রায়গঞ্জ, 12মার্চ: স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি ৷ সোমবার উত্তর দিনাজপুরের ডালখোলা থানার সূর্যাপুর 2 নম্বর পঞ্চায়েতের লালগঞ্জ এলাকার ঘটনা ৷ সোমবার রাত 11.30 মিনিট নাগাদ ওই স্থানীয় ব্যবসায়ী লালবাবু কর্মকারের বাড়িতে হামলা চালায় 20 জন সশস্ত্র ডাকাতের একটি দল ৷ এখনও ঘটনার পর দীর্ঘ সময় কেটে গেলেও অধরা ডাকাতরা ৷
সূত্রের খবর, সোমবার রাতে বাড়ির ছাদে উঠেছিলেন ওই ব্যবসায়ী ৷ সেই সময়েই দেখেন কয়েকজন ব্যক্তি তাঁর বাড়ির ছাদে ঘোরাঘুরি করছে ৷ বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি ছাদের দরজা বন্ধ করতে যান ৷ সেই সময়েই দুষ্কৃতীদের নজরে পডে বিষয়টি ৷ ওই ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখিয়ে বাড়িতে থাকা নগদ টাকা, সোনা-রুপোর অলঙ্কার লুট করেন চম্পট দেয় । দুষ্কৃতীদের সকলেরই মুখ ঢাকা থাকায় তাদের কাউকেই চিহ্নিত করতে পারেনি ওই স্বর্ণ ব্যবসায়ী । তবে দুষ্কৃতীরা হিন্দিতে কথাবার্তা বলছিল বলে পুলিশের কাছে জানিয়েছেন ৷ দুষ্কৃতীদের মারধোরের চোটে জখম হয়েছে পরিবারের কয়েকজন ।
এলাকায় ডাকাতির খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় ডালখোলা ও চাকুলিয়া থানার পুলিশ ৷ ওই পরিবারোর পক্ষ থেকে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ জানা গিয়েছে প্রায় 4 কেজি সোনা-রূপো নিয়ে চম্পট দিয়েছেন দুষ্কৃতীরা ৷ এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এলাকায় স্বর্ণব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা প্রকাশ্যে আসায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় ৷ অন্যদিকে এই ডাকাতির ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে। এলাকাটি থেকে থানা অনেকটা দূরে হওয়ায় বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে এলাকায় পুলিশক্যাম্প তৈরির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা । যাতে ডাকাতরা দ্রুত ধরা পড়েন সেই অনুরোধ করেন পুলিশের কাছে ৷
আরও পড়ুন: