কলকাতা, 18 অগস্ট: দীর্ঘ অপেক্ষার অবসান ৷ সন্দেশখালির দুই ব্লকে নতুন সভাপতি পেল তৃণমূল ৷ দীর্ঘদিন হল সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান ও তাঁর শাগরেদ শিবু হাজরা সংশোধনাগারে রয়েছেন । তাঁদের গ্রেফতারির পর থেকে এতদিন সন্দেশখালিতে তৃণমূল কংগ্রেসের সংগঠনের মাথায় সেভাবে কেউ ছিল না । অবশেষে সন্দেশখালি এক নম্বর ব্লকের সভাপতির নাম ঘোষণা করল রাজ্যের শাসকদল । একইসঙ্গে সন্দেশখালি দু'নম্বর ব্লকের সভাপতিও পরিবর্তন করল তৃণমূল ।
শাসকদলের তরফ থেকে সন্দেশখালি এক নম্বর ব্লকের নতুন সভাপতি করা হয়েছে পঞ্চায়েত প্রধান মিজানুর রহমানকে । আর দু'নম্বর ব্লক সভাপতি করা হয়েছে জনস্বাস্থ্য বিভাগের কর্মাধ্যক্ষ দিলীপ মল্লিককে । দলীয় সূত্রে খবর, নয়া ব্লক সভাপতি বেছে নেওয়ার ক্ষেত্রে রাজ্যের মন্ত্রী সুজিত বসু এবং সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ।
জানা গিয়েছে, বিধানসভা চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সন্দেশখালিতে গিয়েছিলেন বিধাননগরের বিধায়ক সুজিত বসু এবং অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী । সেখানে উপস্থিত ছিলেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো ৷ বিডিও অফিসে প্রশাসনিক বৈঠক করেন তাঁরা ৷
তৃণমূল সূত্রে খবর, প্রাথমিকভাবে এই বৈঠকেই নির্দিষ্ট হয়ে গিয়েছিল পরবর্তী সময় সন্দেশখালির সাংগঠনিক রদবদলের বিষয়টি । অপেক্ষা ছিল দলীয় শীর্ষ নেতৃত্বের অনুমোদনের । জানা গিয়েছে, ব্লক সভাপতি হিসাবে মিজানুর রহমান ও দিলীপ মল্লিক এই দুই নামে অনুমোদন দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি । সেই মতোই পরবর্তী পর্যায়ে দুই ব্লকের সভাপতির নাম ঘোষণা করা হয়েছে ।
প্রসঙ্গত, লোকসভা নির্বাচন পূর্ববর্তী সময় উত্তপ্ত হয়ে ওঠে সুন্দরবন লাগোয়া উত্তর 24 পরগনার সন্দেশখালি । রাজ্য রাজনীতি উত্তাল হয় শেখ শাহজাহান এবং সেখানে নারীদের উপর নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে । এরপরই তৃণমূল নেতা শেখ শাহজাহান ও শিবু হাজরাকে দলের সমস্ত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় । পরবর্তীতে তাঁরা গ্রেফতারও হন । তবে লাগাতার বিক্ষোভ এবং পরবর্তী সময়ে নির্বাচনের কারণে সাংগঠনিকভাবে এই জায়গায় পদগুলি ফাঁকাই ছিল । এবার আবার ওই পদে নতুন করে দু'জনকে বসানো হল ।