ETV Bharat / state

কলকাতা, ন্যাশনাল ও উত্তরবঙ্গের পর একই পথে মেদিনীপুর মেডিক্যাল, পরপর গণইস্তফা চিকিৎসকদের

আরজি কর হাসপাতালের পথে হাঁটলেন কলকাতা ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অধ্যাপক চিকিৎসকেরাও ৷ গণইস্তফা দিতে চলেছেন মেদিনীপুর মেডিক্যালের সিনিয়র ডাক্তাররাও ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : 3 hours ago

Updated : 18 minutes ago

senior doctors resign
কলকাতা মেডিক্যাল কলেজ (ফাইল চিত্র)

কলকাতা, 9 অক্টোবর: আরজি কর হাসপাতালের পর এবার গণইস্তফা দিলেন কলকাতা মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকেরা । জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে হাসপাতালের প্রায় 30 জনের কাছাকাছি অধ্যাপক চিকিৎসক বুধবার গণইস্তফা দিলেন । এর পাশাপাশি এ দিন গণইস্তফা দিয়েছেন ক্যালকাটা ন্যাশানাল মেডিক্যাল কলেজ ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকরাও ৷ সেই পথে হাঁটতে চলেছেন মেদিনীপুর মেডিক্যালের চিকিৎসকরাও ৷

মঙ্গলবার আরজি কর হাসপাতালের প্রায় 50 জন সিনিয়র চিকিৎসক গণইস্তফা দিয়েছেন ৷ এরপরেই সাংবাদিক বৈঠক করেন কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যাপক চিকিৎসকরা ৷ কলকাতা মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকেরা ওইদিনই গণইস্তফার হুঁশিয়ারি দিয়েছিলেন ৷ মঙ্গলবারই রাজ্য সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন কলকাতা মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকেরা । সেই সময়সীমা ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে । তবে এখনও রাজ্য সরকারের তরফের কোনও পদক্ষেপ করা হয়নি । সেই কারণেই গণইস্তফার পথে হাঁটলেন তাঁরা ৷

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে গণইস্তফা চিকিৎসকদের (ইটিভি ভারত)

বুধবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের 42 জন অধ্যাপক চিকিৎসক ও সিনিয়র ডাক্তার হাসপাতালে অনশনরত আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়ে গণইস্তফার পথে হাঁটেন । এই ইস্তফার সংখ্যা আরও বাড়বে বলে মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ । তবে ঠিক পুজোর সময় ডাক্তারদের এই ইস্তফার ফলে চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে হাসপাতালে ।

North Bengal Medical College
জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন সিনিয়রদের (নিজস্ব ছবি)

আরজি কর-কাণ্ডে নির্যাতিতার বিচার-সহ 10 দফা দাবিতে রবিবার থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসেই অনশনে বসেছেন দু'জন জুনিয়র ডাক্তার । আর তাঁদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে এর আগে প্রতীকী অনশনে সামিল হয়েছিলেন সিনিয়র ডাক্তার, প্রাক্তন পড়ুয়া, এমনকি হাসপাতাল কর্তৃপক্ষের একাংশ ।

আর এবার আন্দোলনের কড়া বার্তা দিতে এবং রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে, এ দিন গণইস্তফার সিদ্ধান্ত নেন সিনিয়র ডাক্তার এবং অধ্যাপক চিকিৎসকরা । এ দিন সকাল থেকে প্রথমে অনশনরত আন্দোলনকারীদের স্বাস্থ্যপরীক্ষা করেন সিনিয়র ডাক্তাররা । এরপর আলোচনার পরই ইস্তফার সিদ্ধান্ত নেন ।

North Bengal Medical College
গণইস্তফা দিলেন উত্তরবঙ্গ মেডিক্যালের সিনিয়র চিকিৎসকেরা (নিজস্ব ছবি)

এই বিষয়ে ডক্টর সার্ভিসের জয়েন্ট আহ্বায়ক উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন, "আশি ঘণ্টারও বেশি সময় অতিক্রান্ত হয়েছে । কিন্তু রাজ্য সরকার কোনও পদক্ষেপ করেনি । আমরা চাই দ্রুত সরকার এই আন্দোলনকারীদের দাবি মেনে পদক্ষেপ করুক । তাঁদের শারীরিক পরিস্থিতির অবনতি হচ্ছে ।"

North Bengal Medical College
অনশনরত আন্দোলনকারীদের স্বাস্থ্যপরীক্ষা করছেন সিনিয়র ডাক্তাররা (নিজস্ব ছবি)

চিকিৎসক অরুণাভ সরকার বলেন, "এটা কী নাটক হচ্ছে ? রাজ্য সরকারের এতো আধিকারিক, এতো নেতা, এতো পরিকাঠামো থাকতে একটা আলোচনা শুরু হচ্ছে না ? আর মুখ্যমন্ত্রী এই আন্দোলনকে নাটক বলছেন । তিনিও এই অনশন করেই আজ মুখ্যমন্ত্রী হয়েছেন । আমাদের বাচ্চারা অনশন করছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, এটা হতে পারে না।"

North Bengal Medical College
ইস্তফাপত্রে সই করলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকরা (নিজস্ব ছবি)

আন্দোলনকারী সৌভিক বর্মা বলেন, " যতদিন না-দাবি পূরণ হবে আমরা অনশন চালিয়ে যাব, যাই হোক না কেন । সিনিয়র ডাক্তাররা আমাদের পাশে প্রথম থেকে ছিলেন । তাঁরা আমাদের প্রথম থেকে সাহস জুগিয়েছেন । আজ তাঁরা ইস্তফা দিয়ে আমাদের আন্দোলনকে আরও শক্ত করলেন ।"

10 দফা দাবিকে সামনে রেখে আন্দোলন চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা ৷ শুক্রবার কর্মবিরতি শেষ করে শনিবার থেকে তাঁরা আমরণ অনশনে বসেছেন ৷ মুষলধারে বৃষ্টির মধ্যেও ধর্মতলায় অনশন চালিয়ে যাচ্ছেন তাঁরা ৷ আগেই সিনিয়র চিকিৎসকেরা জুনিয়রদের পাশে দাঁড়িয়ে তাঁদের অনশনকে সমর্থন করেছিলেন ৷ তারপর মঙ্গলবার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যাপক চিকিৎসকরা গণইস্তফার পথে হেঁটেছেন ৷

senior doctors resign
গণইস্তফা কলকাতা মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকদের (নিজস্ব ছবি)

এবার সেই পথে কলকাতা মেডিক্যাল কলেজ ও অন্যান্য মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকেরা ৷ জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকরা আজ প্রতীকী অনশনে বসেছেন ৷ তাঁরাও গণইস্তফার বিষয়ে চিন্তাভাবনা করছেন বলে জানিয়েছেন ৷

senior doctors resign
গণইস্তফার পথে মেদিনীপুর মেডিক্যাল কলেজ (নিজস্ব ছবি)

পাঁচ দিন ধরে অনশনে জুনিয়র ডাক্তাররা । প্রতি মুহূর্তে কোন অনশনকারীর শারীরিক পরিস্থিতি কেমন, সেটা প্রকাশ্যেই লেখা হচ্ছে ৷ আর তাতেই দেখা যাচ্ছে, যে সমস্ত জুনিয়র চিকিৎসকেরা অনশন করছেন তাঁদের শারীরিক অবস্থার ধীরে ধীরে অবনতি ঘটছে । সেই নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সিনিয়র চিকিৎসকরা । পাশাপাশি, মঙ্গলবার ধর্মতলার অবস্থান মঞ্চে এসে জুনিয়র ডাক্তারদের সঙ্গে 12 ঘণ্টার প্রতীকী অনশনে সামিল হন তাঁরা ।

কলকাতা, 9 অক্টোবর: আরজি কর হাসপাতালের পর এবার গণইস্তফা দিলেন কলকাতা মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকেরা । জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে হাসপাতালের প্রায় 30 জনের কাছাকাছি অধ্যাপক চিকিৎসক বুধবার গণইস্তফা দিলেন । এর পাশাপাশি এ দিন গণইস্তফা দিয়েছেন ক্যালকাটা ন্যাশানাল মেডিক্যাল কলেজ ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকরাও ৷ সেই পথে হাঁটতে চলেছেন মেদিনীপুর মেডিক্যালের চিকিৎসকরাও ৷

মঙ্গলবার আরজি কর হাসপাতালের প্রায় 50 জন সিনিয়র চিকিৎসক গণইস্তফা দিয়েছেন ৷ এরপরেই সাংবাদিক বৈঠক করেন কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যাপক চিকিৎসকরা ৷ কলকাতা মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকেরা ওইদিনই গণইস্তফার হুঁশিয়ারি দিয়েছিলেন ৷ মঙ্গলবারই রাজ্য সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন কলকাতা মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকেরা । সেই সময়সীমা ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে । তবে এখনও রাজ্য সরকারের তরফের কোনও পদক্ষেপ করা হয়নি । সেই কারণেই গণইস্তফার পথে হাঁটলেন তাঁরা ৷

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে গণইস্তফা চিকিৎসকদের (ইটিভি ভারত)

বুধবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের 42 জন অধ্যাপক চিকিৎসক ও সিনিয়র ডাক্তার হাসপাতালে অনশনরত আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়ে গণইস্তফার পথে হাঁটেন । এই ইস্তফার সংখ্যা আরও বাড়বে বলে মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ । তবে ঠিক পুজোর সময় ডাক্তারদের এই ইস্তফার ফলে চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে হাসপাতালে ।

North Bengal Medical College
জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন সিনিয়রদের (নিজস্ব ছবি)

আরজি কর-কাণ্ডে নির্যাতিতার বিচার-সহ 10 দফা দাবিতে রবিবার থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসেই অনশনে বসেছেন দু'জন জুনিয়র ডাক্তার । আর তাঁদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে এর আগে প্রতীকী অনশনে সামিল হয়েছিলেন সিনিয়র ডাক্তার, প্রাক্তন পড়ুয়া, এমনকি হাসপাতাল কর্তৃপক্ষের একাংশ ।

আর এবার আন্দোলনের কড়া বার্তা দিতে এবং রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে, এ দিন গণইস্তফার সিদ্ধান্ত নেন সিনিয়র ডাক্তার এবং অধ্যাপক চিকিৎসকরা । এ দিন সকাল থেকে প্রথমে অনশনরত আন্দোলনকারীদের স্বাস্থ্যপরীক্ষা করেন সিনিয়র ডাক্তাররা । এরপর আলোচনার পরই ইস্তফার সিদ্ধান্ত নেন ।

North Bengal Medical College
গণইস্তফা দিলেন উত্তরবঙ্গ মেডিক্যালের সিনিয়র চিকিৎসকেরা (নিজস্ব ছবি)

এই বিষয়ে ডক্টর সার্ভিসের জয়েন্ট আহ্বায়ক উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন, "আশি ঘণ্টারও বেশি সময় অতিক্রান্ত হয়েছে । কিন্তু রাজ্য সরকার কোনও পদক্ষেপ করেনি । আমরা চাই দ্রুত সরকার এই আন্দোলনকারীদের দাবি মেনে পদক্ষেপ করুক । তাঁদের শারীরিক পরিস্থিতির অবনতি হচ্ছে ।"

North Bengal Medical College
অনশনরত আন্দোলনকারীদের স্বাস্থ্যপরীক্ষা করছেন সিনিয়র ডাক্তাররা (নিজস্ব ছবি)

চিকিৎসক অরুণাভ সরকার বলেন, "এটা কী নাটক হচ্ছে ? রাজ্য সরকারের এতো আধিকারিক, এতো নেতা, এতো পরিকাঠামো থাকতে একটা আলোচনা শুরু হচ্ছে না ? আর মুখ্যমন্ত্রী এই আন্দোলনকে নাটক বলছেন । তিনিও এই অনশন করেই আজ মুখ্যমন্ত্রী হয়েছেন । আমাদের বাচ্চারা অনশন করছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, এটা হতে পারে না।"

North Bengal Medical College
ইস্তফাপত্রে সই করলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকরা (নিজস্ব ছবি)

আন্দোলনকারী সৌভিক বর্মা বলেন, " যতদিন না-দাবি পূরণ হবে আমরা অনশন চালিয়ে যাব, যাই হোক না কেন । সিনিয়র ডাক্তাররা আমাদের পাশে প্রথম থেকে ছিলেন । তাঁরা আমাদের প্রথম থেকে সাহস জুগিয়েছেন । আজ তাঁরা ইস্তফা দিয়ে আমাদের আন্দোলনকে আরও শক্ত করলেন ।"

10 দফা দাবিকে সামনে রেখে আন্দোলন চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা ৷ শুক্রবার কর্মবিরতি শেষ করে শনিবার থেকে তাঁরা আমরণ অনশনে বসেছেন ৷ মুষলধারে বৃষ্টির মধ্যেও ধর্মতলায় অনশন চালিয়ে যাচ্ছেন তাঁরা ৷ আগেই সিনিয়র চিকিৎসকেরা জুনিয়রদের পাশে দাঁড়িয়ে তাঁদের অনশনকে সমর্থন করেছিলেন ৷ তারপর মঙ্গলবার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যাপক চিকিৎসকরা গণইস্তফার পথে হেঁটেছেন ৷

senior doctors resign
গণইস্তফা কলকাতা মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকদের (নিজস্ব ছবি)

এবার সেই পথে কলকাতা মেডিক্যাল কলেজ ও অন্যান্য মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকেরা ৷ জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকরা আজ প্রতীকী অনশনে বসেছেন ৷ তাঁরাও গণইস্তফার বিষয়ে চিন্তাভাবনা করছেন বলে জানিয়েছেন ৷

senior doctors resign
গণইস্তফার পথে মেদিনীপুর মেডিক্যাল কলেজ (নিজস্ব ছবি)

পাঁচ দিন ধরে অনশনে জুনিয়র ডাক্তাররা । প্রতি মুহূর্তে কোন অনশনকারীর শারীরিক পরিস্থিতি কেমন, সেটা প্রকাশ্যেই লেখা হচ্ছে ৷ আর তাতেই দেখা যাচ্ছে, যে সমস্ত জুনিয়র চিকিৎসকেরা অনশন করছেন তাঁদের শারীরিক অবস্থার ধীরে ধীরে অবনতি ঘটছে । সেই নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সিনিয়র চিকিৎসকরা । পাশাপাশি, মঙ্গলবার ধর্মতলার অবস্থান মঞ্চে এসে জুনিয়র ডাক্তারদের সঙ্গে 12 ঘণ্টার প্রতীকী অনশনে সামিল হন তাঁরা ।

Last Updated : 18 minutes ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.