পশ্চিম মেদিনীপুর, 17 মে: ভোটের প্রচারে কুকথা বা বিতর্কিত কথায় লাগাম টানা কার্যত অসম্ভব হয়ে উঠছে ! ডান-বাম দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে সুর চড়াতে গিয়ে বার বারই ব্যক্তিগত স্তরে আক্রমণ করে বসছেন ৷ এ নিয়ে নির্বাচন কমিশনেও জমা পড়েছে একাধিক অভিযোগ ৷ দিলীপ ঘোষ, অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের পর এবার সেই তালিকায় নাম জুড়ল বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের ৷ সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে আক্রমণ করতে গিয়ে তাঁর বৈবাহিক স্থিতি এমনকী মাতৃত্ব নিয়েও প্রশ্ন তুললেন রুদ্রনীল ঘোষ ৷ এই নিয়ে রাজ্য-রাজনীতিতে ফের শুরু হয়েছে বিতর্ক ৷
আরামবাগ লোকসভায় বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগারের হয়ে প্রচারে গিয়েছিলেন রুদ্রনীল ৷ সেখানে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে বেনজির আক্রমণ করেন তিনি। প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "আপনি তো মা হননি, সংসার করেননি, তাই বাংলার মা-বোনদের যন্ত্রণা এবং সংসারের যন্ত্রণা আপনি কী বুঝবেন ! আর তাই জ্ঞান দেবেন না।" এখানেই শেষ নয়, বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ বলেন, "আপনি তো বিয়ে করেননি, তাই মা হওয়া কী জিনিস, সংসার কী জিনিস, তা আপনি বুঝবেন না।" প্রসঙ্গত, মেদিনীপুর জেলার শেষ প্রান্ত চন্দ্রকোনার একটা অংশ রয়েছে আরামবাগ লোকসভার, যার ভোট আগামী 20 মে। উল্লেখ্য, আরামবাগ লোকসভার শেষ প্রচার 18 মে ৷ আর এই আরামবাগ লোকসভার বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগারের হয়ে প্রচারে এসেছিলেন রুদ্রনীল।
মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ করেন বিজেপি নেতা। বাংলার মা-বোনদের নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় আপনি তো মা হলেন না, তাই মায়েরা কেমন করে সংসার চালাবে, তাদের কাছে হাতা আর খুন্তির গুরুত্ব কী, আপনি কী করে জানবেন ? আপনাকে আমি অসম্মান করছি না। আমি যেমন বিয়ে করিনি তাই বাবা হওয়ার যন্ত্রণা কী জানি না এবং এই বাবা হওয়ার যন্ত্রণা নিয়ে কাউকে জ্ঞান দিই না। আপনি নিজে মা হননি, তাই মা না হয়ে পশ্চিমবঙ্গের মায়েদের নিয়ে কিছু বললে রাজ্যের মায়েরা কড়ায় গন্ডায় হিসাব দিয়ে দেবে।"
তবে এই প্রথম নয়, এর আগে মুখ্যমন্ত্রীর উদ্দেশে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠেছিল বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধে ৷ সে সময় তা নিয়ে নির্বাচন কমিশনের পাশাপাশি খোদ বিজেপির তরফেও দিলীপকে সতর্ক করা হয়েছিল ৷ সেই রেশ কাটতে না কাটতে ফের মমতাকে কুরুচিকর আক্রমণ করলেন রুদ্রনীল ঘোষ ৷
আরও পড়ুন
ফের শিরোনামে শীতলকুচি, গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান
লক্ষ্য শান্তিপূর্ণ নির্বাচন, পঞ্চম দফায় রাজ্যে আসছে আরও 37 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী