ETV Bharat / state

জামুড়িয়ায় কারখানার যন্ত্রাংশ ছিটকে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি - Houses Damaged - HOUSES DAMAGED

Houses Damaged in Jamuria: জামুড়িয়াতে আকাশ থেকে পড়ল রহস্যময় বস্তু । যার জেরে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি বাড়ি ৷ প্রথমে এলাকায় ইউএফও পড়েছে বলে গুজব ছড়িয়ে যায় । পরে জানা যায়, কারখানার যন্ত্রাংশ ছিটকে এসে পড়েছে ৷

Houses Damaged
Houses Damaged
author img

By ETV Bharat Bangla Team

Published : May 2, 2024, 2:29 PM IST

Updated : May 2, 2024, 3:53 PM IST

জামুড়িয়ায় কারখানার যন্ত্রাংশ ছিটকে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি

জামুড়িয়া, 2 মে: জামুড়িয়ার শিল্পতালুকে হুলুস্থুল কাণ্ড ৷ বেসরকারি কারখানার যন্ত্রাংশের ভারি টুকরো ছিটকে পড়ল তিন জায়গায় । যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি বাড়ি । আহত হয়েছে এক কিশোরী । কীভাবে এই ঘটনা ঘটল তা এখনও ধোঁয়াশায় । তবে ঘটনার জেরে ওই কারখানাতে ভাঙচুর চালানো হয় । রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় জাদুডাঙার বাসিন্দারা ।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে হঠাৎই তীব্র শব্দে জামুড়িয়ার ইকরা গ্রামে একটি গরম ধাতব বস্তু ছিটকে আসতে দেখে বাসিন্দারা । ওই বস্তুটি একটি দোতালা বাড়ির কার্নিশ ভেঙে টালির বাড়ির মেঝে ফুঁড়ে মাটিতে ঢুকে যায় । ওই ধাতব বস্তু থেকে গরম তেল জাতীয় জিনিস ছিটকে আহত হয় এক কিশোরী । অন্যদিকে জামুড়িয়ার জাদুডাঙা এলাকাতেও একটি টালির ভারি ভেঙে ধাতব বস্তু বাড়ির ভিতরের মেঝে ফুঁড়ে ঢুকে যায় । পাশাপাশি বেনালী গ্রামের শেষ প্রান্তে একটি মাঠেও সেইরকম ধাতব টুকরো ঢুকে যায় । এর জেরে প্রায় কুড়ি ফুট গভীরতা হয় সেখানে ।

Houses Damaged
কারখানার যন্ত্রাংশ ছিটকে মাটিতে গর্ত হয়ে গিয়েছে

প্রথমে কী কারণে এই ঘটনা জানা যায়নি । নানান গুজব ছড়ায় এলাকায় । কেউ বলে হেলিকপ্টার থেকে কোনও যন্ত্র খসে পড়েছে । কেউ ভাবে আকাশ থেকে অন্য কোনও ভাবে এই বস্তু ছিটকে পড়েছে । পরে ঘটনার উৎস খুঁজতে গিয়ে দেখা যায়, জামুড়িয়া শিল্পতালুকে জাদুডাঙার একটি কারখানা যন্ত্রাংশ ছিটকে পড়ছে । স্থানীয়দের অনুমান ভারি মোটর জাতীয় কিছু ভেঙে ছিটকে পড়েছে বিভিন্ন দিকে । কারখানায় গিয়ে দেখা যায়, কারখানার ছাদ ফুঁড়ে যে যন্ত্রাংশ ছিটকেছে তার প্রমাণ রয়েছে ।

এই ঘটনা জানাজানি হতেই কারখানার উপর ক্ষোভ পড়ে স্থানীয় বাসিন্দাদের । তারা কারখানায় ভাঙচুর করে । পাশাপাশি দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বাসিন্দারা । ঘটনাস্থলে আসে জামুড়িয়া থানার পুলিশ ও সিআইডি'র দল । উত্তেজনা থামাতে নামানো হয় কমব্যাট ফোর্স ।

আরও পড়ুন:

  1. দুর্গাপুর ইস্পাত কারখানায় বিষাক্ত গ্যাস লিকে বিপত্তি, অসুস্থ 5 শ্রমিক
  2. দাসপুরে তামা কারখানায় অগ্নিকাণ্ড, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে দেব
  3. দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনা, গলিত লোহায় ঝলসে আহত আধিকারিক-সহ পাঁচ কর্মী

জামুড়িয়ায় কারখানার যন্ত্রাংশ ছিটকে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি

জামুড়িয়া, 2 মে: জামুড়িয়ার শিল্পতালুকে হুলুস্থুল কাণ্ড ৷ বেসরকারি কারখানার যন্ত্রাংশের ভারি টুকরো ছিটকে পড়ল তিন জায়গায় । যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি বাড়ি । আহত হয়েছে এক কিশোরী । কীভাবে এই ঘটনা ঘটল তা এখনও ধোঁয়াশায় । তবে ঘটনার জেরে ওই কারখানাতে ভাঙচুর চালানো হয় । রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় জাদুডাঙার বাসিন্দারা ।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে হঠাৎই তীব্র শব্দে জামুড়িয়ার ইকরা গ্রামে একটি গরম ধাতব বস্তু ছিটকে আসতে দেখে বাসিন্দারা । ওই বস্তুটি একটি দোতালা বাড়ির কার্নিশ ভেঙে টালির বাড়ির মেঝে ফুঁড়ে মাটিতে ঢুকে যায় । ওই ধাতব বস্তু থেকে গরম তেল জাতীয় জিনিস ছিটকে আহত হয় এক কিশোরী । অন্যদিকে জামুড়িয়ার জাদুডাঙা এলাকাতেও একটি টালির ভারি ভেঙে ধাতব বস্তু বাড়ির ভিতরের মেঝে ফুঁড়ে ঢুকে যায় । পাশাপাশি বেনালী গ্রামের শেষ প্রান্তে একটি মাঠেও সেইরকম ধাতব টুকরো ঢুকে যায় । এর জেরে প্রায় কুড়ি ফুট গভীরতা হয় সেখানে ।

Houses Damaged
কারখানার যন্ত্রাংশ ছিটকে মাটিতে গর্ত হয়ে গিয়েছে

প্রথমে কী কারণে এই ঘটনা জানা যায়নি । নানান গুজব ছড়ায় এলাকায় । কেউ বলে হেলিকপ্টার থেকে কোনও যন্ত্র খসে পড়েছে । কেউ ভাবে আকাশ থেকে অন্য কোনও ভাবে এই বস্তু ছিটকে পড়েছে । পরে ঘটনার উৎস খুঁজতে গিয়ে দেখা যায়, জামুড়িয়া শিল্পতালুকে জাদুডাঙার একটি কারখানা যন্ত্রাংশ ছিটকে পড়ছে । স্থানীয়দের অনুমান ভারি মোটর জাতীয় কিছু ভেঙে ছিটকে পড়েছে বিভিন্ন দিকে । কারখানায় গিয়ে দেখা যায়, কারখানার ছাদ ফুঁড়ে যে যন্ত্রাংশ ছিটকেছে তার প্রমাণ রয়েছে ।

এই ঘটনা জানাজানি হতেই কারখানার উপর ক্ষোভ পড়ে স্থানীয় বাসিন্দাদের । তারা কারখানায় ভাঙচুর করে । পাশাপাশি দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বাসিন্দারা । ঘটনাস্থলে আসে জামুড়িয়া থানার পুলিশ ও সিআইডি'র দল । উত্তেজনা থামাতে নামানো হয় কমব্যাট ফোর্স ।

আরও পড়ুন:

  1. দুর্গাপুর ইস্পাত কারখানায় বিষাক্ত গ্যাস লিকে বিপত্তি, অসুস্থ 5 শ্রমিক
  2. দাসপুরে তামা কারখানায় অগ্নিকাণ্ড, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে দেব
  3. দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনা, গলিত লোহায় ঝলসে আহত আধিকারিক-সহ পাঁচ কর্মী
Last Updated : May 2, 2024, 3:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.