ETV Bharat / state

'আমার সঙ্গে এই দুর্নীতির কোনও যোগ নেই', ইডি কার্যালয় থেকে বেরিয়ে মন্তব্য অভিনেত্রী ঋতুপর্ণার - Rituparna Sengupta ED Interrogation - RITUPARNA SENGUPTA ED INTERROGATION

Rituparna Sengupta: রেশন দুর্নীতি মামলায় ইডির কাছে হাজিরা দিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ সাড়ে 5 ঘণ্টা পর ইডির কার্যালয় থেকে বেরন অভিনেত্রী ৷ তিনি তদন্তে সহযোগিতা করেছেন বলে জানান ৷

Rituparna Sengupta after ED interrogation on Ration Scam
ইডি কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি ঋতুপর্ণা সেনগুপ্ত (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 19, 2024, 8:24 PM IST

Updated : Jun 19, 2024, 8:49 PM IST

কলকাতা, 19 জুন: রেশন দুর্নীতি মামল সাড়ে পাঁচ ঘণ্টা পর ইডি দফতর থেকে বেরলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ মঙ্গলবার তিনি সাংবাদিকদের বলেন, "আমার কাছ থেকে কিছু নথিপত্র চাওয়া হয়েছিল ৷ আমি সেসব দিয়ে দিয়েছি ৷"

ইডি জেরার পর সাংবাদিকদের মুখোমুখি ঋতুপর্ণা সেনগুপ্ত (ইটিভি ভারত)

রেশন বণ্টন দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট তলব করেছিল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ৷ এর আগে 5 জুন ইডি সমন পাঠিয়ে তাঁকে তলব করেছিল ৷ তবে সেবার তিনি বিদেশে ছিলেন বলে হাজিরা দিতে পারেননি ৷ রেশন দুর্নীতি তদন্তে নেমে ইডি আধিকারিকরা জানতে পেরেছেন বিভিন্ন প্রভাবশালী এবং ব্যবসায়ীদের কাছ থেকে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর ব্যাঙ্কের ট্রানজাকশন হয়েছিল ৷

এদিন ইডির জেরা শেষ হওয়ার পর অভিনেত্রী বলেন, "ইডি তাদের তদন্তে সহযোগিতার জন্য কিছু নথিপত্র জমা দিতে বলেছিল ৷ আমি সেসব দিয়েছি ৷ তাঁরা আমার সহযোগিতায় খুশি ৷ এই দুর্নীতির সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই ৷ ওনারাও (আধিকারিকরা) সহযোগিতা করেছেন ৷ আমিও সহযোগিতা করেছি ৷" ঋতুপর্ণা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক লেনদেন বিষয়ে কিছু বলতে চাননি ৷ তিনি বলেন, "এর থেকে বেশি কিছু আমার পক্ষে বলা সম্ভব নয় ৷"

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের আইনজীবী বিপ্লব গোস্বামী জানান, অভিনেত্রীকে যে সমন পাঠানো হয়েছিল, তার সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে কোনও সম্পর্ক নেই ৷ তিনি বলেন, "ঋতুপর্ণা সেনগুপ্তর অ্যাকাউন্টে এসেছে, তার থেকে সম্পূর্ণ আলাদা বিষয় নিয়ে ডাকা হয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তকে ৷"

রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা প্রথমে উত্তর 24 পরগনার ব্যবসায়ী বলে পরিচিত বাকিবুর রহমানকে গ্রেফতার করে ৷ পরে তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককেও গ্রেফতার করা হয় ৷ রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীকে গ্রেফতারের পরে সন্দেশখালির বেতাজ বাদশা তথা প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহানের নাম পেয়েছিলেন তদন্তকারীরা ৷

কলকাতা, 19 জুন: রেশন দুর্নীতি মামল সাড়ে পাঁচ ঘণ্টা পর ইডি দফতর থেকে বেরলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ মঙ্গলবার তিনি সাংবাদিকদের বলেন, "আমার কাছ থেকে কিছু নথিপত্র চাওয়া হয়েছিল ৷ আমি সেসব দিয়ে দিয়েছি ৷"

ইডি জেরার পর সাংবাদিকদের মুখোমুখি ঋতুপর্ণা সেনগুপ্ত (ইটিভি ভারত)

রেশন বণ্টন দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট তলব করেছিল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ৷ এর আগে 5 জুন ইডি সমন পাঠিয়ে তাঁকে তলব করেছিল ৷ তবে সেবার তিনি বিদেশে ছিলেন বলে হাজিরা দিতে পারেননি ৷ রেশন দুর্নীতি তদন্তে নেমে ইডি আধিকারিকরা জানতে পেরেছেন বিভিন্ন প্রভাবশালী এবং ব্যবসায়ীদের কাছ থেকে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর ব্যাঙ্কের ট্রানজাকশন হয়েছিল ৷

এদিন ইডির জেরা শেষ হওয়ার পর অভিনেত্রী বলেন, "ইডি তাদের তদন্তে সহযোগিতার জন্য কিছু নথিপত্র জমা দিতে বলেছিল ৷ আমি সেসব দিয়েছি ৷ তাঁরা আমার সহযোগিতায় খুশি ৷ এই দুর্নীতির সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই ৷ ওনারাও (আধিকারিকরা) সহযোগিতা করেছেন ৷ আমিও সহযোগিতা করেছি ৷" ঋতুপর্ণা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক লেনদেন বিষয়ে কিছু বলতে চাননি ৷ তিনি বলেন, "এর থেকে বেশি কিছু আমার পক্ষে বলা সম্ভব নয় ৷"

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের আইনজীবী বিপ্লব গোস্বামী জানান, অভিনেত্রীকে যে সমন পাঠানো হয়েছিল, তার সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে কোনও সম্পর্ক নেই ৷ তিনি বলেন, "ঋতুপর্ণা সেনগুপ্তর অ্যাকাউন্টে এসেছে, তার থেকে সম্পূর্ণ আলাদা বিষয় নিয়ে ডাকা হয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তকে ৷"

রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা প্রথমে উত্তর 24 পরগনার ব্যবসায়ী বলে পরিচিত বাকিবুর রহমানকে গ্রেফতার করে ৷ পরে তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককেও গ্রেফতার করা হয় ৷ রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীকে গ্রেফতারের পরে সন্দেশখালির বেতাজ বাদশা তথা প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহানের নাম পেয়েছিলেন তদন্তকারীরা ৷

Last Updated : Jun 19, 2024, 8:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.