ETV Bharat / state

শনিবার রাজ্যের 9 কেন্দ্রে ভোট, অশান্তির আবহে কমিশনের চিন্তা বাড়াচ্ছে আবহাওয়া - LOK SABHA ELECTION 2024

Seventh Phase of Lok Sabha Election: শনিবার দেশের সপ্তম তথা শেষ দফার নির্বাচন ৷ রাজ্যেও 9 আসনে ভোট হবে ৷ তার আগে নির্বাচন কমিশনের সামনে সমস্যা বলতে দুটো। এক আবহাওয়া, দুই সন্ত্রাসের অভিযোগ। রাজ্যে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। অন্যদিকে, ভাঙড়-সহ কয়েকটি জায়গায় সন্ত্রাসের খবরও মিলেছে দেদার। এমনই আবহে সপ্তম তথা শেষ দফার ভোট শুরু হতে চলেছে।

author img

By ETV Bharat Bangla Team

Published : May 31, 2024, 11:05 PM IST

Etv Bharat
সপ্তম দফার ভোট শনিবার (ইটিভি ভারত)

কলকাতা, 31 মে: সপ্তম তথা শেষ দফার নির্বাচন শনিবার ৷ দেশের 57টি আসনের সঙ্গে রাজ্যের 9টি আসনে ভোট ৷ প্রাক বর্ষার আবহের মধ্যেই শেষ দফার ভোট গ্রহণের জন্য অবশ্য ভোট সামগ্রী নিয়ে ভোট কেন্দ্রের উদ্দেশে রওয়ানা হয়ে গিয়েছেন ভোট কর্মীরা ৷ তবে এর মাঝেও অশান্তি থেমে থাকেনি ৷ দক্ষিণবঙ্গে ভোট আসতেই একাধিক অশান্তির খবর এসেছিল ৷ পঞ্চম দফার ভোট থেকেই যে অশান্তির আঁচ মিলেছিল অল্প-বিস্তর, তা কার্যত চরম আকার ধারণ করে ষষ্ঠ দফার ভোটে ৷ আর তা থেকেই একাধিক শিক্ষা নিয়েছে নির্বাচন কমিশন ৷ সপ্তম দফার ভোটে যে আরও কড়া অবস্থান নিচ্ছে কমিশন তা সাফ হয়ে গিয়েছে তাদের কার্যকলাপে ৷

সপ্তম দফায় মোট ভোটারের সংখ্যা - 1 কোটি 63 লক্ষ 40 হাজার 354 জন। 9টি লোকসভা কেন্দ্র মিলিয়ে মোট শতায়ু ভোটার আছেন, 1 হাজার 155 জন। বয়স 85 বা তার চেয়ে বেশি এমন ভোটার আছেন, 1 লক্ষ 37 হাজার 172 জন। নতুন ভোটার আছেন, 2 লক্ষ 71 হাজার 596 জন। মোট বুথের সংখ্যা 17 হাজার 470টি। মোট স্পর্শকাতর বুথের সংখ্যা 3 হাজার 748টি।

নির্বাচন কমিশন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, ওয়েবাকাস্টিং বন্ধ থাকলে সেই বুথে ভোট বন্ধ করে দেওয়া হবে ৷ প্রসঙ্গত, ষষ্ঠ দফার ভোটেই কয়েকশো বুথে ওয়েবকাস্টিং বন্ধ ছিল বলে অভিযোগ করেছিল বিরোধীরা ৷ আর সেই থেকে শিক্ষা নিয়েই এই অবস্থান নিয়েছে কমিশন ৷ তবে এত কিছুর মাঝেই ভোটের আগের দিনই ফের রক্ত ঝড়েছে বাংলায় ৷ ফের শিরোনামে উঠে এসেছে সেই ভাঙড় ৷ এই ভাঙড়ে কয়েকদিন আগেই পঞ্চায়েত ভোটের সময় প্রাণ গিয়েছিল বেশ কয়েক জনের ৷ এবার ফের ভোটের আগেরদিনই বোমাবাজির খবর মিলল সেই ভাঙড় থেকে ৷ বামাবাজিতে আহত হয়েছেন প্রায় 10 জন ৷

অন্যদিকে, শেষ দফার ভোটে আবহাওয়াও অন্যতম ফ্যাক্টর হয়ে দাঁড়াবে বলেও মনে করা হচ্ছে ৷ শুক্রবার সকাল থেকেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে গোটা বাংলায়। আগামী চার-পাঁচ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস। ভোটের দিন থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে ৷ হাওয়া অফিস সূত্রে খবর, আগামী পাঁচদিন ঝড়বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে মঙ্গলবার পর্যন্ত। সপ্তাহের শেষে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।

কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র :
মোট ভোটার :- 15 লক্ষ 5 হাজার 356 জন
পুরুষ ভোটার :- 8 লক্ষ 15 হাজার 304 জন
মহিলা ভোটার :- 6 লক্ষ 90 হাজার 11 জন
তৃতীয় লিঙ্গের ভোটার :- 41 জন
মোট বুথ :1 হাজার 869টি

স্পর্শকাতর বুথ : 66টি

কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র :

মোট ভোটার :- 18 লক্ষ 49 হাজার 520 জন
পুরুষ ভোটার :- 9 লক্ষ 47 হাজার 302 জন
মহিলা ভোটার :- 9 লক্ষ 2 হাজার 176 জন
তৃতীয় লিঙ্গের ভোটার :- 42 জনমোট বুথ :-2078টি
মোট বুথ: 2078টি

স্পর্শকাতর বুথ :- 117টি

যাদবপুর লোকসভা কেন্দ্র

মোট ভোটার :- 20 লক্ষ 33 হাজার 625 জন

পুরুষ ভোটার :- 10 লক্ষ 6 হাজার 777 জন

মহিলা ভোটার :- 10 লক্ষ 26 হাজার 628 জন

তৃতীয় লিঙ্গের ভোটার :- 120 জন

মোট বুথ : 2 হাজার 120
স্পর্শকাতর বুথ :- 323

ডায়মন্ড লোকসভা কেন্দ্র :

মোট ভোটার :- 18 লক্ষ 80 হাজার 779 জন
পুরুষ ভোটার :- 9 লক্ষ 54 হাজার 647 জন
মহিলা ভোটার :- 9 লক্ষ 26 হাজার 61 জন
তৃতীয় লিঙ্গের ভোটার :- 71 জন

মোট বুথ : 1 হাজার 961
স্পর্শকাতর বুথ : 198

জয়নগর লোকসভা কেন্দ্র :
মোট ভোটার :- 18 লক্ষ 44 হাজার 780 জন
পুরুষ ভোটার :-9 লক্ষ 41 হাজার 509 জন
মহিলা ভোটার :- 9 লক্ষ 3 হাজার 184 জন
তৃতীয় লিঙ্গের ভোটার :- 87 জন

মোট বুথ :- 1 হাজার 879
স্পর্শকাতর বুথ :- 686

মথুরাপুর লোকসভা কেন্দ্র :

মোট ভোটার : 18 লক্ষ 17 হাজার 68 জন
পুরুষ ভোটার :- 9 লক্ষ 33 হাজার 585 জন
মহিলা ভোটার :- 8 লক্ষ 83 হাজার 450 জন
তৃতীয় লিঙ্গের ভোটার :- 33 জন

মোট বুথ :- 1 হাজার 898
স্পর্শকাতর বুথ :- 420

দমদম লোকসভা কেন্দ্র
মোট ভোটার :- 16 লক্ষ 99 হাজার 656 জন
পুরুষ ভোটার :- 8 লক্ষ 38 হাজার 090 জন
মহিলা ভোটার :- 8 লক্ষ 61 হাজার 521 জন
তৃতীয় লিঙ্গের ভোটার :- 45

মোট বুথ :- 1 হাজার 792
স্পর্শকাতর বুথ :- 572

বারাসাত লোকসভা কেন্দ্র :
মোট ভোটার :- 16 লক্ষ 5 হাজার 400 জন
পুরুষ ভোটার :- 9 লক্ষ 58 হাজার 892 জন
মহিলা ভোটার :- 9 লক্ষ 46 হাজার 443 জন
তৃতীয় লিঙ্গের ভোটার :- 65 জন

মোট বুথ :- 1 হাজার 991
স্পর্শকাতর বুথ :- 270

বসিরহাট লোকসভা কেন্দ্র :
মোট ভোটার :- 18 লক্ষ 4 হাজার 261 জন
পুরুষ ভোটার :- 9 লক্ষ 23 হাজার ৩৭৫ জন
মহিলা ভোটার :- 8 লক্ষ 80 হাজার 852 জন
তৃতীয় লিঙ্গের ভোটার :- 34 জন

মোট বুথ :-1 হাজার 882টি
স্পর্শকাতর বুথ :- 1 হাজার 96টি

কলকাতা, 31 মে: সপ্তম তথা শেষ দফার নির্বাচন শনিবার ৷ দেশের 57টি আসনের সঙ্গে রাজ্যের 9টি আসনে ভোট ৷ প্রাক বর্ষার আবহের মধ্যেই শেষ দফার ভোট গ্রহণের জন্য অবশ্য ভোট সামগ্রী নিয়ে ভোট কেন্দ্রের উদ্দেশে রওয়ানা হয়ে গিয়েছেন ভোট কর্মীরা ৷ তবে এর মাঝেও অশান্তি থেমে থাকেনি ৷ দক্ষিণবঙ্গে ভোট আসতেই একাধিক অশান্তির খবর এসেছিল ৷ পঞ্চম দফার ভোট থেকেই যে অশান্তির আঁচ মিলেছিল অল্প-বিস্তর, তা কার্যত চরম আকার ধারণ করে ষষ্ঠ দফার ভোটে ৷ আর তা থেকেই একাধিক শিক্ষা নিয়েছে নির্বাচন কমিশন ৷ সপ্তম দফার ভোটে যে আরও কড়া অবস্থান নিচ্ছে কমিশন তা সাফ হয়ে গিয়েছে তাদের কার্যকলাপে ৷

সপ্তম দফায় মোট ভোটারের সংখ্যা - 1 কোটি 63 লক্ষ 40 হাজার 354 জন। 9টি লোকসভা কেন্দ্র মিলিয়ে মোট শতায়ু ভোটার আছেন, 1 হাজার 155 জন। বয়স 85 বা তার চেয়ে বেশি এমন ভোটার আছেন, 1 লক্ষ 37 হাজার 172 জন। নতুন ভোটার আছেন, 2 লক্ষ 71 হাজার 596 জন। মোট বুথের সংখ্যা 17 হাজার 470টি। মোট স্পর্শকাতর বুথের সংখ্যা 3 হাজার 748টি।

নির্বাচন কমিশন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, ওয়েবাকাস্টিং বন্ধ থাকলে সেই বুথে ভোট বন্ধ করে দেওয়া হবে ৷ প্রসঙ্গত, ষষ্ঠ দফার ভোটেই কয়েকশো বুথে ওয়েবকাস্টিং বন্ধ ছিল বলে অভিযোগ করেছিল বিরোধীরা ৷ আর সেই থেকে শিক্ষা নিয়েই এই অবস্থান নিয়েছে কমিশন ৷ তবে এত কিছুর মাঝেই ভোটের আগের দিনই ফের রক্ত ঝড়েছে বাংলায় ৷ ফের শিরোনামে উঠে এসেছে সেই ভাঙড় ৷ এই ভাঙড়ে কয়েকদিন আগেই পঞ্চায়েত ভোটের সময় প্রাণ গিয়েছিল বেশ কয়েক জনের ৷ এবার ফের ভোটের আগেরদিনই বোমাবাজির খবর মিলল সেই ভাঙড় থেকে ৷ বামাবাজিতে আহত হয়েছেন প্রায় 10 জন ৷

অন্যদিকে, শেষ দফার ভোটে আবহাওয়াও অন্যতম ফ্যাক্টর হয়ে দাঁড়াবে বলেও মনে করা হচ্ছে ৷ শুক্রবার সকাল থেকেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে গোটা বাংলায়। আগামী চার-পাঁচ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস। ভোটের দিন থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে ৷ হাওয়া অফিস সূত্রে খবর, আগামী পাঁচদিন ঝড়বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে মঙ্গলবার পর্যন্ত। সপ্তাহের শেষে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।

কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র :
মোট ভোটার :- 15 লক্ষ 5 হাজার 356 জন
পুরুষ ভোটার :- 8 লক্ষ 15 হাজার 304 জন
মহিলা ভোটার :- 6 লক্ষ 90 হাজার 11 জন
তৃতীয় লিঙ্গের ভোটার :- 41 জন
মোট বুথ :1 হাজার 869টি

স্পর্শকাতর বুথ : 66টি

কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র :

মোট ভোটার :- 18 লক্ষ 49 হাজার 520 জন
পুরুষ ভোটার :- 9 লক্ষ 47 হাজার 302 জন
মহিলা ভোটার :- 9 লক্ষ 2 হাজার 176 জন
তৃতীয় লিঙ্গের ভোটার :- 42 জনমোট বুথ :-2078টি
মোট বুথ: 2078টি

স্পর্শকাতর বুথ :- 117টি

যাদবপুর লোকসভা কেন্দ্র

মোট ভোটার :- 20 লক্ষ 33 হাজার 625 জন

পুরুষ ভোটার :- 10 লক্ষ 6 হাজার 777 জন

মহিলা ভোটার :- 10 লক্ষ 26 হাজার 628 জন

তৃতীয় লিঙ্গের ভোটার :- 120 জন

মোট বুথ : 2 হাজার 120
স্পর্শকাতর বুথ :- 323

ডায়মন্ড লোকসভা কেন্দ্র :

মোট ভোটার :- 18 লক্ষ 80 হাজার 779 জন
পুরুষ ভোটার :- 9 লক্ষ 54 হাজার 647 জন
মহিলা ভোটার :- 9 লক্ষ 26 হাজার 61 জন
তৃতীয় লিঙ্গের ভোটার :- 71 জন

মোট বুথ : 1 হাজার 961
স্পর্শকাতর বুথ : 198

জয়নগর লোকসভা কেন্দ্র :
মোট ভোটার :- 18 লক্ষ 44 হাজার 780 জন
পুরুষ ভোটার :-9 লক্ষ 41 হাজার 509 জন
মহিলা ভোটার :- 9 লক্ষ 3 হাজার 184 জন
তৃতীয় লিঙ্গের ভোটার :- 87 জন

মোট বুথ :- 1 হাজার 879
স্পর্শকাতর বুথ :- 686

মথুরাপুর লোকসভা কেন্দ্র :

মোট ভোটার : 18 লক্ষ 17 হাজার 68 জন
পুরুষ ভোটার :- 9 লক্ষ 33 হাজার 585 জন
মহিলা ভোটার :- 8 লক্ষ 83 হাজার 450 জন
তৃতীয় লিঙ্গের ভোটার :- 33 জন

মোট বুথ :- 1 হাজার 898
স্পর্শকাতর বুথ :- 420

দমদম লোকসভা কেন্দ্র
মোট ভোটার :- 16 লক্ষ 99 হাজার 656 জন
পুরুষ ভোটার :- 8 লক্ষ 38 হাজার 090 জন
মহিলা ভোটার :- 8 লক্ষ 61 হাজার 521 জন
তৃতীয় লিঙ্গের ভোটার :- 45

মোট বুথ :- 1 হাজার 792
স্পর্শকাতর বুথ :- 572

বারাসাত লোকসভা কেন্দ্র :
মোট ভোটার :- 16 লক্ষ 5 হাজার 400 জন
পুরুষ ভোটার :- 9 লক্ষ 58 হাজার 892 জন
মহিলা ভোটার :- 9 লক্ষ 46 হাজার 443 জন
তৃতীয় লিঙ্গের ভোটার :- 65 জন

মোট বুথ :- 1 হাজার 991
স্পর্শকাতর বুথ :- 270

বসিরহাট লোকসভা কেন্দ্র :
মোট ভোটার :- 18 লক্ষ 4 হাজার 261 জন
পুরুষ ভোটার :- 9 লক্ষ 23 হাজার ৩৭৫ জন
মহিলা ভোটার :- 8 লক্ষ 80 হাজার 852 জন
তৃতীয় লিঙ্গের ভোটার :- 34 জন

মোট বুথ :-1 হাজার 882টি
স্পর্শকাতর বুথ :- 1 হাজার 96টি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.