ETV Bharat / state

প্রাণহানির পাশাপাশি ক্ষতিগ্রস্ত এক হাজারেরও বেশি বাড়ি, বিপর্যস্ত জলপাইগুড়ি - Jalpaiguri Storm - JALPAIGURI STORM

Jalpaiguri Storm: রবিবার দুপুরে কয়েক মিনিটের টর্নেডো এবং তারপর শিলাবৃষ্টিতে তছনছ হয়ে গিয়েছে জলপাইগুড়ি, ময়নাগুড়ির বহু এলাকা ৷ মৃত্যু হয়েছে 4 জনের ৷ রাত দুটোয় সেখানে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার সেখানে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷

ETV Bharat
ঝড়ে বিপর্যস্ত জলপাইগুড়ি
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 1, 2024, 10:02 AM IST

Updated : Apr 1, 2024, 10:54 AM IST

প্রাণহানির পাশাপাশি ক্ষতিগ্রস্ত এক হাজারেরও বেশি বাড়ি

জলপাইগুড়ি, 1 এপ্রিল: আচমকা টর্নেডোয় তছনছ হয়ে গিয়েছে জলপাইগুড়ি, ময়নাগুড়ির বিস্তীর্ণ এলাকা ৷ প্রশাসন সূত্রে খবর, এর ফলে প্রায় 1 হাজার 500 বাড়ি ভেঙে পড়েছে ৷ মৃত্যু হয়েছে 4 জনের ৷ রবিবার গভীর রাতেই জলপাইগুড়ি পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ সেখানে ক্ষতিগ্রস্তদের দেখতে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ এমনকী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সেখানে যেতে পারেন বলে বিজেপি সূত্রে খবর ৷

সোমবার সকালে রাজ্যপাল জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন ৷ সকাল 10টা নাগাদ জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে রাজ্যপালের আসার কথা ৷ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 46 জন ৷ হাসপাতালে ঝড়ে আহতদের দেখার পর ময়নাগুড়িj বার্ণিশ গ্রামে যাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সেখানে গ্রামের পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি ৷ পাশাপাশি মৃত 4 জনের বাড়িতেও যাওয়ার কথা রয়েছে রাজ্যপালের ৷ রাজ্যপাল আসার আগে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে ৷ পুলিশের পক্ষ থেকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছে পুলিশের একটি দল ৷ চলছে মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং ।

ঘটনার পরই শোকপ্রকাশ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই সঙ্গে, বিজেপি নেতা-কর্মীদের দ্রুত বিপদগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ রবিবার কয়েক মিনিটের কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড হয়েছে জলপাইগুড়ি জেলার একাংশ ৷ একাধিক জায়গায় গাছের ডাল ভেঙে রাস্তা বন্ধ হয়ে যায় ৷ পুলিশ, দমকল ও পৌরসভার বিপর্যয় মোকাবিলা দল পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে ৷ বেশ কয়েকটি ঝুপড়ি ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, গাছ উপড়ে এবং বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ার কারণে শিলাবৃষ্টি-সহ প্রবল বাতাস জেলা সদর শহরের বেশিরভাগ অংশ এবং পার্শ্ববর্তী ময়নাগুড়ির অনেক এলাকায় আঘাত হানে ৷

আরও পড়ুন:

  1. মৃত 4, আহত শতাধিক; রাতেই ঝড়ে বিধ্বস্ত এলাকায় মমতা
  2. ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিলেন রাজ্যপাল

প্রাণহানির পাশাপাশি ক্ষতিগ্রস্ত এক হাজারেরও বেশি বাড়ি

জলপাইগুড়ি, 1 এপ্রিল: আচমকা টর্নেডোয় তছনছ হয়ে গিয়েছে জলপাইগুড়ি, ময়নাগুড়ির বিস্তীর্ণ এলাকা ৷ প্রশাসন সূত্রে খবর, এর ফলে প্রায় 1 হাজার 500 বাড়ি ভেঙে পড়েছে ৷ মৃত্যু হয়েছে 4 জনের ৷ রবিবার গভীর রাতেই জলপাইগুড়ি পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ সেখানে ক্ষতিগ্রস্তদের দেখতে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ এমনকী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সেখানে যেতে পারেন বলে বিজেপি সূত্রে খবর ৷

সোমবার সকালে রাজ্যপাল জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন ৷ সকাল 10টা নাগাদ জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে রাজ্যপালের আসার কথা ৷ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 46 জন ৷ হাসপাতালে ঝড়ে আহতদের দেখার পর ময়নাগুড়িj বার্ণিশ গ্রামে যাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সেখানে গ্রামের পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি ৷ পাশাপাশি মৃত 4 জনের বাড়িতেও যাওয়ার কথা রয়েছে রাজ্যপালের ৷ রাজ্যপাল আসার আগে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে ৷ পুলিশের পক্ষ থেকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছে পুলিশের একটি দল ৷ চলছে মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং ।

ঘটনার পরই শোকপ্রকাশ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই সঙ্গে, বিজেপি নেতা-কর্মীদের দ্রুত বিপদগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ রবিবার কয়েক মিনিটের কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড হয়েছে জলপাইগুড়ি জেলার একাংশ ৷ একাধিক জায়গায় গাছের ডাল ভেঙে রাস্তা বন্ধ হয়ে যায় ৷ পুলিশ, দমকল ও পৌরসভার বিপর্যয় মোকাবিলা দল পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে ৷ বেশ কয়েকটি ঝুপড়ি ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, গাছ উপড়ে এবং বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ার কারণে শিলাবৃষ্টি-সহ প্রবল বাতাস জেলা সদর শহরের বেশিরভাগ অংশ এবং পার্শ্ববর্তী ময়নাগুড়ির অনেক এলাকায় আঘাত হানে ৷

আরও পড়ুন:

  1. মৃত 4, আহত শতাধিক; রাতেই ঝড়ে বিধ্বস্ত এলাকায় মমতা
  2. ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিলেন রাজ্যপাল
Last Updated : Apr 1, 2024, 10:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.