ETV Bharat / state

চলছে নাকা তল্লাশি, মোতায়েন পুলিশ; কড়া নিরাপত্তায় ভোট কলকাতায় - Lok Sabha election 2024

Tight Security over Vote in Kolkata: লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট আজ ৷ কড়া কড়া নিরাপত্তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে কলকাতা পুলিশ ৷ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মহানগরকে ৷ পর পর গাড়ি আটকে উত্তর থেকে দক্ষিণে চলছে নাকা তল্লাশি ৷

Kolkata Police
কলকাতা পুলিশের কড়া নিরাপত্তা (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 1, 2024, 10:47 AM IST

কলকাতা, 1 জুন: আর পাঁচটা দিনের থেকে শনিবারের ছবিটা অনেকটা আলাদা । ফাঁকা রাস্তা ৷ নেই পর্যাপ্ত বাস থেকে গাড়ি । রাস্তায় দেখা মিলছে না যান নিয়ন্ত্রণকারী পুলিশ কর্মীদের । নেই অন্যান্য দিনের ব্যস্ততাও । না এটা লকডাউনের ছবি নয় ৷ এটা শনিবারের শহর কলকাতার ভোটের ছবি ৷

কড়া নিরাপত্তার চাদরে ভোট কলকাতায় (ইটিভি ভারত)

আজ সপ্তম দফার লোকসভা ভোট ৷ শেষ দফায় ভোট চলছে শহরে ৷ উত্তর থেকে দক্ষিণে ভোটকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা শহর ৷ ভোটকেন্দ্রগুলির সামনেও পুলিশে পুলিশে ছয়লাপ ৷ পুলিশকর্মীদের মোতায়েন করা হয়েছে সিঁথির মোড় এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় চত্বরে । উত্তর 24 পরগনা থেকে উত্তর কলকাতাগামী গাড়িগুলির উপর কড়া পুলিশি নজরদারি রয়েছে । চলছে নাকা তল্লাশি ।

থানার বাইরে রয়েছে এইচআরএফএস-এর দল । এলাকায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে তা তারা নিয়ন্ত্রণে আনবে । নির্বাচন শুরু হওয়ার আগে থেকেই কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল থানার অফিসার ইনচার্জ এবং অতিরিক্ত অফিসার ইনচার্জদের নির্দেশ দিয়েছিলেন, যাতে থানায় পর্যাপ্ত বাহিনী রাখা হয় ।

আরও পড়ুন: সকালে লাইনে ভোটাররা, দমদম থেকে কলকাতা উত্তরে আপাতত শান্তিপূর্ণ ভোট

একই সঙ্গে জরুরি পরিষেবা কাজের সঙ্গে জড়িত মানুষজনেরা ছাড়া মহানগরের রাস্তায় লোকের দেখা নেই ৷ বাস কম থাকায় যারা একান্ত দরকারে বা কাজে বেরিয়েছেন তাদের অল্পবিস্তর নাজেহাল হতে হচ্ছে ৷ দীর্ঘক্ষণ বাস না পেয়ে অনেকে আবার ট্যাক্সির উপরই ভরসা রাখছে ৷ তবে ট্যাক্সি বা ক্যাবেরও সেরকম দেখা মিলছে না শহরে ৷ গরম থেকে বাঁচতে সকাল সকাল গিয়ে ভোটাররাও লাইনে দাঁড়িয়ে পড়েছেন ৷ কলকাতা উত্তর থেকে দক্ষিণে আপাতত শান্তিপূর্ণ ভাবেই ভোটগ্রহণ চলছে ৷

সপ্তম তথা শেষ দফায় রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট শুরু হয়েছে সকাল সাতটা থেকে ৷ মোট 57টি লোকসভা আসনে ভোট চলবে বিকেল পাঁচটা পর্যন্ত ৷ বাংলার 9টি কেন্দ্রে আজ ভোটগ্রহণ ৷ আজ বাংলার দমদম, বারাসত, বসিরহাট, ডায়মন্ড হারবার, মথুরাপুর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, জয়নগর, যাদবপুর আসনে নির্বাচন ৷ সেই সঙ্গে বরানগর বিধানসভায় রয়েছে উপনির্বাচন ৷

আরও পড়ুন: সপ্তম দফায় ভোট চলছে 9টি কেন্দ্রে, 'গো ব্যাক'-তাপস রায়ের গাড়ি ঘিরে মহিলাদের বিক্ষোভ

কলকাতা, 1 জুন: আর পাঁচটা দিনের থেকে শনিবারের ছবিটা অনেকটা আলাদা । ফাঁকা রাস্তা ৷ নেই পর্যাপ্ত বাস থেকে গাড়ি । রাস্তায় দেখা মিলছে না যান নিয়ন্ত্রণকারী পুলিশ কর্মীদের । নেই অন্যান্য দিনের ব্যস্ততাও । না এটা লকডাউনের ছবি নয় ৷ এটা শনিবারের শহর কলকাতার ভোটের ছবি ৷

কড়া নিরাপত্তার চাদরে ভোট কলকাতায় (ইটিভি ভারত)

আজ সপ্তম দফার লোকসভা ভোট ৷ শেষ দফায় ভোট চলছে শহরে ৷ উত্তর থেকে দক্ষিণে ভোটকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা শহর ৷ ভোটকেন্দ্রগুলির সামনেও পুলিশে পুলিশে ছয়লাপ ৷ পুলিশকর্মীদের মোতায়েন করা হয়েছে সিঁথির মোড় এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় চত্বরে । উত্তর 24 পরগনা থেকে উত্তর কলকাতাগামী গাড়িগুলির উপর কড়া পুলিশি নজরদারি রয়েছে । চলছে নাকা তল্লাশি ।

থানার বাইরে রয়েছে এইচআরএফএস-এর দল । এলাকায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে তা তারা নিয়ন্ত্রণে আনবে । নির্বাচন শুরু হওয়ার আগে থেকেই কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল থানার অফিসার ইনচার্জ এবং অতিরিক্ত অফিসার ইনচার্জদের নির্দেশ দিয়েছিলেন, যাতে থানায় পর্যাপ্ত বাহিনী রাখা হয় ।

আরও পড়ুন: সকালে লাইনে ভোটাররা, দমদম থেকে কলকাতা উত্তরে আপাতত শান্তিপূর্ণ ভোট

একই সঙ্গে জরুরি পরিষেবা কাজের সঙ্গে জড়িত মানুষজনেরা ছাড়া মহানগরের রাস্তায় লোকের দেখা নেই ৷ বাস কম থাকায় যারা একান্ত দরকারে বা কাজে বেরিয়েছেন তাদের অল্পবিস্তর নাজেহাল হতে হচ্ছে ৷ দীর্ঘক্ষণ বাস না পেয়ে অনেকে আবার ট্যাক্সির উপরই ভরসা রাখছে ৷ তবে ট্যাক্সি বা ক্যাবেরও সেরকম দেখা মিলছে না শহরে ৷ গরম থেকে বাঁচতে সকাল সকাল গিয়ে ভোটাররাও লাইনে দাঁড়িয়ে পড়েছেন ৷ কলকাতা উত্তর থেকে দক্ষিণে আপাতত শান্তিপূর্ণ ভাবেই ভোটগ্রহণ চলছে ৷

সপ্তম তথা শেষ দফায় রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট শুরু হয়েছে সকাল সাতটা থেকে ৷ মোট 57টি লোকসভা আসনে ভোট চলবে বিকেল পাঁচটা পর্যন্ত ৷ বাংলার 9টি কেন্দ্রে আজ ভোটগ্রহণ ৷ আজ বাংলার দমদম, বারাসত, বসিরহাট, ডায়মন্ড হারবার, মথুরাপুর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, জয়নগর, যাদবপুর আসনে নির্বাচন ৷ সেই সঙ্গে বরানগর বিধানসভায় রয়েছে উপনির্বাচন ৷

আরও পড়ুন: সপ্তম দফায় ভোট চলছে 9টি কেন্দ্রে, 'গো ব্যাক'-তাপস রায়ের গাড়ি ঘিরে মহিলাদের বিক্ষোভ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.