি করে বলে অভিযোগ ওঠে এক শিক্ষকের বিরুদ্ধে । এদিন গ্রামবাসীরা স্কুলের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করলে চলাকালীন অভিযুক্ত শিক্ষক দাস গ্রামবাসীদের হুমকি দেয় বলে অভিযোগ ।

Purba Medinipur Student Abuse Case
অভিযুক্ত শিক্ষককে জুতোপেটা গ্রামবাসীদের (ইটিভি ভারত)

তারপর গ্রামবাসী ও অভিভাবকরা ওই শিক্ষককে স্কুলের একটি রুমে তালা বন্ধ করে আটকে রাখে । খবর দেয় ভগবানপুর থানায় । পুলিশ নিয়ে যাওয়ার সময় উত্তেজিত গ্রামবাসীরা ওই অভিযুক্ত শিক্ষককে জুতো-লাথি-কিল-ঘুষি গণধোলাই দেয় । পুলিশ দ্রুত ওই শিক্ষকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে থানায় নিয়ে যায় । ভগবানপুর থানার পুলিশ আধিকারিক বলেন, "ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি । স্কুলের ওই শিক্ষককে আটক করি । জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয় । শুক্রবার তাকে কোর্টে তোলা হবে ।"

রায়গঞ্জ ও পূর্ব মেদিনীপুর, 5 ডিসেম্বর: দুই প্রান্তে দু'টি ঘটনায় ছাত্রীর শ্লীলতাহানিতে অভিযুক্ত প্রধান শিক্ষক ও সহ শিক্ষক ৷ একটি ঘটনা উত্তর দিনাজপুরের রায়গঞ্জের, অপরটি পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে ৷

রায়গঞ্জের ঘটনা

চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক । বৃহস্পতিবার ধৃতকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করে ডালখোলা থানার পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার ডালখোলার 3 নম্বর ওয়ার্ডের এক প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোমবার চতুর্থ শ্রেণিতে ক্লাস নিতে যান । ক্লাস শেষে অন্যান্য ছাত্রছাত্রীদের বাড়িতে খাতা আনতে পাঠান ৷ সেই সময় ক্লাসরুম ফাঁকা থাকার সুযোগে অভিযুক্ত প্রধান শিক্ষক ছাত্রীকে যৌন হেনস্থা করে বলে অভিযোগ । বুধবার রাতে ছাত্রীর বাবা ডালখোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ।

বুধবার রাতেই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে পুলিশ । বৃহস্পতিবার আদালতে তোলা হলে ধৃত শিক্ষককে পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক । এই বিষয়ে ইসলামপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী মুক্তার আহমেদ বলেন, "ধৃতকে পকসো আইনে পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ।"

পূর্ব মেদিনীপুরের ঘটনা

তৃতীয় শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত শিক্ষককে স্কুলে জুতোপেটা ও গণধোলাই দিল এলাকাবাসী । খবর পেয়ে ঘটনাস্থলে শিক্ষককে উদ্ধার করতে এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবকরা । বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার এক প্রাথমিক বিদ্যালয়ে । কয়েকদিন আগে স্কুলের ফাঁকা একটি ক্লাসরুমের মধ্যে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ডেকে মোবাইলে নগ্ন ভিডিয়ো দেখানোর পাশাপাশি শ্লীলতাহানি করে বলে অভিযোগ ওঠে এক শিক্ষকের বিরুদ্ধে । এদিন গ্রামবাসীরা স্কুলের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করলে চলাকালীন অভিযুক্ত শিক্ষক দাস গ্রামবাসীদের হুমকি দেয় বলে অভিযোগ ।

Purba Medinipur Student Abuse Case
অভিযুক্ত শিক্ষককে জুতোপেটা গ্রামবাসীদের (ইটিভি ভারত)

তারপর গ্রামবাসী ও অভিভাবকরা ওই শিক্ষককে স্কুলের একটি রুমে তালা বন্ধ করে আটকে রাখে । খবর দেয় ভগবানপুর থানায় । পুলিশ নিয়ে যাওয়ার সময় উত্তেজিত গ্রামবাসীরা ওই অভিযুক্ত শিক্ষককে জুতো-লাথি-কিল-ঘুষি গণধোলাই দেয় । পুলিশ দ্রুত ওই শিক্ষকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে থানায় নিয়ে যায় । ভগবানপুর থানার পুলিশ আধিকারিক বলেন, "ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি । স্কুলের ওই শিক্ষককে আটক করি । জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয় । শুক্রবার তাকে কোর্টে তোলা হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.