ETV Bharat / state

বিসর্জনে সংঘর্ষ, আহত বেশ কয়েকজন; মারধরে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার - DURGA PUJA EMERSION CLASH

বিসর্জনে ডিজে না বাজানোকে কেন্দ্র করে দুই পাড়ার সংঘর্ষে আহত বেশ কয়েকজন ৷ মারধরের ঘটনায় অভিযোগের তির এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে।

DURGA PUJA EMERSION CLASH
ডিজে না বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 13, 2024, 10:38 PM IST

দুর্গাপুর, 13 অক্টোবর: ফের কাঠগড়ায় সিভিক ভলান্টিয়ার ৷ এবার বিসর্জনে ডিজে বাজানোকে কেন্দ্র করে সিভিক ভলান্টিয়ায়ের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ৷ এক সিভিক ভলান্টিয়ারের নেতৃত্বে ব্যাপক মারধরের অভিযোগে উত্তাল দুর্গাপুর থানা এলাকার রঘুনাথপুর এলাকায়। দুর্গা প্রতিমা বিসর্জনকে ঘিরে সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের হয়েছে।

ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে দুর্গাপুর আসে থানার বিশাল পুলিশ বাহিনী ৷ পাল্টা মারধরের অভিযোগ করেছে ওই সিভিক ভলান্টিয়ারের পাড়ার লোকজনও। ঘটনার সূত্রপাত রবিবার দুপুরে। দুর্গাপুর থানার রঘুনাথপুর পাড়ার দুর্গা প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা চলছিল ৷ অভিযোগ সেই সময় বাউরি পাড়ার বেশ কিছু যুবক সিভিক ভলান্টিয়ার প্রশান্ত বাউরির নেতৃত্বে রঘুনাথপুর সর্বজনীন দুর্গাপুজো কমিটির সদস্যদের উপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় দুর্গাপুর থানার পুলিশকে। নামানো হয় ব়্যাফ।

রঘুনাথপুর সর্বজনীন দুর্গাপুজো কমিটির সহসভাপতির অভিযোগ, "আমরা সরকারি নিয়ম মেনে ডিজে না বাজিয়ে বিসর্জন করছিলাম। ডিজে কেন বাজানো হয়নি তা জানতে চেয়ে আমাদের উপর হামলা চালানো হয়। লাঠি নিয়ে মদ্যপ অবস্থায় ঝাঁপিয়ে পড়ে সিভিক ভলান্টিয়ার প্রশান্ত বাউরির নেতৃত্বে বেশ কয়েকজন মদ্যপ যুবক। মেয়েদের শ্লীলতাহানি ও মারধর পর্যন্ত করা হয়। তারই প্রতিবাদে আমরা রাস্তা অবরোধ করেছিলাম। অবিলম্বে সিভিক ভলেন্টিয়ার-সহ যারা আমাদের ওপর হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নিতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব আমরা।"

নিজেকে সিভিক ভলান্টিয়ার প্রশান্ত বাউরির বোন বলে দাবি করেন স্থানীয় এক মহিলা ৷ বৃষ্টি বাউরি নামে ওই মহিলার পাল্টা অভিযোগ, "আমার উপর আচমকা হামলা চালায় রঘুনাথপুর সর্বজনীন দুর্গাপুজা কমিটির ছেলেরা। অন্য মেয়েদের গায়েও হাত দেয়। তারই প্রতিবাদ করেছিল প্রশান্ত। আমরা ওদের শাস্তি চাইছি।"

দুর্গাপুর, 13 অক্টোবর: ফের কাঠগড়ায় সিভিক ভলান্টিয়ার ৷ এবার বিসর্জনে ডিজে বাজানোকে কেন্দ্র করে সিভিক ভলান্টিয়ায়ের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ৷ এক সিভিক ভলান্টিয়ারের নেতৃত্বে ব্যাপক মারধরের অভিযোগে উত্তাল দুর্গাপুর থানা এলাকার রঘুনাথপুর এলাকায়। দুর্গা প্রতিমা বিসর্জনকে ঘিরে সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের হয়েছে।

ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে দুর্গাপুর আসে থানার বিশাল পুলিশ বাহিনী ৷ পাল্টা মারধরের অভিযোগ করেছে ওই সিভিক ভলান্টিয়ারের পাড়ার লোকজনও। ঘটনার সূত্রপাত রবিবার দুপুরে। দুর্গাপুর থানার রঘুনাথপুর পাড়ার দুর্গা প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা চলছিল ৷ অভিযোগ সেই সময় বাউরি পাড়ার বেশ কিছু যুবক সিভিক ভলান্টিয়ার প্রশান্ত বাউরির নেতৃত্বে রঘুনাথপুর সর্বজনীন দুর্গাপুজো কমিটির সদস্যদের উপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় দুর্গাপুর থানার পুলিশকে। নামানো হয় ব়্যাফ।

রঘুনাথপুর সর্বজনীন দুর্গাপুজো কমিটির সহসভাপতির অভিযোগ, "আমরা সরকারি নিয়ম মেনে ডিজে না বাজিয়ে বিসর্জন করছিলাম। ডিজে কেন বাজানো হয়নি তা জানতে চেয়ে আমাদের উপর হামলা চালানো হয়। লাঠি নিয়ে মদ্যপ অবস্থায় ঝাঁপিয়ে পড়ে সিভিক ভলান্টিয়ার প্রশান্ত বাউরির নেতৃত্বে বেশ কয়েকজন মদ্যপ যুবক। মেয়েদের শ্লীলতাহানি ও মারধর পর্যন্ত করা হয়। তারই প্রতিবাদে আমরা রাস্তা অবরোধ করেছিলাম। অবিলম্বে সিভিক ভলেন্টিয়ার-সহ যারা আমাদের ওপর হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নিতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব আমরা।"

নিজেকে সিভিক ভলান্টিয়ার প্রশান্ত বাউরির বোন বলে দাবি করেন স্থানীয় এক মহিলা ৷ বৃষ্টি বাউরি নামে ওই মহিলার পাল্টা অভিযোগ, "আমার উপর আচমকা হামলা চালায় রঘুনাথপুর সর্বজনীন দুর্গাপুজা কমিটির ছেলেরা। অন্য মেয়েদের গায়েও হাত দেয়। তারই প্রতিবাদ করেছিল প্রশান্ত। আমরা ওদের শাস্তি চাইছি।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.