সন্দেশখালি, 9 ফেব্রুয়ারি: শান্তি ফিরছে সন্দেশখালিতে ৷ এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে। ক্রমশ স্বাভাবিক হচ্ছে সন্দেশখালি। শুক্রবার রাজ্যের সচিবালয় নবান্নে এমনটাই জানালেন এডিজি (আইন শৃঙ্খলা) মনোজ বর্মা।
তিনি বলেন, "সন্দেশখালিতে এই মুহূর্তে পর্যাপ্ত বাহিনী আছে। সিনিয়ার পুলিশ অফিসারেরা ক্যাম্প করে রয়েছেন। যে ঘটনা ঘটেছে তার তদন্ত চলছে। যাঁরা হিংসার ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদের বিরুদ্ধে আইনানুগভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবারের ঘটনায় এখনও পর্যন্ত 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যে গোটা বিষয়টি তদন্ত করে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
একইসঙ্গে এদিন তিনি আরও বলেন, "কিছু সাধারণ মানুষ অভিযোগ করছেন। আমরা বলছি সেই সমস্ত বিষয় নিয়েও পর্যাপ্ত তদন্ত করা হবে। কোনওভাবেই দোষীরা ছাড়া পাবে না। কারও বিরুদ্ধে যদি কোনও অভিযোগ থাকে তাহলে আমরা বলছি আপনারা পুলিশকে জানান। পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।"
এদিন স্থানীয় মানুষের অভিযোগ নিয়েও এডিজি আইন শৃঙ্খলা মনোজ বর্মাকে প্রশ্ন করা হয় ৷ স্থানীয় বাসিন্দারা নির্দিষ্ট কয়েকজনের গ্রেফতারি দাবি ও এলাকায় শান্তি ফিরিয়ে আনার দাবি জানাচ্ছেন ৷ কিন্তু সেই অভিযুক্তদের খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ এই বিষয়ে এডিজি আইন-শৃঙ্খলা জানিয়েছেন, অভিযোগ এলে তদন্ত করে পুলিশ ব্যবস্থা নেবে।
এদিকে শুক্রবারই সন্দেশখালিকাণ্ডে কেন্দ্রের হস্তক্ষেপ চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। প্রসঙ্গত, গত বুধবার রাত থেকেই তৃণমূলের দুই নেতা শাহজাহান শেখ, শিবু হাজরাদের গ্রেফতারির দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর 24 পরগনার সন্দেশখালি। থানা ঘেরাও থেকে শুরু করে পথ অবরোধ করছেন উত্তেজিত জনতা। সেই বিক্ষোভ অব্যাহত ছিল শুক্রবারও ৷ এমনকী, এক দুষ্কৃতীকে বন্দুক হাতে প্রকাশ্যে ঘুরে বেড়াতেও দেখা যায় ৷ এই ঘটনা নিয়ে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন স্থানীয়রা ৷ এমনই আবহে এলাকায় শান্তি ফিরে আসার কথা জানালেন এডিজি (আইনশৃঙ্খলা) মনোজ বর্মা ৷
আরও পড়ুন:
1. বন্দুক হাতে প্রকাশ্যে সন্দেশখালিতে দাপাদাপি দুষ্কৃতীর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
2. জনরোষের তত্ত্বই কি বুমেরাং হয়ে ফিরল তৃণমূলের দিকে, সন্দেশখালিতে লাগাতার বিক্ষোভে উঠছে প্রশ্ন
3. অশান্ত সন্দেশখালি, শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার তিনটি পোল্ট্রি ফার্মে আগুন ক্ষিপ্ত গ্রামবাসীদের