ETV Bharat / state

ফের ট্রেন বাতিলের ঘোষণা দক্ষিণ-পূর্ব রেলের, দেখুন পরিবর্তিত সূচি - TRAIN CANCELLATION

একগুচ্ছ ট্রেন বাতিলের কথা জানাল দক্ষিণ-পূর্ব রেল ৷ দেখে নিন রেলের দেওয়া পরিবর্তিত সূচি ৷

Train Cancelled
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 16, 2024, 4:20 PM IST

আদ্রা (পুরুলিয়া), 16 অক্টোবর: দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে কাজের জন্য আগামী বেশ কয়েকদিন বাতিল হতে চলেছে একগুচ্ছ ট্রেন । এর পাশাপাশি আরও বেশ কিছু ট্রেনের যাত্রা নিয়ন্ত্রণ করা হয়েছে বলে জানা গিয়েছে । যাত্রীদের সুবিধার্থে ট্রেন বাতিলের পরিবর্তিত সূচি ও যে সব ট্রেনের যাত্রাপথে বদল ঘটেছে তার পরিবর্তিত পথ ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে রেলের তরফে ৷ যা দেখে যাত্রা করলে কিছুটা সুবিধা হতে পারে ৷ দেখে নিন ট্রেনের সেই পরিবর্তিত সূচি একনজরে :

  • বাতিল হওয়া ট্রেনের তালিকা :

08680/08679 আদ্রা মেদিনীপুর আদ্রা মেমু ট্রেন আগামী 20 অক্টোবর বাতিল ৷

03594/03593 আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু স্পেশাল আগামী 15-17-18 ও 20 অক্টোবর আদ্রায় সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে ৷ সেখান থেকেই ফের সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে ।

18035/18036 খড়গপুর-হাতিয়া-খড়গপুর এক্সপ্রেস আগামী 15-17-18 ও 20 অক্টোবর আদ্রায় সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং আদ্রা থেকেই সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে ।

08174/08652 টাটানগর-আসানসোল-বীরভূম মেমু স্পেশাল আগামী 14 ও 19 অক্টোবর আদ্রায় সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে ৷ আবার আদ্রা থেকেই সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে ।

18601 টাটানগর হাতিয়া এক্সপ্রেস 14-16 ও 19 অক্টোবর ঘুরপথে গন্তব্যে পৌঁছবে ।

  • 17 ও 18 অক্টোবর বাতিল থাকা ট্রেনের তালিকা :

08053 খড়গপুর-টাটানগর স্পেশাল

08054 টাটানগর-খড়গপুর স্পেশাল

08055/08056 খড়গপুর-টাটানগর-খড়গপুর স্পেশাল

08173/08174 আসানসোল-টাটানগর-আসানসোল স্পেশাল

08059/08060 খড়গপুর-টাটানগর-খড়গপুর স্পেশাল

08071/08072 খড়গপুর-টাটানগর-খড়গপুর স্পেশাল

08151/08152 টাটানগর-বোরকাকানা-টাটানগর এক্সপ্রেস

08121/08122 বিরামিত্রপুর-বাসুয়া-বিরামিত্রপুর স্পেশাল

08129/08130 টাটানগর-বাদাম পাহার-টাটানগর স্পেশাল

08133/08134 টাটানগর-গুয়া-টাটানগর স্পেশাল

08145/08146 টাটানগর-রাউরকেল্লা-টাটানগর স্পেশাল

08147/08148 টাটানগর-বাদাম পাহাড়-টাটানগর স্পেশাল

08149/08150 হাতিয়া-রাউরকেল্লা স্পেশাল

08150 রাউরকেল্লা-হাতিয়া স্পেশাল

08163/08164 চন্দ্রধরপুর-রাউরকেল্লা-চন্দ্রধরপুর স্পেশাল

08167/08168 রাউরকেল্লা-জসুগুড়া-রাউরকেল্লা স্পেশাল

08196 হাতিয়া-টাটানগর স্পেশাল

08195 টাটানগর-হাতিয়া স্পেশাল

08697/08698 ঝাড়গ্রাম-পুরুলিয়া-ঝাড়গ্রাম স্পেশাল

দুর্ঘটনা এড়াতে কি আদৌ সক্ষম 'কবচ' প্রযুক্তি, কীভাবে কাজ করে এটি

আদ্রা (পুরুলিয়া), 16 অক্টোবর: দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে কাজের জন্য আগামী বেশ কয়েকদিন বাতিল হতে চলেছে একগুচ্ছ ট্রেন । এর পাশাপাশি আরও বেশ কিছু ট্রেনের যাত্রা নিয়ন্ত্রণ করা হয়েছে বলে জানা গিয়েছে । যাত্রীদের সুবিধার্থে ট্রেন বাতিলের পরিবর্তিত সূচি ও যে সব ট্রেনের যাত্রাপথে বদল ঘটেছে তার পরিবর্তিত পথ ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে রেলের তরফে ৷ যা দেখে যাত্রা করলে কিছুটা সুবিধা হতে পারে ৷ দেখে নিন ট্রেনের সেই পরিবর্তিত সূচি একনজরে :

  • বাতিল হওয়া ট্রেনের তালিকা :

08680/08679 আদ্রা মেদিনীপুর আদ্রা মেমু ট্রেন আগামী 20 অক্টোবর বাতিল ৷

03594/03593 আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু স্পেশাল আগামী 15-17-18 ও 20 অক্টোবর আদ্রায় সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে ৷ সেখান থেকেই ফের সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে ।

18035/18036 খড়গপুর-হাতিয়া-খড়গপুর এক্সপ্রেস আগামী 15-17-18 ও 20 অক্টোবর আদ্রায় সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং আদ্রা থেকেই সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে ।

08174/08652 টাটানগর-আসানসোল-বীরভূম মেমু স্পেশাল আগামী 14 ও 19 অক্টোবর আদ্রায় সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে ৷ আবার আদ্রা থেকেই সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে ।

18601 টাটানগর হাতিয়া এক্সপ্রেস 14-16 ও 19 অক্টোবর ঘুরপথে গন্তব্যে পৌঁছবে ।

  • 17 ও 18 অক্টোবর বাতিল থাকা ট্রেনের তালিকা :

08053 খড়গপুর-টাটানগর স্পেশাল

08054 টাটানগর-খড়গপুর স্পেশাল

08055/08056 খড়গপুর-টাটানগর-খড়গপুর স্পেশাল

08173/08174 আসানসোল-টাটানগর-আসানসোল স্পেশাল

08059/08060 খড়গপুর-টাটানগর-খড়গপুর স্পেশাল

08071/08072 খড়গপুর-টাটানগর-খড়গপুর স্পেশাল

08151/08152 টাটানগর-বোরকাকানা-টাটানগর এক্সপ্রেস

08121/08122 বিরামিত্রপুর-বাসুয়া-বিরামিত্রপুর স্পেশাল

08129/08130 টাটানগর-বাদাম পাহার-টাটানগর স্পেশাল

08133/08134 টাটানগর-গুয়া-টাটানগর স্পেশাল

08145/08146 টাটানগর-রাউরকেল্লা-টাটানগর স্পেশাল

08147/08148 টাটানগর-বাদাম পাহাড়-টাটানগর স্পেশাল

08149/08150 হাতিয়া-রাউরকেল্লা স্পেশাল

08150 রাউরকেল্লা-হাতিয়া স্পেশাল

08163/08164 চন্দ্রধরপুর-রাউরকেল্লা-চন্দ্রধরপুর স্পেশাল

08167/08168 রাউরকেল্লা-জসুগুড়া-রাউরকেল্লা স্পেশাল

08196 হাতিয়া-টাটানগর স্পেশাল

08195 টাটানগর-হাতিয়া স্পেশাল

08697/08698 ঝাড়গ্রাম-পুরুলিয়া-ঝাড়গ্রাম স্পেশাল

দুর্ঘটনা এড়াতে কি আদৌ সক্ষম 'কবচ' প্রযুক্তি, কীভাবে কাজ করে এটি
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.