ETV Bharat / state

গরম থেকে বাঁচতে পুকুরে স্নান, তলিয়ে মৃত্যু সপ্তম শ্রেণির ছাত্রের - school student died

school student died: পুকুরে সাঁতার কাটতে গিয়ে তলিয়ে গেল সপ্তম শ্রেণির এক ছাত্র ৷ পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 27, 2024, 7:16 PM IST

ভদ্রেশ্বর, 27 এপ্রিল: তীব্র গরমে স্কুল ছুটির পর পুকুরে স্নান করতে গিয়ে ডুবে গেল তিন ছাত্র। তাদের মধ্যে বাকি দু'জনকে উদ্ধার করা গেলেও একজন তলিয়ে যায়। পরে স্থানীয় মানুষের তৎপরতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা ওই ছাত্রকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম বিকাশ বহেরা (13)। বাড়ি ভদ্রেশ্বর অ্যাঙ্গাসে। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। যদিও কীভাবে এই ঘটনা ঘটেছে সেটা স্পষ্ট নয়। পুলিশ তদন্ত শুরু করেছে। শোকের ছায়া এলাকায় ৷

স্থানীয় সূত্রে খবর, শনিবার স্কুলে হাফ ছুটির পর বাড়ি ফিরছিল চার ছাত্র। স্কুল ছুটির আগে কবাডি খেলার ক্লাস হয়। খেলাধুলা শেষ করে গরম লাগছিল । এরপরই বন্ধুরা মিলে স্কুল থেকে কিছুটা দূরে ভদ্রেশ্বর গভর্নমেন্ট কোয়ার্টারের পুকুরে সাঁতার কাটতে নামে। কয়েকজন সাঁতার জানলেও বিকাশ সাঁতার জানত না। যার জেরেই সে পুকুরে তলিয়ে যায় বলে অনুমান পুলিশের।

জানা গিয়েছে, মৃত কিশোরের বাবা কুনা বহেরা ওড়িশার বাসিন্দা। পেশায় অ্যাঙ্গাস জুটমিলের শ্রমিক। কাজের সূত্রে এখানেই থাকেন। ওই ছাত্র ভদ্রেশ্বরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যমের ক্লাস সেভেনের ছাত্র ৷ বন্ধু ও স্থানীয়দের কথা অনুযায়ী, জলে নেমে সাঁতার কাটতে গিয়ে তিনজন তলিয়ে যায়। বাকি দু'জনকে টেনে তোলা গেলেও বিকাশকে বাঁচানো সম্ভব হয়নি। পরে এক স্থানীয় সুইমিং ক্লাবের কোচ খবর পেয়ে ছাত্রকে উদ্ধার করে। বিকাশের বন্ধু অর্পিত মৌর্য জানায়, খুব গরম লাগায় তারা বন্ধুরা মিলে স্নান করতে গিয়েছিল ওই পুকুরে। পা পিছলে একবার পরে গিয়েছিল বিকাশ। তাকে উপরে টেনে তোলা হয়। ফের পুকুরে নামে সে ৷ এরপরই তলিয়ে যায়।

ছাত্রের পরিবারের সদস্য সুকান্ত নায়েক বলেন, "শনিবার স্কুলে কবাডি ক্লাস হওয়ার পর ওরা বাড়িতে না জানিয়ে স্নান করতে যায়। বিকাশ অল্প সাঁতার জানত। ওরা চারজন বন্ধু গিয়েছিল। দু'জন ডুবে গিয়েছিল।" ভদ্রেশ্বর থানার পুলিশ জানিয়েছে, কয়েকজন ছাত্র স্কুল ছুটির পর পুকুরে স্নান করতে নামে। দু'জন ডুবে গিয়েছিল। জল থেকে তোলার পর একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন:

  1. স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেল 3 যুবক, দুটি পৃথক ঘটনায় চাঞ্চল্য হুগলিতে
  2. সমুদ্রে স্নানের সময় স্পিড বোটের আঘাতে গুরুতর আহত পর্যটক

ভদ্রেশ্বর, 27 এপ্রিল: তীব্র গরমে স্কুল ছুটির পর পুকুরে স্নান করতে গিয়ে ডুবে গেল তিন ছাত্র। তাদের মধ্যে বাকি দু'জনকে উদ্ধার করা গেলেও একজন তলিয়ে যায়। পরে স্থানীয় মানুষের তৎপরতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা ওই ছাত্রকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম বিকাশ বহেরা (13)। বাড়ি ভদ্রেশ্বর অ্যাঙ্গাসে। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। যদিও কীভাবে এই ঘটনা ঘটেছে সেটা স্পষ্ট নয়। পুলিশ তদন্ত শুরু করেছে। শোকের ছায়া এলাকায় ৷

স্থানীয় সূত্রে খবর, শনিবার স্কুলে হাফ ছুটির পর বাড়ি ফিরছিল চার ছাত্র। স্কুল ছুটির আগে কবাডি খেলার ক্লাস হয়। খেলাধুলা শেষ করে গরম লাগছিল । এরপরই বন্ধুরা মিলে স্কুল থেকে কিছুটা দূরে ভদ্রেশ্বর গভর্নমেন্ট কোয়ার্টারের পুকুরে সাঁতার কাটতে নামে। কয়েকজন সাঁতার জানলেও বিকাশ সাঁতার জানত না। যার জেরেই সে পুকুরে তলিয়ে যায় বলে অনুমান পুলিশের।

জানা গিয়েছে, মৃত কিশোরের বাবা কুনা বহেরা ওড়িশার বাসিন্দা। পেশায় অ্যাঙ্গাস জুটমিলের শ্রমিক। কাজের সূত্রে এখানেই থাকেন। ওই ছাত্র ভদ্রেশ্বরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যমের ক্লাস সেভেনের ছাত্র ৷ বন্ধু ও স্থানীয়দের কথা অনুযায়ী, জলে নেমে সাঁতার কাটতে গিয়ে তিনজন তলিয়ে যায়। বাকি দু'জনকে টেনে তোলা গেলেও বিকাশকে বাঁচানো সম্ভব হয়নি। পরে এক স্থানীয় সুইমিং ক্লাবের কোচ খবর পেয়ে ছাত্রকে উদ্ধার করে। বিকাশের বন্ধু অর্পিত মৌর্য জানায়, খুব গরম লাগায় তারা বন্ধুরা মিলে স্নান করতে গিয়েছিল ওই পুকুরে। পা পিছলে একবার পরে গিয়েছিল বিকাশ। তাকে উপরে টেনে তোলা হয়। ফের পুকুরে নামে সে ৷ এরপরই তলিয়ে যায়।

ছাত্রের পরিবারের সদস্য সুকান্ত নায়েক বলেন, "শনিবার স্কুলে কবাডি ক্লাস হওয়ার পর ওরা বাড়িতে না জানিয়ে স্নান করতে যায়। বিকাশ অল্প সাঁতার জানত। ওরা চারজন বন্ধু গিয়েছিল। দু'জন ডুবে গিয়েছিল।" ভদ্রেশ্বর থানার পুলিশ জানিয়েছে, কয়েকজন ছাত্র স্কুল ছুটির পর পুকুরে স্নান করতে নামে। দু'জন ডুবে গিয়েছিল। জল থেকে তোলার পর একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন:

  1. স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেল 3 যুবক, দুটি পৃথক ঘটনায় চাঞ্চল্য হুগলিতে
  2. সমুদ্রে স্নানের সময় স্পিড বোটের আঘাতে গুরুতর আহত পর্যটক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.