ETV Bharat / state

খয়রাশোলে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, অন্তত 7 শ্রমিকের মৃত্যু - Blast in Coal Mine

বীরভূমের খয়রাশোলের কয়লা খনিতে বিস্ফোরণ ৷ নিহত অন্তত সাতজন শ্রমিক ৷ আহত বেশ কয়েকজন ৷ বাড়তে পারে মৃতের সংখ্যা ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

Updated : 1 hours ago

Blast in Coal Mine
খয়রাশোলে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, অন্তত 7 শ্রমিকের মৃত্যু (ইটিভি ভারত)

খয়রাশোল, 7 অক্টোবর: কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ ৷ তার জেরে ঘটে গেল বড়সড় দুর্ঘটনা ৷ ঘটনাস্থল বীরভূমের খয়রাশোলের গঙ্গারামচক কয়লা খনি ৷ শনিবার সকালে হওয়া এই বিস্ফোরণে মৃত্যু হয় কমপক্ষে সাতজন শ্রমিকের ৷

নিহত শ্রমিকেরা অধিকাংশই আদিবাসী । ছিন্নভিন্ন হয়ে তাঁদের দেহ কয়লা খাদানে পড়ে থাকতে দেখা যায় । আহত হয়েছেন বেশ কয়েকজন । মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে ৷ কারণ, বিস্ফোরণের জেরে খনিতে ধসও নামে ৷ বিস্ফোরণ হয় জিলেটিন স্টিকের গাড়িতেও ৷

BLAST IN COAL MINE
খয়রাশোলে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ (নিজস্ব চিত্র)

বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর থানার অন্তর্গত ভাদুলিয়া গ্রামে জিএমপিএল, অর্থাৎ গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড কোলিয়ারি রয়েছে। সামনে পুজো। তাই দেদার কয়লা উত্তোলন চলছিল ৷ প্রত্যক্ষদর্শীদের সূত্র থেকে জানা গিয়েছে, কয়লা ভাঙতে গিয়ে বিস্ফোরণ করানো হয় ৷ আর তাতেই বড়সড় দুর্ঘটনা ঘটে ৷ বিস্ফোরণের কমপক্ষে সাতজন কয়লা খাদান শ্রমিকের মৃত্যু হয় ৷

BLAST IN COAL MINE
বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত গাড়ি (নিজস্ব চিত্র)

নিহতদের নাম - জয়দেব মুর্মু, সোমলাল হেমব্রম, মঙ্গল মারান্ডি, জুডু মারান্ডি, পলাশ হেমব্রম, রুবিলাল মুর্মু ও অমিত সিং । নিহতদের বয়স 30 থেকে 35 বছরের মধ্যে ৷ এছাড়া আহত একাধিক । মৃতদের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে । এদিকে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে আশপাশের এলাকা ৷ ঘটনার পরে পরেই পালিয়ে যায় জিএমপিএল-এর আধিকারিক ও কর্মীরা ৷ ফলে তাদের তরফে কারও কোনও বক্তব্য মেলেনি ৷

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ৷ দমকলের চারটি ইঞ্জিন, মেডিক্যাল টিম-সহ বিপর্যয় মোকাবিলা দল পৌঁছে গিয়েছে ঘটনাস্থলে । শুরু হয়েছে উদ্ধার কাজ ৷ এছাড়া, আহত একাধিক । প্রসঙ্গত, কয়লা খনিতে প্রচুর পরিমাণে ডিটোনেটর ও জিলেটিন স্টিক মজুত ছিল বলে জানা যাচ্ছে ৷ অপরিকল্পিত ভাবে বিস্ফোরক মজুত করে কয়লা ভাঙতে গিয়ে এই বড়সড় দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে ।

খয়রাশোল, 7 অক্টোবর: কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ ৷ তার জেরে ঘটে গেল বড়সড় দুর্ঘটনা ৷ ঘটনাস্থল বীরভূমের খয়রাশোলের গঙ্গারামচক কয়লা খনি ৷ শনিবার সকালে হওয়া এই বিস্ফোরণে মৃত্যু হয় কমপক্ষে সাতজন শ্রমিকের ৷

নিহত শ্রমিকেরা অধিকাংশই আদিবাসী । ছিন্নভিন্ন হয়ে তাঁদের দেহ কয়লা খাদানে পড়ে থাকতে দেখা যায় । আহত হয়েছেন বেশ কয়েকজন । মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে ৷ কারণ, বিস্ফোরণের জেরে খনিতে ধসও নামে ৷ বিস্ফোরণ হয় জিলেটিন স্টিকের গাড়িতেও ৷

BLAST IN COAL MINE
খয়রাশোলে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ (নিজস্ব চিত্র)

বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর থানার অন্তর্গত ভাদুলিয়া গ্রামে জিএমপিএল, অর্থাৎ গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড কোলিয়ারি রয়েছে। সামনে পুজো। তাই দেদার কয়লা উত্তোলন চলছিল ৷ প্রত্যক্ষদর্শীদের সূত্র থেকে জানা গিয়েছে, কয়লা ভাঙতে গিয়ে বিস্ফোরণ করানো হয় ৷ আর তাতেই বড়সড় দুর্ঘটনা ঘটে ৷ বিস্ফোরণের কমপক্ষে সাতজন কয়লা খাদান শ্রমিকের মৃত্যু হয় ৷

BLAST IN COAL MINE
বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত গাড়ি (নিজস্ব চিত্র)

নিহতদের নাম - জয়দেব মুর্মু, সোমলাল হেমব্রম, মঙ্গল মারান্ডি, জুডু মারান্ডি, পলাশ হেমব্রম, রুবিলাল মুর্মু ও অমিত সিং । নিহতদের বয়স 30 থেকে 35 বছরের মধ্যে ৷ এছাড়া আহত একাধিক । মৃতদের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে । এদিকে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে আশপাশের এলাকা ৷ ঘটনার পরে পরেই পালিয়ে যায় জিএমপিএল-এর আধিকারিক ও কর্মীরা ৷ ফলে তাদের তরফে কারও কোনও বক্তব্য মেলেনি ৷

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ৷ দমকলের চারটি ইঞ্জিন, মেডিক্যাল টিম-সহ বিপর্যয় মোকাবিলা দল পৌঁছে গিয়েছে ঘটনাস্থলে । শুরু হয়েছে উদ্ধার কাজ ৷ এছাড়া, আহত একাধিক । প্রসঙ্গত, কয়লা খনিতে প্রচুর পরিমাণে ডিটোনেটর ও জিলেটিন স্টিক মজুত ছিল বলে জানা যাচ্ছে ৷ অপরিকল্পিত ভাবে বিস্ফোরক মজুত করে কয়লা ভাঙতে গিয়ে এই বড়সড় দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে ।

Last Updated : 1 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.