ETV Bharat / state

'দিদিকে বলো'তে ফোন করতেই মুশকিল আসান ! আবাসের ঘর পাচ্ছে সুন্দরবনের 149 পরিবার - AWAS YOJANA

2018-19 আর্থিক বছরে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ঘরের জন্য আবেদন করেছিলেন । কিন্তু নামের তালিকা প্রকাশ হতেই দেখা যায়, বহু যোগ্য আবেদনকারী বাদ পড়েছেন ।

Bangla Awas yojana
আবাস যোজনার তালিকায় অবশেষে যুক্ত হয়েছে 149টি পরিবারের নাম (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 9, 2024, 8:05 PM IST

হিঙ্গলগঞ্জ, 9 ডিসেম্বর: মাথা গোঁজার ঘর নেই । 'দিদিকে বলো'র হেল্পলাইন নম্বরে ফোন করে কথা বলার পরই হল মুশকিল আসান । হাসি ফুটল সুন্দরবন অধ্যুষিত হিঙ্গলগঞ্জের 149টি পরিবারের । আবাস যোজনায় ঘর প্রাপকদের নতুন তালিকায় নাম উঠল তাদের । এ জন্য রাজ‍্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন‍্যবাদ জানিয়েছেন উপভোক্তারা ।

উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকে মূলত প্রান্তিক মানুষেরই বসবাস । বহু পরিবার দারিদ্রসীমার নীচে বসবাস করেন । সরকারি নিয়ম মেনে 2018-19 আর্থিক বছরে তাঁরা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ঘরের জন্য আবেদন করেছিলেন । সেই আবেদনের ভিত্তিতে সাণ্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রাথমিক সমীক্ষাও হয়েছিল । কিন্তু আবাস যোজনার উপভোক্তাদের নামের তালিকা প্রকাশ হতেই দেখা যায়, বহু যোগ্য আবেদনকারী বাদ পড়েছেন ।

'দিদিকে বলো'তে ফোন করতেই মুশকিল আসান (ইটিভি ভারত)

সরকারি ঘর না পেয়ে বহু পরিবারকেই ঝড়-বৃষ্টির মধ্যে ভাঙাচোরা বাড়িতে দিনযাপন করতে হচ্ছে । ঝড়ের গতি বাড়লেই অনেকে আবার ভয়ে দুর্বল মাটির ঘর ছেড়ে আশ্রয় নেন উঁচু জায়গায় । দীর্ঘদিন ধরে এটাই যেন ভবিতব্য হয়ে দাঁড়িয়েছিল গরিব এই সমস্ত মানুষের । কিন্তু, 'দিদিকে বলো'তে ফোন করতেই মুশকিল আসান ! অবশেষে আবাস যোজনার পাকা বাড়ি পেতে চলেছে হিঙ্গলগঞ্জ ব্লকের 149টি পরিবার ।

Bangla Awas yojana
আবাসের ঘর পেতে চলেছেন সুন্দরবনের 149 পরিবার (নিজস্ব ছবি)

সূত্রের খবর, আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ পড়তেই বঞ্চিত ওই পরিবারগুলো শেষে রাজ্য সরকারের 'দিদিকে বলো' হেল্পলাইন নম্বরে ফোন করে । ফোনের অপরপ্রান্ত থেকে আবেদনকারীর কাছে বেশকিছু তথ্য চাওয়া হয় । সেই তথ্য পাঠানোর পর মাস ঘুরতে না ঘুরতেই ব্লক অফিসের আধিকারিকরা আবেদনকারীদের বাড়িতে পৌঁছে যান । তাঁরা সরেজমিনে খতিয়ে দেখেন প্রান্তিক এই সমস্ত গরিব মানুষের বাড়ির বেহাল অবস্থা ।এরপরই দেখা যায়, আবাস যোজনা ঘর প্রাপকদের তালিকায় নতুন করে নাম যুক্ত হয়েছে 149টি পরিবারের । তালিকায় নাম উঠতেই হিঙ্গলগঞ্জ ব্লকের গৃহহীন বাসিন্দারা আনন্দে আত্মহারা হন ।

Bangla Awas yojana
হিঙ্গলগঞ্জ ব্লকে মূলত প্রান্তিক মানুষেরই বসবাস (নিজস্ব ছবি)

এই বিষয়ে সাণ্ডেলেরবিল পঞ্চায়েতের বাসিন্দা শেফালি গাইন বলেন, "আমাদের ঘরের অবস্থা অত‍্যন্ত বেহাল ছিল । প্লাস্টিকের ছাউনির নীচে কোনওরকমে স্বামী, সন্তান নিয়ে বসবাস করতে হচ্ছিল । আবাস যোজনার ঘরের জন্য নিয়ম মেনে আবেদন করেছিলাম । কিন্তু তালিকায় আমাদের নাম ছিল না । পরে আমরা 'দিদিকে বলো' হেল্পলাইন নম্বরে ফোন করেছিলাম । কিছুদিন পরে ব্লক অফিস থেকে আধিকারিকরা এসে কাগজপত্র নিয়ে গিয়েছিলেন । আবাস যোজনার তালিকায় এবার আমাদের নাম উঠেছে । আমরা খুব খুশি ।"

Bangla Awas yojana
আবাস যোজনার ঘর পাচ্ছিলেন না তারা (নিজস্ব ছবি)

একই সুর শোনা গিয়েছে চার নম্বর সাণ্ডেলেরবিলের বাসিন্দা সাদেক গাজির গলাতেও । তাঁর কথায়, "আগে অনেকবার চেষ্টা করেছি । কিন্তু,আবাস যোজনায় ঘরের তালিকায় নাম ওঠেনি । এরপর, স্থানীয় পঞ্চায়েত সদস্য বলল 'দিদিকে বলো' হেল্পলাইনে ফোন করতে । সেই মতো সেখানে ফোন করে সবকিছু জানানোর পর দেখলাম, আবাসের নতুন তালিকায় নাম রয়েছে আমারও । এজন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি ।"

Bangla Awas yojana
সাণ্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সকলে (নিজস্ব ছবি)

বিষয়টি নিয়ে সাণ্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইকবাল আহমেদ মুকুল বলেন, "সঠিক যোগাযোগের অভাবে গ্রামের বহু মানুষ বহু সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন । সে কথা বিবেচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ 'দিদিকে বলো' নামে একটি হেল্পলাইন ফোন নম্বর চালু হয়েছে । নিয়ম মেনে আবেদনের পরেও হিঙ্গলগঞ্জের বহু পরিবারের নাম আবাস যোজনার তালিকায় ছিল না । তারা দিদিকে বলো নম্বরে ফোন করেছিল । আবাস যোজনার তালিকায় নতুন করে 149টি পরিবারের নাম যুক্ত হয়েছে । গরিব মানুষ ঘর পাবেন । আমরাও তাতে খুশি হয়েছি ।"

হিঙ্গলগঞ্জ, 9 ডিসেম্বর: মাথা গোঁজার ঘর নেই । 'দিদিকে বলো'র হেল্পলাইন নম্বরে ফোন করে কথা বলার পরই হল মুশকিল আসান । হাসি ফুটল সুন্দরবন অধ্যুষিত হিঙ্গলগঞ্জের 149টি পরিবারের । আবাস যোজনায় ঘর প্রাপকদের নতুন তালিকায় নাম উঠল তাদের । এ জন্য রাজ‍্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন‍্যবাদ জানিয়েছেন উপভোক্তারা ।

উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকে মূলত প্রান্তিক মানুষেরই বসবাস । বহু পরিবার দারিদ্রসীমার নীচে বসবাস করেন । সরকারি নিয়ম মেনে 2018-19 আর্থিক বছরে তাঁরা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ঘরের জন্য আবেদন করেছিলেন । সেই আবেদনের ভিত্তিতে সাণ্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রাথমিক সমীক্ষাও হয়েছিল । কিন্তু আবাস যোজনার উপভোক্তাদের নামের তালিকা প্রকাশ হতেই দেখা যায়, বহু যোগ্য আবেদনকারী বাদ পড়েছেন ।

'দিদিকে বলো'তে ফোন করতেই মুশকিল আসান (ইটিভি ভারত)

সরকারি ঘর না পেয়ে বহু পরিবারকেই ঝড়-বৃষ্টির মধ্যে ভাঙাচোরা বাড়িতে দিনযাপন করতে হচ্ছে । ঝড়ের গতি বাড়লেই অনেকে আবার ভয়ে দুর্বল মাটির ঘর ছেড়ে আশ্রয় নেন উঁচু জায়গায় । দীর্ঘদিন ধরে এটাই যেন ভবিতব্য হয়ে দাঁড়িয়েছিল গরিব এই সমস্ত মানুষের । কিন্তু, 'দিদিকে বলো'তে ফোন করতেই মুশকিল আসান ! অবশেষে আবাস যোজনার পাকা বাড়ি পেতে চলেছে হিঙ্গলগঞ্জ ব্লকের 149টি পরিবার ।

Bangla Awas yojana
আবাসের ঘর পেতে চলেছেন সুন্দরবনের 149 পরিবার (নিজস্ব ছবি)

সূত্রের খবর, আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ পড়তেই বঞ্চিত ওই পরিবারগুলো শেষে রাজ্য সরকারের 'দিদিকে বলো' হেল্পলাইন নম্বরে ফোন করে । ফোনের অপরপ্রান্ত থেকে আবেদনকারীর কাছে বেশকিছু তথ্য চাওয়া হয় । সেই তথ্য পাঠানোর পর মাস ঘুরতে না ঘুরতেই ব্লক অফিসের আধিকারিকরা আবেদনকারীদের বাড়িতে পৌঁছে যান । তাঁরা সরেজমিনে খতিয়ে দেখেন প্রান্তিক এই সমস্ত গরিব মানুষের বাড়ির বেহাল অবস্থা ।এরপরই দেখা যায়, আবাস যোজনা ঘর প্রাপকদের তালিকায় নতুন করে নাম যুক্ত হয়েছে 149টি পরিবারের । তালিকায় নাম উঠতেই হিঙ্গলগঞ্জ ব্লকের গৃহহীন বাসিন্দারা আনন্দে আত্মহারা হন ।

Bangla Awas yojana
হিঙ্গলগঞ্জ ব্লকে মূলত প্রান্তিক মানুষেরই বসবাস (নিজস্ব ছবি)

এই বিষয়ে সাণ্ডেলেরবিল পঞ্চায়েতের বাসিন্দা শেফালি গাইন বলেন, "আমাদের ঘরের অবস্থা অত‍্যন্ত বেহাল ছিল । প্লাস্টিকের ছাউনির নীচে কোনওরকমে স্বামী, সন্তান নিয়ে বসবাস করতে হচ্ছিল । আবাস যোজনার ঘরের জন্য নিয়ম মেনে আবেদন করেছিলাম । কিন্তু তালিকায় আমাদের নাম ছিল না । পরে আমরা 'দিদিকে বলো' হেল্পলাইন নম্বরে ফোন করেছিলাম । কিছুদিন পরে ব্লক অফিস থেকে আধিকারিকরা এসে কাগজপত্র নিয়ে গিয়েছিলেন । আবাস যোজনার তালিকায় এবার আমাদের নাম উঠেছে । আমরা খুব খুশি ।"

Bangla Awas yojana
আবাস যোজনার ঘর পাচ্ছিলেন না তারা (নিজস্ব ছবি)

একই সুর শোনা গিয়েছে চার নম্বর সাণ্ডেলেরবিলের বাসিন্দা সাদেক গাজির গলাতেও । তাঁর কথায়, "আগে অনেকবার চেষ্টা করেছি । কিন্তু,আবাস যোজনায় ঘরের তালিকায় নাম ওঠেনি । এরপর, স্থানীয় পঞ্চায়েত সদস্য বলল 'দিদিকে বলো' হেল্পলাইনে ফোন করতে । সেই মতো সেখানে ফোন করে সবকিছু জানানোর পর দেখলাম, আবাসের নতুন তালিকায় নাম রয়েছে আমারও । এজন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি ।"

Bangla Awas yojana
সাণ্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সকলে (নিজস্ব ছবি)

বিষয়টি নিয়ে সাণ্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইকবাল আহমেদ মুকুল বলেন, "সঠিক যোগাযোগের অভাবে গ্রামের বহু মানুষ বহু সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন । সে কথা বিবেচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ 'দিদিকে বলো' নামে একটি হেল্পলাইন ফোন নম্বর চালু হয়েছে । নিয়ম মেনে আবেদনের পরেও হিঙ্গলগঞ্জের বহু পরিবারের নাম আবাস যোজনার তালিকায় ছিল না । তারা দিদিকে বলো নম্বরে ফোন করেছিল । আবাস যোজনার তালিকায় নতুন করে 149টি পরিবারের নাম যুক্ত হয়েছে । গরিব মানুষ ঘর পাবেন । আমরাও তাতে খুশি হয়েছি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.