ETV Bharat / state

শনিবার রাজ্যের 9 কেন্দ্রে ভোট, অশান্তির আবহে কমিশনের চিন্তা বাড়াচ্ছে আবহাওয়া - LOK SABHA ELECTION 2024 - LOK SABHA ELECTION 2024

Seventh Phase of Lok Sabha Election: শনিবার দেশের সপ্তম তথা শেষ দফার নির্বাচন ৷ রাজ্যেও 9 আসনে ভোট হবে ৷ তার আগে নির্বাচন কমিশনের সামনে সমস্যা বলতে দুটো। এক আবহাওয়া, দুই সন্ত্রাসের অভিযোগ। রাজ্যে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। অন্যদিকে, ভাঙড়-সহ কয়েকটি জায়গায় সন্ত্রাসের খবরও মিলেছে দেদার। এমনই আবহে সপ্তম তথা শেষ দফার ভোট শুরু হতে চলেছে।

Etv Bharat
সপ্তম দফার ভোট শনিবার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 31, 2024, 11:05 PM IST

কলকাতা, 31 মে: সপ্তম তথা শেষ দফার নির্বাচন শনিবার ৷ দেশের 57টি আসনের সঙ্গে রাজ্যের 9টি আসনে ভোট ৷ প্রাক বর্ষার আবহের মধ্যেই শেষ দফার ভোট গ্রহণের জন্য অবশ্য ভোট সামগ্রী নিয়ে ভোট কেন্দ্রের উদ্দেশে রওয়ানা হয়ে গিয়েছেন ভোট কর্মীরা ৷ তবে এর মাঝেও অশান্তি থেমে থাকেনি ৷ দক্ষিণবঙ্গে ভোট আসতেই একাধিক অশান্তির খবর এসেছিল ৷ পঞ্চম দফার ভোট থেকেই যে অশান্তির আঁচ মিলেছিল অল্প-বিস্তর, তা কার্যত চরম আকার ধারণ করে ষষ্ঠ দফার ভোটে ৷ আর তা থেকেই একাধিক শিক্ষা নিয়েছে নির্বাচন কমিশন ৷ সপ্তম দফার ভোটে যে আরও কড়া অবস্থান নিচ্ছে কমিশন তা সাফ হয়ে গিয়েছে তাদের কার্যকলাপে ৷

সপ্তম দফায় মোট ভোটারের সংখ্যা - 1 কোটি 63 লক্ষ 40 হাজার 354 জন। 9টি লোকসভা কেন্দ্র মিলিয়ে মোট শতায়ু ভোটার আছেন, 1 হাজার 155 জন। বয়স 85 বা তার চেয়ে বেশি এমন ভোটার আছেন, 1 লক্ষ 37 হাজার 172 জন। নতুন ভোটার আছেন, 2 লক্ষ 71 হাজার 596 জন। মোট বুথের সংখ্যা 17 হাজার 470টি। মোট স্পর্শকাতর বুথের সংখ্যা 3 হাজার 748টি।

নির্বাচন কমিশন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, ওয়েবাকাস্টিং বন্ধ থাকলে সেই বুথে ভোট বন্ধ করে দেওয়া হবে ৷ প্রসঙ্গত, ষষ্ঠ দফার ভোটেই কয়েকশো বুথে ওয়েবকাস্টিং বন্ধ ছিল বলে অভিযোগ করেছিল বিরোধীরা ৷ আর সেই থেকে শিক্ষা নিয়েই এই অবস্থান নিয়েছে কমিশন ৷ তবে এত কিছুর মাঝেই ভোটের আগের দিনই ফের রক্ত ঝড়েছে বাংলায় ৷ ফের শিরোনামে উঠে এসেছে সেই ভাঙড় ৷ এই ভাঙড়ে কয়েকদিন আগেই পঞ্চায়েত ভোটের সময় প্রাণ গিয়েছিল বেশ কয়েক জনের ৷ এবার ফের ভোটের আগেরদিনই বোমাবাজির খবর মিলল সেই ভাঙড় থেকে ৷ বামাবাজিতে আহত হয়েছেন প্রায় 10 জন ৷

অন্যদিকে, শেষ দফার ভোটে আবহাওয়াও অন্যতম ফ্যাক্টর হয়ে দাঁড়াবে বলেও মনে করা হচ্ছে ৷ শুক্রবার সকাল থেকেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে গোটা বাংলায়। আগামী চার-পাঁচ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস। ভোটের দিন থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে ৷ হাওয়া অফিস সূত্রে খবর, আগামী পাঁচদিন ঝড়বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে মঙ্গলবার পর্যন্ত। সপ্তাহের শেষে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।

কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র :
মোট ভোটার :- 15 লক্ষ 5 হাজার 356 জন
পুরুষ ভোটার :- 8 লক্ষ 15 হাজার 304 জন
মহিলা ভোটার :- 6 লক্ষ 90 হাজার 11 জন
তৃতীয় লিঙ্গের ভোটার :- 41 জন
মোট বুথ :1 হাজার 869টি

স্পর্শকাতর বুথ : 66টি

কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র :

মোট ভোটার :- 18 লক্ষ 49 হাজার 520 জন
পুরুষ ভোটার :- 9 লক্ষ 47 হাজার 302 জন
মহিলা ভোটার :- 9 লক্ষ 2 হাজার 176 জন
তৃতীয় লিঙ্গের ভোটার :- 42 জনমোট বুথ :-2078টি
মোট বুথ: 2078টি

স্পর্শকাতর বুথ :- 117টি

যাদবপুর লোকসভা কেন্দ্র

মোট ভোটার :- 20 লক্ষ 33 হাজার 625 জন

পুরুষ ভোটার :- 10 লক্ষ 6 হাজার 777 জন

মহিলা ভোটার :- 10 লক্ষ 26 হাজার 628 জন

তৃতীয় লিঙ্গের ভোটার :- 120 জন

মোট বুথ : 2 হাজার 120
স্পর্শকাতর বুথ :- 323

ডায়মন্ড লোকসভা কেন্দ্র :

মোট ভোটার :- 18 লক্ষ 80 হাজার 779 জন
পুরুষ ভোটার :- 9 লক্ষ 54 হাজার 647 জন
মহিলা ভোটার :- 9 লক্ষ 26 হাজার 61 জন
তৃতীয় লিঙ্গের ভোটার :- 71 জন

মোট বুথ : 1 হাজার 961
স্পর্শকাতর বুথ : 198

জয়নগর লোকসভা কেন্দ্র :
মোট ভোটার :- 18 লক্ষ 44 হাজার 780 জন
পুরুষ ভোটার :-9 লক্ষ 41 হাজার 509 জন
মহিলা ভোটার :- 9 লক্ষ 3 হাজার 184 জন
তৃতীয় লিঙ্গের ভোটার :- 87 জন

মোট বুথ :- 1 হাজার 879
স্পর্শকাতর বুথ :- 686

মথুরাপুর লোকসভা কেন্দ্র :

মোট ভোটার : 18 লক্ষ 17 হাজার 68 জন
পুরুষ ভোটার :- 9 লক্ষ 33 হাজার 585 জন
মহিলা ভোটার :- 8 লক্ষ 83 হাজার 450 জন
তৃতীয় লিঙ্গের ভোটার :- 33 জন

মোট বুথ :- 1 হাজার 898
স্পর্শকাতর বুথ :- 420

দমদম লোকসভা কেন্দ্র
মোট ভোটার :- 16 লক্ষ 99 হাজার 656 জন
পুরুষ ভোটার :- 8 লক্ষ 38 হাজার 090 জন
মহিলা ভোটার :- 8 লক্ষ 61 হাজার 521 জন
তৃতীয় লিঙ্গের ভোটার :- 45

মোট বুথ :- 1 হাজার 792
স্পর্শকাতর বুথ :- 572

বারাসাত লোকসভা কেন্দ্র :
মোট ভোটার :- 16 লক্ষ 5 হাজার 400 জন
পুরুষ ভোটার :- 9 লক্ষ 58 হাজার 892 জন
মহিলা ভোটার :- 9 লক্ষ 46 হাজার 443 জন
তৃতীয় লিঙ্গের ভোটার :- 65 জন

মোট বুথ :- 1 হাজার 991
স্পর্শকাতর বুথ :- 270

বসিরহাট লোকসভা কেন্দ্র :
মোট ভোটার :- 18 লক্ষ 4 হাজার 261 জন
পুরুষ ভোটার :- 9 লক্ষ 23 হাজার ৩৭৫ জন
মহিলা ভোটার :- 8 লক্ষ 80 হাজার 852 জন
তৃতীয় লিঙ্গের ভোটার :- 34 জন

মোট বুথ :-1 হাজার 882টি
স্পর্শকাতর বুথ :- 1 হাজার 96টি

কলকাতা, 31 মে: সপ্তম তথা শেষ দফার নির্বাচন শনিবার ৷ দেশের 57টি আসনের সঙ্গে রাজ্যের 9টি আসনে ভোট ৷ প্রাক বর্ষার আবহের মধ্যেই শেষ দফার ভোট গ্রহণের জন্য অবশ্য ভোট সামগ্রী নিয়ে ভোট কেন্দ্রের উদ্দেশে রওয়ানা হয়ে গিয়েছেন ভোট কর্মীরা ৷ তবে এর মাঝেও অশান্তি থেমে থাকেনি ৷ দক্ষিণবঙ্গে ভোট আসতেই একাধিক অশান্তির খবর এসেছিল ৷ পঞ্চম দফার ভোট থেকেই যে অশান্তির আঁচ মিলেছিল অল্প-বিস্তর, তা কার্যত চরম আকার ধারণ করে ষষ্ঠ দফার ভোটে ৷ আর তা থেকেই একাধিক শিক্ষা নিয়েছে নির্বাচন কমিশন ৷ সপ্তম দফার ভোটে যে আরও কড়া অবস্থান নিচ্ছে কমিশন তা সাফ হয়ে গিয়েছে তাদের কার্যকলাপে ৷

সপ্তম দফায় মোট ভোটারের সংখ্যা - 1 কোটি 63 লক্ষ 40 হাজার 354 জন। 9টি লোকসভা কেন্দ্র মিলিয়ে মোট শতায়ু ভোটার আছেন, 1 হাজার 155 জন। বয়স 85 বা তার চেয়ে বেশি এমন ভোটার আছেন, 1 লক্ষ 37 হাজার 172 জন। নতুন ভোটার আছেন, 2 লক্ষ 71 হাজার 596 জন। মোট বুথের সংখ্যা 17 হাজার 470টি। মোট স্পর্শকাতর বুথের সংখ্যা 3 হাজার 748টি।

নির্বাচন কমিশন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, ওয়েবাকাস্টিং বন্ধ থাকলে সেই বুথে ভোট বন্ধ করে দেওয়া হবে ৷ প্রসঙ্গত, ষষ্ঠ দফার ভোটেই কয়েকশো বুথে ওয়েবকাস্টিং বন্ধ ছিল বলে অভিযোগ করেছিল বিরোধীরা ৷ আর সেই থেকে শিক্ষা নিয়েই এই অবস্থান নিয়েছে কমিশন ৷ তবে এত কিছুর মাঝেই ভোটের আগের দিনই ফের রক্ত ঝড়েছে বাংলায় ৷ ফের শিরোনামে উঠে এসেছে সেই ভাঙড় ৷ এই ভাঙড়ে কয়েকদিন আগেই পঞ্চায়েত ভোটের সময় প্রাণ গিয়েছিল বেশ কয়েক জনের ৷ এবার ফের ভোটের আগেরদিনই বোমাবাজির খবর মিলল সেই ভাঙড় থেকে ৷ বামাবাজিতে আহত হয়েছেন প্রায় 10 জন ৷

অন্যদিকে, শেষ দফার ভোটে আবহাওয়াও অন্যতম ফ্যাক্টর হয়ে দাঁড়াবে বলেও মনে করা হচ্ছে ৷ শুক্রবার সকাল থেকেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে গোটা বাংলায়। আগামী চার-পাঁচ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস। ভোটের দিন থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে ৷ হাওয়া অফিস সূত্রে খবর, আগামী পাঁচদিন ঝড়বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে মঙ্গলবার পর্যন্ত। সপ্তাহের শেষে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।

কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র :
মোট ভোটার :- 15 লক্ষ 5 হাজার 356 জন
পুরুষ ভোটার :- 8 লক্ষ 15 হাজার 304 জন
মহিলা ভোটার :- 6 লক্ষ 90 হাজার 11 জন
তৃতীয় লিঙ্গের ভোটার :- 41 জন
মোট বুথ :1 হাজার 869টি

স্পর্শকাতর বুথ : 66টি

কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র :

মোট ভোটার :- 18 লক্ষ 49 হাজার 520 জন
পুরুষ ভোটার :- 9 লক্ষ 47 হাজার 302 জন
মহিলা ভোটার :- 9 লক্ষ 2 হাজার 176 জন
তৃতীয় লিঙ্গের ভোটার :- 42 জনমোট বুথ :-2078টি
মোট বুথ: 2078টি

স্পর্শকাতর বুথ :- 117টি

যাদবপুর লোকসভা কেন্দ্র

মোট ভোটার :- 20 লক্ষ 33 হাজার 625 জন

পুরুষ ভোটার :- 10 লক্ষ 6 হাজার 777 জন

মহিলা ভোটার :- 10 লক্ষ 26 হাজার 628 জন

তৃতীয় লিঙ্গের ভোটার :- 120 জন

মোট বুথ : 2 হাজার 120
স্পর্শকাতর বুথ :- 323

ডায়মন্ড লোকসভা কেন্দ্র :

মোট ভোটার :- 18 লক্ষ 80 হাজার 779 জন
পুরুষ ভোটার :- 9 লক্ষ 54 হাজার 647 জন
মহিলা ভোটার :- 9 লক্ষ 26 হাজার 61 জন
তৃতীয় লিঙ্গের ভোটার :- 71 জন

মোট বুথ : 1 হাজার 961
স্পর্শকাতর বুথ : 198

জয়নগর লোকসভা কেন্দ্র :
মোট ভোটার :- 18 লক্ষ 44 হাজার 780 জন
পুরুষ ভোটার :-9 লক্ষ 41 হাজার 509 জন
মহিলা ভোটার :- 9 লক্ষ 3 হাজার 184 জন
তৃতীয় লিঙ্গের ভোটার :- 87 জন

মোট বুথ :- 1 হাজার 879
স্পর্শকাতর বুথ :- 686

মথুরাপুর লোকসভা কেন্দ্র :

মোট ভোটার : 18 লক্ষ 17 হাজার 68 জন
পুরুষ ভোটার :- 9 লক্ষ 33 হাজার 585 জন
মহিলা ভোটার :- 8 লক্ষ 83 হাজার 450 জন
তৃতীয় লিঙ্গের ভোটার :- 33 জন

মোট বুথ :- 1 হাজার 898
স্পর্শকাতর বুথ :- 420

দমদম লোকসভা কেন্দ্র
মোট ভোটার :- 16 লক্ষ 99 হাজার 656 জন
পুরুষ ভোটার :- 8 লক্ষ 38 হাজার 090 জন
মহিলা ভোটার :- 8 লক্ষ 61 হাজার 521 জন
তৃতীয় লিঙ্গের ভোটার :- 45

মোট বুথ :- 1 হাজার 792
স্পর্শকাতর বুথ :- 572

বারাসাত লোকসভা কেন্দ্র :
মোট ভোটার :- 16 লক্ষ 5 হাজার 400 জন
পুরুষ ভোটার :- 9 লক্ষ 58 হাজার 892 জন
মহিলা ভোটার :- 9 লক্ষ 46 হাজার 443 জন
তৃতীয় লিঙ্গের ভোটার :- 65 জন

মোট বুথ :- 1 হাজার 991
স্পর্শকাতর বুথ :- 270

বসিরহাট লোকসভা কেন্দ্র :
মোট ভোটার :- 18 লক্ষ 4 হাজার 261 জন
পুরুষ ভোটার :- 9 লক্ষ 23 হাজার ৩৭৫ জন
মহিলা ভোটার :- 8 লক্ষ 80 হাজার 852 জন
তৃতীয় লিঙ্গের ভোটার :- 34 জন

মোট বুথ :-1 হাজার 882টি
স্পর্শকাতর বুথ :- 1 হাজার 96টি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.