আসানসোল, 24 অগস্ট: রাজ্যে বড়সড় বিনিয়োগ করছে সেইল ৷ প্রায় 35 হাজার কোটি টাকা বিনিয়োগে সেইলের ইস্পাত কারখানা ইস্কোর সম্প্রসারণ ও আধুনিকীকরণের কাজ দ্রুত শুরু হবে ৷ এই বিনিয়োগ হলে দেশের অন্যতম বৃহৎ ইস্পাত কারখানার তকমা পাবে ইস্কো কারখানার ৷ এই আধুনিকীকরণ ও সম্প্রসারণ হলে ইস্কো কারখানার উৎপাদন বেড়ে দাঁড়াবে 7.1 মিলিয়ন টন ৷ পরিকল্পনা মাফিক চললে পুজোর পর থেকেই ইস্কো কারখানার আধুনিকীকরণ ও সম্প্রসারণের কাজ শুরু হবে ৷
দেশ যত এগিয়ে চলেছে ততই ইস্পাতের চাহিদা বাড়ছে ৷ বাড়তে থাকা শিল্প ও নির্মাণ ক্ষেত্রে ইস্পাতের চাহিদা এখন আকাশ ছোঁয়া ৷ আর সেই কারণেই এই বিপুল পরিমাণ চাহিদার জোগান দিতে দেশে ইস্পাতের উৎপাদন বৃদ্ধিতে নজর দিচ্ছে সংস্থাগুলি ৷ সেইরকমই সেইলের বার্নপুরের আইএসপি বা বার্নপুর ইস্কো কারখানার সম্প্রসারণ ও আধুনিকীকরণের পরিকল্পনা নেওয়া হয়েছে ৷ 35 হাজার কোটি টাকা ব্যয়ে এই আধুনিকীকরণ ও সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে সেইল ৷ ইতিমধ্যেই, এই প্রকল্পের জন্য জন শুনানির কাজ শেষ হয়েছে ৷
জন শুনানিতে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে বর্তমানে বার্নপুর ইস্কো কারখানার ইস্পাত উৎপাদনের ক্ষমতা সর্বোচ্চ 3 মিলিয়ন টন ৷ আধুনিকীকরণ ও সম্প্রসারণ হলে কারখানার উৎপাদন ক্ষমতা আরও 4 মিলিয়ন টন বৃদ্ধি পাবে ৷ তখন সেইল আইএসপি-র মোট ইস্পাত উৎপাদন ক্ষমতা বেড়ে হবে 7.1 মিলিয়ন টন ৷ যার ফলে ভারতের অন্যতম বৃহৎ ইস্পাত কারখানা হিসেবে চিহ্নিত হবে ইস্কো ৷
ইস্কো কারখানার সম্প্রসারণের জন্য এই 35 হাজার কোটি টাকা বিনিয়োগে খুশির রাজ্য সরকারও ৷ আগামী বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে ইস্কো কারখানা কর্তৃপক্ষের যোগদান বিশেষভাবে চাইছে রাজ্য সরকার ৷ ইস্কো কারখানার এক্সিকিউটিভ ডিরেক্টর (প্রজেক্ট) সুরজিৎ মিশ্র জানিয়েছেন, "শুধুই উৎপাদন নয়, উৎপাদনের পাশাপাশি দূষণ প্রতিরোধে বড় ধরনের পদক্ষেপ নিতে চলেছে ইস্কো কর্তৃপক্ষ ৷ এর পাশাপাশি কারখানার পাঁচ কিলোমিটারের মধ্যে সিএসআর প্রজেক্টর মাধ্যমে রাস্তা, সৌর বিদ্যুতায়ন, পানীয় জল, স্কুল, কমিউনিটি সেন্টার-সহ অন্যান্য আরও নানান উন্নয়নমুখী প্রকল্প নেওয়া হবে ৷"
আধুনিকীকরণের এই প্রকল্প বাস্তবায়িত হলেই আসানসোলের বার্নপুর শহরের চেহারা বদলে যাবে বলে মত বিশেষজ্ঞমহলের ৷ একদিকে কর্মসংস্থান, অন্যদিকে উন্নয়ন, দুই একসঙ্গে হবে ৷ রাস্তাঘাট থেকে শুরু করে শহরের উন্নয়ন, আর্থ-সামাজিক উন্নতি ৷ সম্পূর্ণ এক অন্যদিন আসবে বলে মনে করছে আসানসোল শহরের বাসিন্দারা ৷