ETV Bharat / state

জুনিয়রদের পাশে সিনিয়ররা, বিভিন্ন মেডিক্যাল কলেজে পরপর গণইস্তফা চিকিৎসকদের - SENIOR DOCTORS RESIGN

আরজি কর হাসপাতালের পথে হাঁটলেন কলকাতা ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অধ্যাপক চিকিৎসকেরাও ৷ গণইস্তফা দিতে চলেছেন মেদিনীপুর মেডিক্যালের সিনিয়র ডাক্তাররাও ৷

senior doctors resign
কলকাতা মেডিক্যাল কলেজ (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2024, 1:01 PM IST

Updated : Oct 9, 2024, 5:03 PM IST

কলকাতা, 9 অক্টোবর: আরজি কর হাসপাতালের পর এবার গণইস্তফা দিলেন কলকাতা মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকেরা । জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে হাসপাতালের প্রায় 30 জনের কাছাকাছি অধ্যাপক চিকিৎসক বুধবার গণইস্তফা দিলেন । এর পাশাপাশি এ দিন গণইস্তফা দিয়েছেন ক্যালকাটা ন্যাশানাল মেডিক্যাল কলেজ ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকরাও ৷ সেই পথে হাঁটতে চলেছেন মেদিনীপুর মেডিক্যালের চিকিৎসকরাও ৷

মঙ্গলবার আরজি কর হাসপাতালের প্রায় 50 জন সিনিয়র চিকিৎসক গণইস্তফা দিয়েছেন ৷ এরপরেই সাংবাদিক বৈঠক করেন কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যাপক চিকিৎসকরা ৷ কলকাতা মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকেরা ওইদিনই গণইস্তফার হুঁশিয়ারি দিয়েছিলেন ৷ মঙ্গলবারই রাজ্য সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন কলকাতা মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকেরা । সেই সময়সীমা ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে । তবে এখনও রাজ্য সরকারের তরফের কোনও পদক্ষেপ করা হয়নি । সেই কারণেই গণইস্তফার পথে হাঁটলেন তাঁরা ৷

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে গণইস্তফা চিকিৎসকদের (ইটিভি ভারত)

বুধবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের 42 জন অধ্যাপক চিকিৎসক ও সিনিয়র ডাক্তার হাসপাতালে অনশনরত আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়ে গণইস্তফার পথে হাঁটেন । এই ইস্তফার সংখ্যা আরও বাড়বে বলে মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ । তবে ঠিক পুজোর সময় ডাক্তারদের এই ইস্তফার ফলে চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে হাসপাতালে ।

North Bengal Medical College
জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন সিনিয়রদের (নিজস্ব ছবি)

আরজি কর-কাণ্ডে নির্যাতিতার বিচার-সহ 10 দফা দাবিতে রবিবার থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসেই অনশনে বসেছেন দু'জন জুনিয়র ডাক্তার । আর তাঁদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে এর আগে প্রতীকী অনশনে সামিল হয়েছিলেন সিনিয়র ডাক্তার, প্রাক্তন পড়ুয়া, এমনকি হাসপাতাল কর্তৃপক্ষের একাংশ ।

North Bengal Medical College
গণইস্তফা দিলেন উত্তরবঙ্গ মেডিক্যালের সিনিয়র চিকিৎসকেরা (নিজস্ব ছবি)

আর এবার আন্দোলনের কড়া বার্তা দিতে এবং রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে, এ দিন গণইস্তফার সিদ্ধান্ত নেন সিনিয়র ডাক্তার এবং অধ্যাপক চিকিৎসকরা । এ দিন সকাল থেকে প্রথমে অনশনরত আন্দোলনকারীদের স্বাস্থ্যপরীক্ষা করেন সিনিয়র ডাক্তাররা । এরপর আলোচনার পরই ইস্তফার সিদ্ধান্ত নেন ।

North Bengal Medical College
অনশনরত আন্দোলনকারীদের স্বাস্থ্যপরীক্ষা করছেন সিনিয়র ডাক্তাররা (নিজস্ব ছবি)

এই বিষয়ে ডক্টর সার্ভিসের জয়েন্ট আহ্বায়ক উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন, "আশি ঘণ্টারও বেশি সময় অতিক্রান্ত হয়েছে । কিন্তু রাজ্য সরকার কোনও পদক্ষেপ করেনি । আমরা চাই দ্রুত সরকার এই আন্দোলনকারীদের দাবি মেনে পদক্ষেপ করুক । তাঁদের শারীরিক পরিস্থিতির অবনতি হচ্ছে ।"

North Bengal Medical College
ইস্তফাপত্রে সই করলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকরা (নিজস্ব ছবি)

চিকিৎসক অরুণাভ সরকার বলেন, "এটা কী নাটক হচ্ছে ? রাজ্য সরকারের এতো আধিকারিক, এতো নেতা, এতো পরিকাঠামো থাকতে একটা আলোচনা শুরু হচ্ছে না ? আর মুখ্যমন্ত্রী এই আন্দোলনকে নাটক বলছেন । তিনিও এই অনশন করেই আজ মুখ্যমন্ত্রী হয়েছেন । আমাদের বাচ্চারা অনশন করছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, এটা হতে পারে না।"

senior doctors resign
গণইস্তফা কলকাতা মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকদের (নিজস্ব ছবি)

আন্দোলনকারী সৌভিক বর্মা বলেন, " যতদিন না-দাবি পূরণ হবে আমরা অনশন চালিয়ে যাব, যাই হোক না কেন । সিনিয়র ডাক্তাররা আমাদের পাশে প্রথম থেকে ছিলেন । তাঁরা আমাদের প্রথম থেকে সাহস জুগিয়েছেন । আজ তাঁরা ইস্তফা দিয়ে আমাদের আন্দোলনকে আরও শক্ত করলেন ।"

10 দফা দাবিকে সামনে রেখে আন্দোলন চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা ৷ শুক্রবার কর্মবিরতি শেষ করে শনিবার থেকে তাঁরা আমরণ অনশনে বসেছেন ৷ মুষলধারে বৃষ্টির মধ্যেও ধর্মতলায় অনশন চালিয়ে যাচ্ছেন তাঁরা ৷ আগেই সিনিয়র চিকিৎসকেরা জুনিয়রদের পাশে দাঁড়িয়ে তাঁদের অনশনকে সমর্থন করেছিলেন ৷ তারপর মঙ্গলবার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যাপক চিকিৎসকরা গণইস্তফার পথে হেঁটেছেন ৷

senior doctors resign
গণইস্তফার পথে মেদিনীপুর মেডিক্যাল কলেজ (নিজস্ব ছবি)

এবার সেই পথে কলকাতা মেডিক্যাল কলেজ ও অন্যান্য মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকেরা ৷ জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকরা আজ সকালে প্রতীকী অনশনে বসেছিলেন । আর বিকেলেই গণইস্তফা দিলেন তাঁরাও। জলপাইগুড়ি মেডিক্যালের 19 জন চিকিৎসক গণইস্তফা দিলেন এ দিন ।

senior doctors resign
গণইস্তফা জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালেও (নিজস্ব ছবি)

গণইস্তফা দিলেন সাগর দত্ত মেডিক্যাল কলেজের সিনিয়র ডাক্তাররাও ৷ আজ প্রায় 30 জনের বেশি সিনিয়র চিকিৎসক গণইস্তফা দেন । ধর্মতলার অনশনকারীদের সঙ্গে সরকার মুখোমুখি আলোচনায় না বসলে বাকি সমস্ত সিনিয়র চিকিৎসকরা ইস্তফা দেবেন । এমনই জানালেন সাগর দত্ত হাসপাতালের সিনিয়র চিকিৎসকরা ।

গণইস্তফায় সামিল কলকাতার আরও একটি হাসপাতালের সিনিয়র চিকিৎসকেরা ৷ বুধবার গণইস্তফা দিলেন নীলরতন সরকার হাসপাতালের 34 জন চিকিৎসক ৷

senior doctors resign
গণইস্তফা জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালেও (নিজস্ব ছবি)

পাঁচ দিন ধরে অনশনে জুনিয়র ডাক্তাররা । প্রতি মুহূর্তে কোন অনশনকারীর শারীরিক পরিস্থিতি কেমন, সেটা প্রকাশ্যেই লেখা হচ্ছে ৷ আর তাতেই দেখা যাচ্ছে, যে সমস্ত জুনিয়র চিকিৎসকেরা অনশন করছেন তাঁদের শারীরিক অবস্থার ধীরে ধীরে অবনতি ঘটছে । সেই নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সিনিয়র চিকিৎসকরা । পাশাপাশি, মঙ্গলবার ধর্মতলার অবস্থান মঞ্চে এসে জুনিয়র ডাক্তারদের সঙ্গে 12 ঘণ্টার প্রতীকী অনশনে সামিল হন তাঁরা ।

কলকাতা, 9 অক্টোবর: আরজি কর হাসপাতালের পর এবার গণইস্তফা দিলেন কলকাতা মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকেরা । জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে হাসপাতালের প্রায় 30 জনের কাছাকাছি অধ্যাপক চিকিৎসক বুধবার গণইস্তফা দিলেন । এর পাশাপাশি এ দিন গণইস্তফা দিয়েছেন ক্যালকাটা ন্যাশানাল মেডিক্যাল কলেজ ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকরাও ৷ সেই পথে হাঁটতে চলেছেন মেদিনীপুর মেডিক্যালের চিকিৎসকরাও ৷

মঙ্গলবার আরজি কর হাসপাতালের প্রায় 50 জন সিনিয়র চিকিৎসক গণইস্তফা দিয়েছেন ৷ এরপরেই সাংবাদিক বৈঠক করেন কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যাপক চিকিৎসকরা ৷ কলকাতা মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকেরা ওইদিনই গণইস্তফার হুঁশিয়ারি দিয়েছিলেন ৷ মঙ্গলবারই রাজ্য সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন কলকাতা মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকেরা । সেই সময়সীমা ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে । তবে এখনও রাজ্য সরকারের তরফের কোনও পদক্ষেপ করা হয়নি । সেই কারণেই গণইস্তফার পথে হাঁটলেন তাঁরা ৷

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে গণইস্তফা চিকিৎসকদের (ইটিভি ভারত)

বুধবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের 42 জন অধ্যাপক চিকিৎসক ও সিনিয়র ডাক্তার হাসপাতালে অনশনরত আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়ে গণইস্তফার পথে হাঁটেন । এই ইস্তফার সংখ্যা আরও বাড়বে বলে মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ । তবে ঠিক পুজোর সময় ডাক্তারদের এই ইস্তফার ফলে চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে হাসপাতালে ।

North Bengal Medical College
জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন সিনিয়রদের (নিজস্ব ছবি)

আরজি কর-কাণ্ডে নির্যাতিতার বিচার-সহ 10 দফা দাবিতে রবিবার থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসেই অনশনে বসেছেন দু'জন জুনিয়র ডাক্তার । আর তাঁদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে এর আগে প্রতীকী অনশনে সামিল হয়েছিলেন সিনিয়র ডাক্তার, প্রাক্তন পড়ুয়া, এমনকি হাসপাতাল কর্তৃপক্ষের একাংশ ।

North Bengal Medical College
গণইস্তফা দিলেন উত্তরবঙ্গ মেডিক্যালের সিনিয়র চিকিৎসকেরা (নিজস্ব ছবি)

আর এবার আন্দোলনের কড়া বার্তা দিতে এবং রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে, এ দিন গণইস্তফার সিদ্ধান্ত নেন সিনিয়র ডাক্তার এবং অধ্যাপক চিকিৎসকরা । এ দিন সকাল থেকে প্রথমে অনশনরত আন্দোলনকারীদের স্বাস্থ্যপরীক্ষা করেন সিনিয়র ডাক্তাররা । এরপর আলোচনার পরই ইস্তফার সিদ্ধান্ত নেন ।

North Bengal Medical College
অনশনরত আন্দোলনকারীদের স্বাস্থ্যপরীক্ষা করছেন সিনিয়র ডাক্তাররা (নিজস্ব ছবি)

এই বিষয়ে ডক্টর সার্ভিসের জয়েন্ট আহ্বায়ক উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন, "আশি ঘণ্টারও বেশি সময় অতিক্রান্ত হয়েছে । কিন্তু রাজ্য সরকার কোনও পদক্ষেপ করেনি । আমরা চাই দ্রুত সরকার এই আন্দোলনকারীদের দাবি মেনে পদক্ষেপ করুক । তাঁদের শারীরিক পরিস্থিতির অবনতি হচ্ছে ।"

North Bengal Medical College
ইস্তফাপত্রে সই করলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকরা (নিজস্ব ছবি)

চিকিৎসক অরুণাভ সরকার বলেন, "এটা কী নাটক হচ্ছে ? রাজ্য সরকারের এতো আধিকারিক, এতো নেতা, এতো পরিকাঠামো থাকতে একটা আলোচনা শুরু হচ্ছে না ? আর মুখ্যমন্ত্রী এই আন্দোলনকে নাটক বলছেন । তিনিও এই অনশন করেই আজ মুখ্যমন্ত্রী হয়েছেন । আমাদের বাচ্চারা অনশন করছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, এটা হতে পারে না।"

senior doctors resign
গণইস্তফা কলকাতা মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকদের (নিজস্ব ছবি)

আন্দোলনকারী সৌভিক বর্মা বলেন, " যতদিন না-দাবি পূরণ হবে আমরা অনশন চালিয়ে যাব, যাই হোক না কেন । সিনিয়র ডাক্তাররা আমাদের পাশে প্রথম থেকে ছিলেন । তাঁরা আমাদের প্রথম থেকে সাহস জুগিয়েছেন । আজ তাঁরা ইস্তফা দিয়ে আমাদের আন্দোলনকে আরও শক্ত করলেন ।"

10 দফা দাবিকে সামনে রেখে আন্দোলন চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা ৷ শুক্রবার কর্মবিরতি শেষ করে শনিবার থেকে তাঁরা আমরণ অনশনে বসেছেন ৷ মুষলধারে বৃষ্টির মধ্যেও ধর্মতলায় অনশন চালিয়ে যাচ্ছেন তাঁরা ৷ আগেই সিনিয়র চিকিৎসকেরা জুনিয়রদের পাশে দাঁড়িয়ে তাঁদের অনশনকে সমর্থন করেছিলেন ৷ তারপর মঙ্গলবার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যাপক চিকিৎসকরা গণইস্তফার পথে হেঁটেছেন ৷

senior doctors resign
গণইস্তফার পথে মেদিনীপুর মেডিক্যাল কলেজ (নিজস্ব ছবি)

এবার সেই পথে কলকাতা মেডিক্যাল কলেজ ও অন্যান্য মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকেরা ৷ জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকরা আজ সকালে প্রতীকী অনশনে বসেছিলেন । আর বিকেলেই গণইস্তফা দিলেন তাঁরাও। জলপাইগুড়ি মেডিক্যালের 19 জন চিকিৎসক গণইস্তফা দিলেন এ দিন ।

senior doctors resign
গণইস্তফা জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালেও (নিজস্ব ছবি)

গণইস্তফা দিলেন সাগর দত্ত মেডিক্যাল কলেজের সিনিয়র ডাক্তাররাও ৷ আজ প্রায় 30 জনের বেশি সিনিয়র চিকিৎসক গণইস্তফা দেন । ধর্মতলার অনশনকারীদের সঙ্গে সরকার মুখোমুখি আলোচনায় না বসলে বাকি সমস্ত সিনিয়র চিকিৎসকরা ইস্তফা দেবেন । এমনই জানালেন সাগর দত্ত হাসপাতালের সিনিয়র চিকিৎসকরা ।

গণইস্তফায় সামিল কলকাতার আরও একটি হাসপাতালের সিনিয়র চিকিৎসকেরা ৷ বুধবার গণইস্তফা দিলেন নীলরতন সরকার হাসপাতালের 34 জন চিকিৎসক ৷

senior doctors resign
গণইস্তফা জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালেও (নিজস্ব ছবি)

পাঁচ দিন ধরে অনশনে জুনিয়র ডাক্তাররা । প্রতি মুহূর্তে কোন অনশনকারীর শারীরিক পরিস্থিতি কেমন, সেটা প্রকাশ্যেই লেখা হচ্ছে ৷ আর তাতেই দেখা যাচ্ছে, যে সমস্ত জুনিয়র চিকিৎসকেরা অনশন করছেন তাঁদের শারীরিক অবস্থার ধীরে ধীরে অবনতি ঘটছে । সেই নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সিনিয়র চিকিৎসকরা । পাশাপাশি, মঙ্গলবার ধর্মতলার অবস্থান মঞ্চে এসে জুনিয়র ডাক্তারদের সঙ্গে 12 ঘণ্টার প্রতীকী অনশনে সামিল হন তাঁরা ।

Last Updated : Oct 9, 2024, 5:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.