রানিগঞ্জ, 9 জুন: ভরদুপুরে রানিগঞ্জে অভিজাত সোনার দোকানে ডাকাতি। সিসিটিভি ফুটেজে ধরা পড়ল গোটা ঘটনাটি ৷ আগ্নেয়াস্ত্র নিয়ে একটি ডাকাত দল সোনার দোকানে ঢুকে পড়ে। ডাকাতি রুখতে পুলিশ ডাকাত দলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পালটা গুলি চালায় দুষ্কৃতীরাও । পুলিশের ছোঁড়া গুলিতে একজন দুষ্কৃতী আহত হয়েছে বলে খবর । যদিও ডাকাত দলটি একটি সোনা ভরতি ব্যাগ নিয়ে উধাও হয়ে যায় ।
জানা গিয়েছে, রানিগঞ্জের তার বাংলা এলাকায় 60 নম্বর জাতীয় সড়কের উপরেই একটি অভিজাত সোনার দোকান রয়েছে । রবিবার দুপুরে 8 সদস্যের ডাকাত দল ওই দোকানে ঢুকে পড়ে । প্রথমেই তারা দোকানে নিরাপত্তাররক্ষীর মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁর আগ্নেয়াস্ত্র কেড়ে নেয় । এরপর দোকানের ভেতরে ঢুকে তারা লুটপাট চালাতে শুরু করে ।
এই লুটপাট চলাকালীন 10-15 মিনিটের মধ্যেই রানিগঞ্জ থানার পুলিশ খবর পেয়ে তৎক্ষণাৎ দোকানের সামনে চলে যান। পুলিশকে দেখেই ডাকাত দলটি পালানোর চেষ্টা করে। সেই সময় পুলিশ ডাকাত দলটি লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। পুলিশ ডাকাত দলকে লক্ষ্য করে গুলি চালালে ডাকাত দল পালটা গুলি ছোড়ে। দু'পক্ষের মধ্যে গুলির লড়াইয়ে জখম হয় এক দুষ্কৃতী। মুহূর্তে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ।
পুলিশ সূত্রে খবর, পুলিশের ছোড়া গুলিতে এক দুষ্কৃতী আহত হয়েছে । তবে দুষ্কৃতীদের ধরা যায়নি । স্থানীয় রাজীব চট্টোপাধ্যায়ের কথায়, দুষ্কৃতীরা সোনা ভরতি একটি ব্যাগ নিয়ে উধাও হয়ে যায় । দুষ্কৃতীরা হিন্দিতে কথা বলছিল বলে দোকানের কর্মীরা জানিয়েছেন এবং সকলের বয়স কুড়ি থেকে বাইশ বছরের মধ্যে বলেও জানা গিয়েছে । স্থায়ী ব্যবসায়ী মোহন পণ্ডিত জানান, মোটর সাইকেলে চেপে দুষ্কৃতীরা এসেছিল। রানিগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই রাজ্য ও জেলার সীমায় নাকা পয়েন্টগুলিতে খবর দেওয়া হয়েছে । সব জায়গায় তল্লাশি শুরু হয়েছে । পাশাপাশি স্থানীয় হাসপাতাল গুলির দিকে নজর রাখছে পুলিশ। পুলিশের আশা খুব তাড়াতাড়ি দুষ্কৃতীরা ধরা পড়বে।