ETV Bharat / state

অশান্ত সন্দেশখালির একাংশে জারি 144 ধারা, বিশেষ নজর কমিশনেরও - Violence in Sandeshkhali

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 2, 2024, 1:30 PM IST

Section 144 imposed in Sandeshkhali: অশান্ত সন্দেশখালির একাংশে 144 ধারা জারি করল প্রশাসন । ন‍্যাজাট থানার চারটি গ্রাম পঞ্চায়েতের 17টি জায়গায় বলবৎ থাকবে 144 ধারা । সন্দেশখালির দিকে বিশেষ নজর রয়েছে নির্বাচন কমিশনেরও ।

ETV BHARAT
সন্দেশখালির একাংশে জারি 144 ধারা (নিজস্ব চিত্র)

সন্দেশখালি, 2 জুন: অশান্ত সন্দেশখালিকে বাগে আনতে এ বার সেখানকার কিছু অংশে 144 ধারা জারি করল প্রশাসন । প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভোটের দিন লাগাতার অশান্তির জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে নতুন করে অপ্রীতিকর কোনও ঘটনা না-ঘটে । সন্দেশখালি 1 নম্বর ব্লকের ন‍্যাজাট থানার চারটি গ্রাম পঞ্চায়েতের মোট 17টি জায়গায় রবিবার সকাল ছ'টা থেকে মঙ্গলবার সকাল ছ'টা পর্যন্ত বলবৎ থাকবে 144 ধারা ।

ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের তরফে মাইকিং করে এ বিষয়ে সচেতন করা হয়েছে বাসিন্দাদের । কোনও জায়গায় জটলা করে দাঁড়িয়ে থাকতেও নিষেধ করা হয়েছে । আইন ভাঙলেই কড়া পদক্ষেপ করা হবে বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে প্রশাসন ।

ETV BHARAT
সন্দেশখালিতে কেন্দ্রীয় বাহিনীর টহল (নিজস্ব চিত্র)

সপ্তম দফার ভোটে দিনভর অশান্ত ছিল বসিরহাট লোকসভার সন্দেশখালি । দফায় দফায় গন্ডগোল, রাজনৈতিক সংঘর্ষের জেরে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালির বয়ারমারি 2, সরবেড়িয়া-আগারহাটি, বেড়মজুর 1 ও 2 গ্রাম পঞ্চায়েত এলাকা । বয়ারমারি 2 নম্বর পঞ্চায়েত এলাকায় এক বিজেপি কর্মীকে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । আবার গেরুয়া শিবিরের কর্মী, সমর্থকদের হাতে শাসক শিবিরের দুই কর্মীর আক্রান্ত হওয়ার অভিযোগ ওঠে । সরবেড়িয়া-আগারহাটি পঞ্চায়েত এলাকাতেও রক্ত ঝড়ে বিজেপির মহিলা কর্মীর ।

পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হতে হয় পুলিশকেও । ইটের আঘাতে পুলিশের এসআই পদমর্যাদার এক আধিকারিকের মাথা ফেটে যায় । তাঁকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় ক্যানিং হাসপাতালে । এ ভাবেই সন্দেশখালির একাধিক জায়গা কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে ভোটের দিন । শুধু তাই নয়, ভোটের একেবারে শেষ পর্যায়ে গুলিও চলেছে বলে অভিযোগ । তাতে গুলিবিদ্ধ হন বিজেপি সমর্থক এক যুবক । রাতে আক্রান্ত কর্মীদের দেখতে বসিরহাট হাসপাতালে যান বিজেপি নেত্রী অর্চনা মজুমদার-সহ দলীয় নেতারা ।

নির্বাচনের আরও খবর জানতে পড়ুন

শেষ দফার ভোটে সন্দেশখালির দিকে বিশেষভাবে নজর দিয়েছিল নির্বাচন কমিশন । পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছিল প্রচুর পুলিশও । তা সত্ত্বেও গন্ডগোল, অশান্তি, রক্তপাত কিছুই বাদ যায়নি সেখানে । তাই অশান্ত সন্দেশখালিকে শান্ত করতে 144 ধারা প্রয়োগের পথেই হাঁটতে হল স্থানীয় প্রশাসনকে । যে চারটি গ্রাম পঞ্চায়েত এলাকায় রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত 144 ধারা থাকবে সেগুলি হল - সরবেড়িয়া-আগারহাটি,বয়ারমারি 1 ও 2 এবং হাটগাছি ।

ETV BHARAT
বিজেপির ধৃত পাঁচ কর্মীকে আদালতে পেশ (নিজস্ব চিত্র)

এ দিকে, ভোট মিটলেও এখনও কিন্তু চাপা উত্তেজনা রয়েছে সন্দেশখালি 1 ও 2 নম্বর ব্লকে । এলাকায় এলাকায় চলছে কেন্দ্রীয় বাহিনীর টহল । সঙ্গে রয়েছে পুলিশও । নির্বাচন কমিশনও গোটা পরিস্থিতির উপর নজর রাখছে বলেই খবর সূত্রের । অন‍্যদিকে, ভোটের দিন গন্ডগোলের ঘটনায় গ্রেফতার হওয়া বিজেপির পাঁচ কর্মীকে রবিবার তোলা হয়েছে বসিরহাট মহকুমা আদালতে । এ দিন ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ‌ ।

সন্দেশখালি, 2 জুন: অশান্ত সন্দেশখালিকে বাগে আনতে এ বার সেখানকার কিছু অংশে 144 ধারা জারি করল প্রশাসন । প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভোটের দিন লাগাতার অশান্তির জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে নতুন করে অপ্রীতিকর কোনও ঘটনা না-ঘটে । সন্দেশখালি 1 নম্বর ব্লকের ন‍্যাজাট থানার চারটি গ্রাম পঞ্চায়েতের মোট 17টি জায়গায় রবিবার সকাল ছ'টা থেকে মঙ্গলবার সকাল ছ'টা পর্যন্ত বলবৎ থাকবে 144 ধারা ।

ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের তরফে মাইকিং করে এ বিষয়ে সচেতন করা হয়েছে বাসিন্দাদের । কোনও জায়গায় জটলা করে দাঁড়িয়ে থাকতেও নিষেধ করা হয়েছে । আইন ভাঙলেই কড়া পদক্ষেপ করা হবে বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে প্রশাসন ।

ETV BHARAT
সন্দেশখালিতে কেন্দ্রীয় বাহিনীর টহল (নিজস্ব চিত্র)

সপ্তম দফার ভোটে দিনভর অশান্ত ছিল বসিরহাট লোকসভার সন্দেশখালি । দফায় দফায় গন্ডগোল, রাজনৈতিক সংঘর্ষের জেরে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালির বয়ারমারি 2, সরবেড়িয়া-আগারহাটি, বেড়মজুর 1 ও 2 গ্রাম পঞ্চায়েত এলাকা । বয়ারমারি 2 নম্বর পঞ্চায়েত এলাকায় এক বিজেপি কর্মীকে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । আবার গেরুয়া শিবিরের কর্মী, সমর্থকদের হাতে শাসক শিবিরের দুই কর্মীর আক্রান্ত হওয়ার অভিযোগ ওঠে । সরবেড়িয়া-আগারহাটি পঞ্চায়েত এলাকাতেও রক্ত ঝড়ে বিজেপির মহিলা কর্মীর ।

পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হতে হয় পুলিশকেও । ইটের আঘাতে পুলিশের এসআই পদমর্যাদার এক আধিকারিকের মাথা ফেটে যায় । তাঁকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় ক্যানিং হাসপাতালে । এ ভাবেই সন্দেশখালির একাধিক জায়গা কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে ভোটের দিন । শুধু তাই নয়, ভোটের একেবারে শেষ পর্যায়ে গুলিও চলেছে বলে অভিযোগ । তাতে গুলিবিদ্ধ হন বিজেপি সমর্থক এক যুবক । রাতে আক্রান্ত কর্মীদের দেখতে বসিরহাট হাসপাতালে যান বিজেপি নেত্রী অর্চনা মজুমদার-সহ দলীয় নেতারা ।

নির্বাচনের আরও খবর জানতে পড়ুন

শেষ দফার ভোটে সন্দেশখালির দিকে বিশেষভাবে নজর দিয়েছিল নির্বাচন কমিশন । পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছিল প্রচুর পুলিশও । তা সত্ত্বেও গন্ডগোল, অশান্তি, রক্তপাত কিছুই বাদ যায়নি সেখানে । তাই অশান্ত সন্দেশখালিকে শান্ত করতে 144 ধারা প্রয়োগের পথেই হাঁটতে হল স্থানীয় প্রশাসনকে । যে চারটি গ্রাম পঞ্চায়েত এলাকায় রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত 144 ধারা থাকবে সেগুলি হল - সরবেড়িয়া-আগারহাটি,বয়ারমারি 1 ও 2 এবং হাটগাছি ।

ETV BHARAT
বিজেপির ধৃত পাঁচ কর্মীকে আদালতে পেশ (নিজস্ব চিত্র)

এ দিকে, ভোট মিটলেও এখনও কিন্তু চাপা উত্তেজনা রয়েছে সন্দেশখালি 1 ও 2 নম্বর ব্লকে । এলাকায় এলাকায় চলছে কেন্দ্রীয় বাহিনীর টহল । সঙ্গে রয়েছে পুলিশও । নির্বাচন কমিশনও গোটা পরিস্থিতির উপর নজর রাখছে বলেই খবর সূত্রের । অন‍্যদিকে, ভোটের দিন গন্ডগোলের ঘটনায় গ্রেফতার হওয়া বিজেপির পাঁচ কর্মীকে রবিবার তোলা হয়েছে বসিরহাট মহকুমা আদালতে । এ দিন ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ‌ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.