ETV Bharat / state

পুড়িয়ে মারতে বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ, মৃত মা ও ছেলে - Birbhum Fire Incident - BIRBHUM FIRE INCIDENT

Fire Incident at Bolpur: ঘুমের মধ্যে পুড়িয়ে মারার অভিযোগ ৷ অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল মা ও ছেলের ৷ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাবা ৷ বোলপুর থানার রায়পুর-সুপুর গ্রাম পঞ্চায়েতের রজতপুর গ্রামের ঘটনা ৷

Fire Incident at Bolpur
পুড়িয়ে মারতে বাড়িতে অগ্নিসংযোগ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 5, 2024, 11:02 AM IST

Updated : Jul 5, 2024, 6:22 PM IST

বোলপুর, 5 জুলাই: রাতে ঘুমন্ত অবস্থায় বাড়িতে অগ্নিসংযোগ ! অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল মা ও ছেলের ৷ গুরুতর জখম অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বাবা। ভয়াবহ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বোলপুর থানার রায়পুর-সুপুর গ্রাম পঞ্চায়েতের রজতপুর গ্রামে ৷ জানা গিয়েছ, নিহত মহিলা স্থানীয় রূপপুর গ্রামপঞ্চায়েতের প্রধান এলিনা বিবির ননদ ৷

ঘুমের মধ্যে পুড়িয়ে মারার অভিযোগ (ইটিভি ভারত)

প্রতিদিনের মতো খাওয়া-দাওয়া সেরে বৃহস্পতিবার রাতেও একতলার ঘরে ঘুমাতে গিয়েছিলেন একই পরিবারের 3 জন ৷ তবে জালনা খোলা ছিল ৷ স্ত্রী রূপা বিবি (30), ছেলে আয়ান শেখকে (4) নিয়ে ঘুমাচ্ছিলেন আব্দুল আলিম (38) । আব্দুল পেশায় ঠিকাদারি কাজ করতেন । আত্মীয়দের দাবি ওর কোনও ব্যবসায়িক শত্রু ছিল না ৷ ঘটনা প্রসঙ্গেই, নিহত রূপা বিবির বাবা শেখ করিম বলেন, "কেরাসিন তেলের গন্ধ বেরচ্ছে, তেল ছিটিয়ে পুড়িয়ে মেরেছে । আমার জামাই বোলপুরে ঠিকাদারির কাজ করত ৷ ওর তেমন কেউ ছিল কি না জানি না ৷" ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে দোষীদের শাস্তি চেয়েছেন তিনি ৷

অভিযোগ, জানালা দিয়ে কেউ বা কারা কেরোসিন তেল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় ৷ কিছুক্ষণের মধ্যেই তা বিধ্বংসী রূপ নেয় ৷ আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করেন প্রতিবেশীরা। ততক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে । ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে মা ও চার বছরের ছেলের। গুরুতর জখম অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আব্দুল আলিম। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

খবর পেয়ে ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ ও তৃণমূলের নেতারা। তদন্তের স্বার্থে নমুনা সংগ্রহের কাজ শুরু হয়ে ৷ এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী, তাজা হয়েছে বগটুইয়ের স্মৃতি ৷ প্রসঙ্গত, 2022 সালের 21 মার্চ রাতে বীরভূমের রামপুরহাট থানার বগটুইয়ে এলাকায় বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে ৷ তাতে মৃত্যু হয় 10 জনের। কলকাতা হাই কোর্টের নির্দেশে বগটুই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে সিবিআই। সেই সময় এই ঘটনাকে ঘিরে আলোড়িত হয়েছিল গোটা রাজ্য ৷

বোলপুর, 5 জুলাই: রাতে ঘুমন্ত অবস্থায় বাড়িতে অগ্নিসংযোগ ! অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল মা ও ছেলের ৷ গুরুতর জখম অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বাবা। ভয়াবহ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বোলপুর থানার রায়পুর-সুপুর গ্রাম পঞ্চায়েতের রজতপুর গ্রামে ৷ জানা গিয়েছ, নিহত মহিলা স্থানীয় রূপপুর গ্রামপঞ্চায়েতের প্রধান এলিনা বিবির ননদ ৷

ঘুমের মধ্যে পুড়িয়ে মারার অভিযোগ (ইটিভি ভারত)

প্রতিদিনের মতো খাওয়া-দাওয়া সেরে বৃহস্পতিবার রাতেও একতলার ঘরে ঘুমাতে গিয়েছিলেন একই পরিবারের 3 জন ৷ তবে জালনা খোলা ছিল ৷ স্ত্রী রূপা বিবি (30), ছেলে আয়ান শেখকে (4) নিয়ে ঘুমাচ্ছিলেন আব্দুল আলিম (38) । আব্দুল পেশায় ঠিকাদারি কাজ করতেন । আত্মীয়দের দাবি ওর কোনও ব্যবসায়িক শত্রু ছিল না ৷ ঘটনা প্রসঙ্গেই, নিহত রূপা বিবির বাবা শেখ করিম বলেন, "কেরাসিন তেলের গন্ধ বেরচ্ছে, তেল ছিটিয়ে পুড়িয়ে মেরেছে । আমার জামাই বোলপুরে ঠিকাদারির কাজ করত ৷ ওর তেমন কেউ ছিল কি না জানি না ৷" ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে দোষীদের শাস্তি চেয়েছেন তিনি ৷

অভিযোগ, জানালা দিয়ে কেউ বা কারা কেরোসিন তেল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় ৷ কিছুক্ষণের মধ্যেই তা বিধ্বংসী রূপ নেয় ৷ আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করেন প্রতিবেশীরা। ততক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে । ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে মা ও চার বছরের ছেলের। গুরুতর জখম অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আব্দুল আলিম। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

খবর পেয়ে ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ ও তৃণমূলের নেতারা। তদন্তের স্বার্থে নমুনা সংগ্রহের কাজ শুরু হয়ে ৷ এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী, তাজা হয়েছে বগটুইয়ের স্মৃতি ৷ প্রসঙ্গত, 2022 সালের 21 মার্চ রাতে বীরভূমের রামপুরহাট থানার বগটুইয়ে এলাকায় বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে ৷ তাতে মৃত্যু হয় 10 জনের। কলকাতা হাই কোর্টের নির্দেশে বগটুই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে সিবিআই। সেই সময় এই ঘটনাকে ঘিরে আলোড়িত হয়েছিল গোটা রাজ্য ৷

Last Updated : Jul 5, 2024, 6:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.