ETV Bharat / state

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি, খোয়া গেল 4 কেজি সোনা-রুপো - robbery in Uttar Dinajpur

Robbery Incident in Uttar Dinajpur: দুঃসাহসিক ডাকাতি স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ৷ সোমবার উত্তর দিনাজপুরের ডালখোলা থানার সূর্যাপুর 2নম্বর পঞ্চায়েতের লালগঞ্জ সংলগ্ন এলাকার ঘটনা ৷ এদিন এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়ি থেকে 4 কেজি সোনা-রুপো নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।

Robbery Incident in Uttar Dinajpur
স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 12, 2024, 10:30 PM IST

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি

রায়গঞ্জ, 12মার্চ: স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি ৷ সোমবার উত্তর দিনাজপুরের ডালখোলা থানার সূর্যাপুর 2 নম্বর পঞ্চায়েতের লালগঞ্জ এলাকার ঘটনা ৷ সোমবার রাত 11.30 মিনিট নাগাদ ওই স্থানীয় ব্যবসায়ী লালবাবু কর্মকারের বাড়িতে হামলা চালায় 20 জন সশস্ত্র ডাকাতের একটি দল ৷ এখনও ঘটনার পর দীর্ঘ সময় কেটে গেলেও অধরা ডাকাতরা ৷

সূত্রের খবর, সোমবার রাতে বাড়ির ছাদে উঠেছিলেন ওই ব্যবসায়ী ৷ সেই সময়েই দেখেন কয়েকজন ব্যক্তি তাঁর বাড়ির ছাদে ঘোরাঘুরি করছে ৷ বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি ছাদের দরজা বন্ধ করতে যান ৷ সেই সময়েই দুষ্কৃতীদের নজরে পডে বিষয়টি ৷ ওই ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখিয়ে বাড়িতে থাকা নগদ টাকা, সোনা-রুপোর অলঙ্কার লুট করেন চম্পট দেয় । দুষ্কৃতীদের সকলেরই মুখ ঢাকা থাকায় তাদের কাউকেই চিহ্নিত করতে পারেনি ওই স্বর্ণ ব্যবসায়ী । তবে দুষ্কৃতীরা হিন্দিতে কথাবার্তা বলছিল বলে পুলিশের কাছে জানিয়েছেন ৷ দুষ্কৃতীদের মারধোরের চোটে জখম হয়েছে পরিবারের কয়েকজন ।

এলাকায় ডাকাতির খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় ডালখোলা ও চাকুলিয়া থানার পুলিশ ৷ ওই পরিবারোর পক্ষ থেকে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ জানা গিয়েছে প্রায় 4 কেজি সোনা-রূপো নিয়ে চম্পট দিয়েছেন দুষ্কৃতীরা ৷ এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এলাকায় স্বর্ণব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা প্রকাশ্যে আসায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় ৷ অন্যদিকে এই ডাকাতির ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে। এলাকাটি থেকে থানা অনেকটা দূরে হওয়ায় বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে এলাকায় পুলিশক্যাম্প তৈরির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা । যাতে ডাকাতরা দ্রুত ধরা পড়েন সেই অনুরোধ করেন পুলিশের কাছে ৷

আরও পড়ুন:

  1. কাটোয়ায় সোনার দোকানে ডাকাতির ঘটনায় জড়িত উত্তরপ্রদেশের গ্যাং, তদন্তে জানাল পুলিশ
  2. চাঁচলের পর বুলবুলচণ্ডী, সোনার দোকান ফাঁকা করে পালাল সশস্ত্র ডাকাতদল
  3. বীমার মোটা টাকা হাতাতে দোকানে ভুয়ো ডাকাতির গল্প ফাঁদলেন মালিক

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি

রায়গঞ্জ, 12মার্চ: স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি ৷ সোমবার উত্তর দিনাজপুরের ডালখোলা থানার সূর্যাপুর 2 নম্বর পঞ্চায়েতের লালগঞ্জ এলাকার ঘটনা ৷ সোমবার রাত 11.30 মিনিট নাগাদ ওই স্থানীয় ব্যবসায়ী লালবাবু কর্মকারের বাড়িতে হামলা চালায় 20 জন সশস্ত্র ডাকাতের একটি দল ৷ এখনও ঘটনার পর দীর্ঘ সময় কেটে গেলেও অধরা ডাকাতরা ৷

সূত্রের খবর, সোমবার রাতে বাড়ির ছাদে উঠেছিলেন ওই ব্যবসায়ী ৷ সেই সময়েই দেখেন কয়েকজন ব্যক্তি তাঁর বাড়ির ছাদে ঘোরাঘুরি করছে ৷ বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি ছাদের দরজা বন্ধ করতে যান ৷ সেই সময়েই দুষ্কৃতীদের নজরে পডে বিষয়টি ৷ ওই ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখিয়ে বাড়িতে থাকা নগদ টাকা, সোনা-রুপোর অলঙ্কার লুট করেন চম্পট দেয় । দুষ্কৃতীদের সকলেরই মুখ ঢাকা থাকায় তাদের কাউকেই চিহ্নিত করতে পারেনি ওই স্বর্ণ ব্যবসায়ী । তবে দুষ্কৃতীরা হিন্দিতে কথাবার্তা বলছিল বলে পুলিশের কাছে জানিয়েছেন ৷ দুষ্কৃতীদের মারধোরের চোটে জখম হয়েছে পরিবারের কয়েকজন ।

এলাকায় ডাকাতির খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় ডালখোলা ও চাকুলিয়া থানার পুলিশ ৷ ওই পরিবারোর পক্ষ থেকে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ জানা গিয়েছে প্রায় 4 কেজি সোনা-রূপো নিয়ে চম্পট দিয়েছেন দুষ্কৃতীরা ৷ এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এলাকায় স্বর্ণব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা প্রকাশ্যে আসায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় ৷ অন্যদিকে এই ডাকাতির ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে। এলাকাটি থেকে থানা অনেকটা দূরে হওয়ায় বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে এলাকায় পুলিশক্যাম্প তৈরির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা । যাতে ডাকাতরা দ্রুত ধরা পড়েন সেই অনুরোধ করেন পুলিশের কাছে ৷

আরও পড়ুন:

  1. কাটোয়ায় সোনার দোকানে ডাকাতির ঘটনায় জড়িত উত্তরপ্রদেশের গ্যাং, তদন্তে জানাল পুলিশ
  2. চাঁচলের পর বুলবুলচণ্ডী, সোনার দোকান ফাঁকা করে পালাল সশস্ত্র ডাকাতদল
  3. বীমার মোটা টাকা হাতাতে দোকানে ভুয়ো ডাকাতির গল্প ফাঁদলেন মালিক
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.