ETV Bharat / state

দেশের জার্সিতে মায়ানমারে শালবনির মৌসুমী, আশায় বুক বাঁধছে জঙ্গলমহল - India women football team - INDIA WOMEN FOOTBALL TEAM

Indian Woman Footballer Success Story: মায়ানমারে ফিফা টুর্নামেন্টে খেলছে ভারতীয় মহিলা দল ৷ এই দলে রয়েছেন শালবনির মৌসুমী মুর্মু ৷ সিভিক ভলেন্টিয়ার কন্যের জয়ের আশায় বুক বাঁধছে জঙ্গলমহল ৷ কেমন ছিল চাষির ঘর থেকে প্রথমবর্ষের ছাত্রীর ভারতীয় ফুটবলার হওয়ায় জার্নি ৷

Indian Woman Footballer
ভারতীয় ফুটবলার মৌসুমী মুর্মু (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 11, 2024, 7:58 PM IST

শালবনি, 11 জুলাই: ভারতের জার্সিতে বিশ্ব মাতাচ্ছেন শালবনির মেয়ে ৷ ছোট্ট গ্রাম থেকে বিদেশে স্বপ্নের উড়ান বছর কুড়ির মৌসুমী মুর্মুর ৷ মায়ানমারে ফিফা আন্তর্জাতিক প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলছে ভারতীয় মহিলা দল ৷ সেই দলে রয়েছেন জঙ্গলমহল মৌসুমী ৷ বিদেশে মাটিতে মিডফিল্ডার হিসেবে নিজের প্রতিভা তুলে ধরছেন মৌসুমী। গর্বিত ছোটবেলার কোচ থেকে তাঁর মা ৷

মৌসুমী মুর্মুর জয়ের জন্য আশাবাদী পরিবার (নিজস্ব ছবি)

মৌসুমীর ছোটবেলার কোচ নারায়ণ সিং বলেন," যা অন্যরা পারেনি তাই করে দেখিয়েছে মৌসুমী ৷ সে একটা সময় জঙ্গলমহল থেকে কলকাতায় খেলতে গিয়েছিল ৷ সেটাই আমাদের কাছে বিরাট ব্যাপার ছিল। আজকে সে মায়ানমারে গিয়ে ভারতের হয়ে খেলছে ৷ আমাদের কাছে অবশ্যই তা গর্বের বিষয় । আমরা সব সময় ওর পাশে রয়েছি ।"

Indian Woman Footballer
শ্রীভূমি ফুটবল ক্লাবের হয়েও খেলেছেন শালবনির মেয়ে (নিজস্ব ছবি)

মৌসুমির মা আরতি মুর্মুর কথায়,"মেয়ে বিদেশে গিয়ে ফুটবল খেলছে ৷ এই অনুভূতি বলে বোঝানো যাবে না ৷ খুব ভালো লাগছে আমাদের ৷ ওর জন্য আমরা গর্বিত। এর কৃতিত্ব ওর ছোটবেলার কোচকে দিতে চাই ৷ তবে আমাদের মতো দিন-আনা দিন-খাওয়া মানুষের কাছে এটা বড় ব্যাপার ৷ আমাদের মেয়ে ভারতীয় দলের হয়ে ফুটবল খেলছে, এটা ভাবতেই অবাক লাগচ্ছে। আমরা চাই, মৌসুমী দেশের হয়ে কাপ নিয়ে আসুক ।"

পশ্চিম মেদিনীপুরের শালবনি ব্লকের তিলখুলার বাসিন্দা মৌসুমী মুর্মু। বাড়িতে ছোট থেকে খেলার পরিবেশ তাঁর । বাবা পেশায় চাষি ৷ তবে তিনিও একসময় ফুটবল খেলতেন। মৌসুমীরা দুই বোন এবং এক ভাই। মৌসুমীর দিদি মৌমিতাও একসময় ফুটবল খেলেছেন ৷ দাদা সুব্রতও ফুটবল খেলেন। মৌসুমীর ছোট থেকেই ফুটবলের প্রতি ভালোবাসা। সেই থেকেই পায়ে ফুটবল নিয়ে জালে জড়াতে শুরু করেন তিনি। ষষ্ঠ শ্রেণি থেকে শুরু হয় ফুটবল চর্চা ৷ তারপর থেকে ক্রমাগত লড়াই চালিয়ে আজ এই জায়গায় পৌঁছেছেন তিনি ৷

Indian Woman Footballer
ইস্টবেঙ্গল জার্সিতে কন্যাশ্রী কাপ খেলেছেন মৌসুমী মুর্মু (নিজস্ব ছবি)

অভাবের সংসারে বড় হয়ে ওঠা মৌসুমী ইস্টবেঙ্গল জার্সিতে কন্যাশ্রী কাপ খেলেছেন। শালবনির এই মেয়ে কলকাতার শ্রীভূমি ফুটবল ক্লাবের হয়েও নিজের প্রতিভা তুলে ধরেন। যদিও বর্তমানে মৌসুমী শালবনি পুলিশ স্টেশনে সিভিক পদে কর্মরত । তাঁর কৃতিত্বে খুশি সহকর্মীরাও ৷ মৌসুমির বন্ধু তথা সহকর্মী তারজুনা মণ্ডল বলেন, "মৌসুমী ভারতের হয়ে গোল করুক, এটাই আমরা চাই। অপেক্ষা করে আছি সেই দিনের জন্য। ওর জন্য আমরা খুব খুশি ৷"

ফুটবলের পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন মৌসুমী ৷ বর্তমানে বেসরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্রী। শালবনি থেকে সুদূর মায়ানমারে পাড়ি দেওয়া চাষির মেয়ের কৃতিত্বে খুশির হাওয়া জেলাজুড়ে। শুক্রবার ফের মাঠে নামছে ভারতীয় দল ৷ এই ম্যাচে মৌসুমী মাঠে দাপিয়ে বেড়াবেন ৷ যা দেখতে মুখিয়ে রয়েছে তাঁর পরিবার থেকে শালবনির মানুষ ৷ প্রথম ম্যাচে মায়ানমারের কাছে 1-2 গোলে হারে ভারত ৷

শালবনি, 11 জুলাই: ভারতের জার্সিতে বিশ্ব মাতাচ্ছেন শালবনির মেয়ে ৷ ছোট্ট গ্রাম থেকে বিদেশে স্বপ্নের উড়ান বছর কুড়ির মৌসুমী মুর্মুর ৷ মায়ানমারে ফিফা আন্তর্জাতিক প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলছে ভারতীয় মহিলা দল ৷ সেই দলে রয়েছেন জঙ্গলমহল মৌসুমী ৷ বিদেশে মাটিতে মিডফিল্ডার হিসেবে নিজের প্রতিভা তুলে ধরছেন মৌসুমী। গর্বিত ছোটবেলার কোচ থেকে তাঁর মা ৷

মৌসুমী মুর্মুর জয়ের জন্য আশাবাদী পরিবার (নিজস্ব ছবি)

মৌসুমীর ছোটবেলার কোচ নারায়ণ সিং বলেন," যা অন্যরা পারেনি তাই করে দেখিয়েছে মৌসুমী ৷ সে একটা সময় জঙ্গলমহল থেকে কলকাতায় খেলতে গিয়েছিল ৷ সেটাই আমাদের কাছে বিরাট ব্যাপার ছিল। আজকে সে মায়ানমারে গিয়ে ভারতের হয়ে খেলছে ৷ আমাদের কাছে অবশ্যই তা গর্বের বিষয় । আমরা সব সময় ওর পাশে রয়েছি ।"

Indian Woman Footballer
শ্রীভূমি ফুটবল ক্লাবের হয়েও খেলেছেন শালবনির মেয়ে (নিজস্ব ছবি)

মৌসুমির মা আরতি মুর্মুর কথায়,"মেয়ে বিদেশে গিয়ে ফুটবল খেলছে ৷ এই অনুভূতি বলে বোঝানো যাবে না ৷ খুব ভালো লাগছে আমাদের ৷ ওর জন্য আমরা গর্বিত। এর কৃতিত্ব ওর ছোটবেলার কোচকে দিতে চাই ৷ তবে আমাদের মতো দিন-আনা দিন-খাওয়া মানুষের কাছে এটা বড় ব্যাপার ৷ আমাদের মেয়ে ভারতীয় দলের হয়ে ফুটবল খেলছে, এটা ভাবতেই অবাক লাগচ্ছে। আমরা চাই, মৌসুমী দেশের হয়ে কাপ নিয়ে আসুক ।"

পশ্চিম মেদিনীপুরের শালবনি ব্লকের তিলখুলার বাসিন্দা মৌসুমী মুর্মু। বাড়িতে ছোট থেকে খেলার পরিবেশ তাঁর । বাবা পেশায় চাষি ৷ তবে তিনিও একসময় ফুটবল খেলতেন। মৌসুমীরা দুই বোন এবং এক ভাই। মৌসুমীর দিদি মৌমিতাও একসময় ফুটবল খেলেছেন ৷ দাদা সুব্রতও ফুটবল খেলেন। মৌসুমীর ছোট থেকেই ফুটবলের প্রতি ভালোবাসা। সেই থেকেই পায়ে ফুটবল নিয়ে জালে জড়াতে শুরু করেন তিনি। ষষ্ঠ শ্রেণি থেকে শুরু হয় ফুটবল চর্চা ৷ তারপর থেকে ক্রমাগত লড়াই চালিয়ে আজ এই জায়গায় পৌঁছেছেন তিনি ৷

Indian Woman Footballer
ইস্টবেঙ্গল জার্সিতে কন্যাশ্রী কাপ খেলেছেন মৌসুমী মুর্মু (নিজস্ব ছবি)

অভাবের সংসারে বড় হয়ে ওঠা মৌসুমী ইস্টবেঙ্গল জার্সিতে কন্যাশ্রী কাপ খেলেছেন। শালবনির এই মেয়ে কলকাতার শ্রীভূমি ফুটবল ক্লাবের হয়েও নিজের প্রতিভা তুলে ধরেন। যদিও বর্তমানে মৌসুমী শালবনি পুলিশ স্টেশনে সিভিক পদে কর্মরত । তাঁর কৃতিত্বে খুশি সহকর্মীরাও ৷ মৌসুমির বন্ধু তথা সহকর্মী তারজুনা মণ্ডল বলেন, "মৌসুমী ভারতের হয়ে গোল করুক, এটাই আমরা চাই। অপেক্ষা করে আছি সেই দিনের জন্য। ওর জন্য আমরা খুব খুশি ৷"

ফুটবলের পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন মৌসুমী ৷ বর্তমানে বেসরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্রী। শালবনি থেকে সুদূর মায়ানমারে পাড়ি দেওয়া চাষির মেয়ের কৃতিত্বে খুশির হাওয়া জেলাজুড়ে। শুক্রবার ফের মাঠে নামছে ভারতীয় দল ৷ এই ম্যাচে মৌসুমী মাঠে দাপিয়ে বেড়াবেন ৷ যা দেখতে মুখিয়ে রয়েছে তাঁর পরিবার থেকে শালবনির মানুষ ৷ প্রথম ম্যাচে মায়ানমারের কাছে 1-2 গোলে হারে ভারত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.