ETV Bharat / state

শুক্রে জারি প্রতিবাদ, মহানগরীর কোন রাস্তায় কোন মিছিল ? - Kolkata Protest Rally - KOLKATA PROTEST RALLY

Protest on RG Kar Doctor Rape and Murder Case: প্রতিদিনই আরজি করের নির্যাতিতার দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় নামছে রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষ ৷ এদিনও সেই বিক্ষোভ, মিছিল হবে শহর কলকাতায় ৷ কোথায়, কখন কোন মিছিল কোন রাস্তা দিয়ে যাবে, রইল তার হদিশ ৷

RG Kar Hospital
আরজি কর হাসপাতাল (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2024, 11:59 AM IST

কলকাতা, 23 অগস্ট: আরজি করে পড়ুয়া-চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে প্রতিদিন শহরের দিকে দিকে সমাবেশ, মিছিলে শামিল হচ্ছে রাজ্যবাসী ৷ প্রতিবাদ এখন আর শুধু রাজ্যের মধ্যে আটকে নেই ৷ বাংলার সীমা ছাড়িয়ে তা ছড়িয়ে পড়েছে দেশে, বিদেশেও ৷ আরজি কর হাসপাতালের স্নাতকোত্তর স্তরের দ্বিতীয় বর্ষের পড়ুয়া চিকিৎসক খুনের প্রতিবাদে চিকিৎসক থেকে উকিল, অভিনেতা, ছাত্রসমাজ, শিক্ষক, শিল্পী, রূপান্তরকামী মানুষ, সাংবাদিক, ট্যাক্সি চালক- পথে নেমেছেন ৷ যতদিন না পর্যন্ত নির্যাতিতার মৃত্যুর বিচার পাওয়া যায়, ততদিন জারি থাকবে এই প্রতিবাদ ৷ 23 অগস্ট, শুক্রবার শহরে রয়েছে বেশ কিছু সমাবেশ ও মিছিল ৷ কোথায় কী ?

SFI Protest Rally
এসএফআই প্রতিবাদ মিছিল (ছবি সৌজন্য: সমাজমাধ্যম)
  • এসএফআই-এর প্রতিবাদ মিছিল

আরজি করের ঘটনার প্রতিবাদীদের উপর হামলা, অত্যাচার ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে আজ শামিল হবে বাম ছাত্র সংগঠন এসএফআই-এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি ৷ বিকেল 4টেয় প্রতিবাদীরা হাঁটবেন কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত ৷

Presidency Protests
প্রেসিডেন্সির প্রতিবাদ (ছবি সৌজন্য: সমাজমাধ্যম)
  • প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ

বিকেল 5টায় প্রেসিডেন্সি কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী-সহ অধ্যাপক, শিক্ষাকর্মীরা এই প্রতিবাদে সামিল হবেন ৷ প্রেসিডেন্সি কলেজের মেইন গেট থেকে শুরু করে মিছিল পৌঁছবে শ্যামবাজার ৷

Journalists Protest Rally
সাংবাদিকদের মিছিল (ছবি সৌজন্য: সমাজমাধ্যম)
  • সাংবাদিকদের সমাবেশ ও মিছিল

আরজি করের নির্যাতিতার প্রতিবাদে পথে নামছেন সাংবাদিকরা ৷ শুক্রবার ওয়াই চ্যানেল থেকে গান্ধিমূর্তির পাদদেশ পর্যন্ত হাঁটবেন সাংবাদিকরা ৷ সময় সন্ধ্যা 7টা ৷ তাঁদের স্লোগান 'বুম নেই, মাইকহীন। তিলোত্তমার বিচার দিন!'

Gana Adalat
সমাজের নানা স্তরের মানুষের আন্দোলন (ছবি সৌজন্য: সমাজমাধ্যম)
  • যাদবপুরের বাঘাযতীন মোড়ে 'রাতের গণ আদালত'

এদিন রাতে বাঘাযতীন মোড়ে বসবে 'রাতের গণ আদালত'। কামদুনি, সুটিয়া-সহ বিভিন্ন জায়গার নির্যাতিতার পরিবারের সদস্যরা হাজির হবেন সেখানে ৷ আসবেন রূপান্তরকামী মানুষ, আরও অনেকে ৷

আরজি করের ওষুধ দুর্নীতি জেনে যাওয়াতেই খুন ‘অভয়া’কে, দাবি শুভেন্দুর

কলকাতা, 23 অগস্ট: আরজি করে পড়ুয়া-চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে প্রতিদিন শহরের দিকে দিকে সমাবেশ, মিছিলে শামিল হচ্ছে রাজ্যবাসী ৷ প্রতিবাদ এখন আর শুধু রাজ্যের মধ্যে আটকে নেই ৷ বাংলার সীমা ছাড়িয়ে তা ছড়িয়ে পড়েছে দেশে, বিদেশেও ৷ আরজি কর হাসপাতালের স্নাতকোত্তর স্তরের দ্বিতীয় বর্ষের পড়ুয়া চিকিৎসক খুনের প্রতিবাদে চিকিৎসক থেকে উকিল, অভিনেতা, ছাত্রসমাজ, শিক্ষক, শিল্পী, রূপান্তরকামী মানুষ, সাংবাদিক, ট্যাক্সি চালক- পথে নেমেছেন ৷ যতদিন না পর্যন্ত নির্যাতিতার মৃত্যুর বিচার পাওয়া যায়, ততদিন জারি থাকবে এই প্রতিবাদ ৷ 23 অগস্ট, শুক্রবার শহরে রয়েছে বেশ কিছু সমাবেশ ও মিছিল ৷ কোথায় কী ?

SFI Protest Rally
এসএফআই প্রতিবাদ মিছিল (ছবি সৌজন্য: সমাজমাধ্যম)
  • এসএফআই-এর প্রতিবাদ মিছিল

আরজি করের ঘটনার প্রতিবাদীদের উপর হামলা, অত্যাচার ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে আজ শামিল হবে বাম ছাত্র সংগঠন এসএফআই-এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি ৷ বিকেল 4টেয় প্রতিবাদীরা হাঁটবেন কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত ৷

Presidency Protests
প্রেসিডেন্সির প্রতিবাদ (ছবি সৌজন্য: সমাজমাধ্যম)
  • প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ

বিকেল 5টায় প্রেসিডেন্সি কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী-সহ অধ্যাপক, শিক্ষাকর্মীরা এই প্রতিবাদে সামিল হবেন ৷ প্রেসিডেন্সি কলেজের মেইন গেট থেকে শুরু করে মিছিল পৌঁছবে শ্যামবাজার ৷

Journalists Protest Rally
সাংবাদিকদের মিছিল (ছবি সৌজন্য: সমাজমাধ্যম)
  • সাংবাদিকদের সমাবেশ ও মিছিল

আরজি করের নির্যাতিতার প্রতিবাদে পথে নামছেন সাংবাদিকরা ৷ শুক্রবার ওয়াই চ্যানেল থেকে গান্ধিমূর্তির পাদদেশ পর্যন্ত হাঁটবেন সাংবাদিকরা ৷ সময় সন্ধ্যা 7টা ৷ তাঁদের স্লোগান 'বুম নেই, মাইকহীন। তিলোত্তমার বিচার দিন!'

Gana Adalat
সমাজের নানা স্তরের মানুষের আন্দোলন (ছবি সৌজন্য: সমাজমাধ্যম)
  • যাদবপুরের বাঘাযতীন মোড়ে 'রাতের গণ আদালত'

এদিন রাতে বাঘাযতীন মোড়ে বসবে 'রাতের গণ আদালত'। কামদুনি, সুটিয়া-সহ বিভিন্ন জায়গার নির্যাতিতার পরিবারের সদস্যরা হাজির হবেন সেখানে ৷ আসবেন রূপান্তরকামী মানুষ, আরও অনেকে ৷

আরজি করের ওষুধ দুর্নীতি জেনে যাওয়াতেই খুন ‘অভয়া’কে, দাবি শুভেন্দুর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.