ETV Bharat / state

রেশন দুর্নীতিকাণ্ডে ইডির স্ক্যানারে খাদ্য দফতরের 3-4 আধিকারিক - Ration Corruption Case - RATION CORRUPTION CASE

Ration Corruption Case: জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশে রেশন দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন কাজ করতেন খাদ্য দফতরের কয়েকজন আধিকারিক ৷ ইডি সূত্রে এমনটাই জানা গিয়েছে ৷ এবার খাদ্য দফতরের সেই সব আধিকারিকরা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের স্ক্যানারে রয়েছেন ৷

ETV BHARAT
রেশন দুর্নীতিকাণ্ডে খাদ্য দফতরের আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করবে ইডি ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 11, 2024, 2:22 PM IST

কলকাতা, 11 মে: রাজ্যের রেশন দুর্নীতিকাণ্ডে এবার খাদ্য দফতরের অন্তত চারজন আধিকারিক রয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের স্ক্যানারে ৷ আগামী সপ্তাহে ওই সন্দেহভাজন আধিকারিকদের নোটিশ পাঠাতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ ইডি সূত্রে খবর, জ্যোতিপ্রিয় মল্লিক যখন খাদ্যমন্ত্রী ছিলেন, সেই সময় খাদ্য দফতরে একাধিক বেআইনি কর্মকাণ্ড ঘটানো হয়েছিল ৷ আর তা জ্যোতিপ্রিয়র নির্দেশে ওই আধিকারিকরা করেছিলেন ৷

ইতিমধ্যেই রাজ্যের রেশন দুর্নীতিকাণ্ডে তদন্ত নেমে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে ইডি ৷ পরে ঘটনার পারিপার্শ্বিক তথ্য প্রমাণ জোগাড় করে ইডি আধিকারিকরা জানতে পারেন, যে খাদ্য দফতরের তিন থেকে চার জন আধিকারিকের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের ভালোরকম যোগাযোগ ছিল ৷

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর, গত মাসেই খাদ্য ভবনে একটি চিঠি পাঠানো হয়েছিল ৷ সেখানে জানতে চাওয়া হয়েছে, রাজ্যে কতগুলি রেশন কার্ড সক্রিয় রয়েছে এই মুহূর্তে ? কিন্তু ইডির অভিযোগ, কোনও জবাব আসেনি খাদ্য দফতরের তরফে ৷ ফলে এবার ওই আধিকারিকদের সরাসরি জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা ৷ ওই আধিকারিকদের বয়ান রেকর্ড করতে চায় ইডি ৷ জিজ্ঞাসাবাদের ফলে যে সকল তথ্য উঠে আসবে, সেগুলি আগে উদ্ধার হওয়া নথি ও তথ্যের সঙ্গে ভালোভাবে মিলিয়ে দেখা হবে ৷ জ্যোতিপ্রিয়র বয়ানের সঙ্গেও মিলিয়ে দেখা হবে ৷

পৌরসভার বেআইনি নিয়োগের মামলার তদন্তে নেমে প্রথমবার রেশন দুর্নীতির বিষয়টি সামনে আসে ৷ সেই ঘটনার তদন্তে নেমে প্রথমে উত্তর 24 পরগনার ব্যবসায়ী বাকিবুর রহমানকে গ্রেফতার করে ইডি ৷ বাকিবুরের সূত্রে তদন্তকারীরা রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম জানতে পারেন ৷ আর জ্যোতিপ্রিয় মারফত ইডির হাতে আসে সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহানের নাম ৷ সেই সূত্রে গত 5 জানুয়ারি সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গেলে আক্রান্ত হন ইডির আধিকারিকরা ৷

আরও পড়ুন:

  1. রেশন দুর্নীতিকাণ্ডে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে চলেছে ইডি
  2. রেশন দুর্নীতি মামলায় রাজ্য পুলিশের তদন্তে স্থগিতাদেশ বহাল রাখল হাইকোর্ট

কলকাতা, 11 মে: রাজ্যের রেশন দুর্নীতিকাণ্ডে এবার খাদ্য দফতরের অন্তত চারজন আধিকারিক রয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের স্ক্যানারে ৷ আগামী সপ্তাহে ওই সন্দেহভাজন আধিকারিকদের নোটিশ পাঠাতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ ইডি সূত্রে খবর, জ্যোতিপ্রিয় মল্লিক যখন খাদ্যমন্ত্রী ছিলেন, সেই সময় খাদ্য দফতরে একাধিক বেআইনি কর্মকাণ্ড ঘটানো হয়েছিল ৷ আর তা জ্যোতিপ্রিয়র নির্দেশে ওই আধিকারিকরা করেছিলেন ৷

ইতিমধ্যেই রাজ্যের রেশন দুর্নীতিকাণ্ডে তদন্ত নেমে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে ইডি ৷ পরে ঘটনার পারিপার্শ্বিক তথ্য প্রমাণ জোগাড় করে ইডি আধিকারিকরা জানতে পারেন, যে খাদ্য দফতরের তিন থেকে চার জন আধিকারিকের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের ভালোরকম যোগাযোগ ছিল ৷

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর, গত মাসেই খাদ্য ভবনে একটি চিঠি পাঠানো হয়েছিল ৷ সেখানে জানতে চাওয়া হয়েছে, রাজ্যে কতগুলি রেশন কার্ড সক্রিয় রয়েছে এই মুহূর্তে ? কিন্তু ইডির অভিযোগ, কোনও জবাব আসেনি খাদ্য দফতরের তরফে ৷ ফলে এবার ওই আধিকারিকদের সরাসরি জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা ৷ ওই আধিকারিকদের বয়ান রেকর্ড করতে চায় ইডি ৷ জিজ্ঞাসাবাদের ফলে যে সকল তথ্য উঠে আসবে, সেগুলি আগে উদ্ধার হওয়া নথি ও তথ্যের সঙ্গে ভালোভাবে মিলিয়ে দেখা হবে ৷ জ্যোতিপ্রিয়র বয়ানের সঙ্গেও মিলিয়ে দেখা হবে ৷

পৌরসভার বেআইনি নিয়োগের মামলার তদন্তে নেমে প্রথমবার রেশন দুর্নীতির বিষয়টি সামনে আসে ৷ সেই ঘটনার তদন্তে নেমে প্রথমে উত্তর 24 পরগনার ব্যবসায়ী বাকিবুর রহমানকে গ্রেফতার করে ইডি ৷ বাকিবুরের সূত্রে তদন্তকারীরা রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম জানতে পারেন ৷ আর জ্যোতিপ্রিয় মারফত ইডির হাতে আসে সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহানের নাম ৷ সেই সূত্রে গত 5 জানুয়ারি সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গেলে আক্রান্ত হন ইডির আধিকারিকরা ৷

আরও পড়ুন:

  1. রেশন দুর্নীতিকাণ্ডে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে চলেছে ইডি
  2. রেশন দুর্নীতি মামলায় রাজ্য পুলিশের তদন্তে স্থগিতাদেশ বহাল রাখল হাইকোর্ট
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.