ETV Bharat / state

চুক্তিভিত্তিক কর্মীদের জন্য নয়া নির্দেশ আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে - RG Kar Hospital New Order - RG KAR HOSPITAL NEW ORDER

RG Kar Medical College and Hospital New Order for Hospital Staffs: মহিলা চিকিৎসকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় হাসপাতালের মধ্যে সাধারণ মানুষের অবাধ বিচরণ নিয়ে প্রশ্ন উঠেছে ৷ এই পরিস্থিতিতে আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য নয়া নির্দেশিকা জারি করল ৷

RG Kar Hospital
আরজি কর হাসপাতাল (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 11, 2024, 1:51 PM IST

কলকাতা, 11 অগস্ট: আরজি কর হাসপাতালে চিকিৎসক-পড়ুয়ার মৃত্যুতে নড়েচড়ে বসল কর্তৃপক্ষ। হাসপাতালের তরফে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে ৷ সেই নির্দেশিকায় চুক্তিভিত্তিক কর্মীদের পোশাক এবং পরিচয়পত্রের উপর জোর দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷

নয়া নির্দেশিকা অনুযায়ী, বেসরকারি সংস্থার চুক্তিভিত্তিক কর্মীদের জন্য নির্দিষ্ট পোশাক কাজের সময় পরে থাকতে হবে ৷ তার সঙ্গে হাসপাতালের সরকারি যে সব কর্মীরা রয়েছেন, তাঁদের সরকারি পোশাক পরতে হবে ৷ সবার গলায় থাকবে পরিচয়পত্র ৷ হাসপাতালে রোগীদের স্বার্থে এই নিয়ম পালন করতে হবে, জানানো হয়েছে নির্দেশিকায় ৷

RG Kar Hospital New Order
আরজি কর হাসপাতালের জারি করা নয়া নির্দেশিকা (ইটিভি ভারত)

শুক্রবার সকালে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চারতলায় সেমিনার হল থেকে মহিলা চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয় ৷ তাঁকে ধর্ষণের পর খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ এই ঘটনায় এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে ৷ এরপর রাজ্যজুড়ে হাসপাতালগুলিতে মহিলা চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ এর প্রতিবাদে চিকিৎসক থেকে পড়ুয়ারা বিক্ষোভ করে আরজি কর হাসপাতাল চত্বরে ৷ এই প্রতিবাদের সামিল হয়েছেন রাজ্যের সিনিয়র চিকিৎসকরাও ৷ এর প্রতিবাদে সরকারি হাসপাতালগুলিতে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতির ডাক দিয়েছে ৷

Government Health and Family Department
স্বাস্থ্য দফতরের ছুটি বাতিল ঘোষণা (ইটিভি ভারত)

লালবাজারের পাশাপাশি নয়া তদন্ত শুরু করেছে স্বাস্থ্য ভবন ৷ হাসপাতালের সবার ছুটি বাতিল করা হয়েছে এই মুহূর্তে ৷ এছাড়া ওইদিনের ঘটনায় যে দু'জন নিরাপত্তারক্ষী দায়িত্বে ছিলেন, তাঁদের সাসপেন্ড করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ নিরাপত্তার বিষয় খতিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ হাসপাতাল চত্বরে সিসিটিভি লাগানো রয়েছে ৷ তবে সেগুলি অকেজো বলেই জানা গিয়েছে পুলিশের তরফে। সেগুলির ঠিকমতো দেখভাল করা হবে ৷ এর সঙ্গে, যেসব জায়গায় হাসপাতালে সিসিটিভি নেই, সেই জায়গাগুলিতে সিসিটিভি লাগানো হবে বলেই হাসপাতালের তরফে সুনিশ্চিত করা হয়েছে ৷

কলকাতা, 11 অগস্ট: আরজি কর হাসপাতালে চিকিৎসক-পড়ুয়ার মৃত্যুতে নড়েচড়ে বসল কর্তৃপক্ষ। হাসপাতালের তরফে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে ৷ সেই নির্দেশিকায় চুক্তিভিত্তিক কর্মীদের পোশাক এবং পরিচয়পত্রের উপর জোর দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷

নয়া নির্দেশিকা অনুযায়ী, বেসরকারি সংস্থার চুক্তিভিত্তিক কর্মীদের জন্য নির্দিষ্ট পোশাক কাজের সময় পরে থাকতে হবে ৷ তার সঙ্গে হাসপাতালের সরকারি যে সব কর্মীরা রয়েছেন, তাঁদের সরকারি পোশাক পরতে হবে ৷ সবার গলায় থাকবে পরিচয়পত্র ৷ হাসপাতালে রোগীদের স্বার্থে এই নিয়ম পালন করতে হবে, জানানো হয়েছে নির্দেশিকায় ৷

RG Kar Hospital New Order
আরজি কর হাসপাতালের জারি করা নয়া নির্দেশিকা (ইটিভি ভারত)

শুক্রবার সকালে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চারতলায় সেমিনার হল থেকে মহিলা চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয় ৷ তাঁকে ধর্ষণের পর খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ এই ঘটনায় এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে ৷ এরপর রাজ্যজুড়ে হাসপাতালগুলিতে মহিলা চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ এর প্রতিবাদে চিকিৎসক থেকে পড়ুয়ারা বিক্ষোভ করে আরজি কর হাসপাতাল চত্বরে ৷ এই প্রতিবাদের সামিল হয়েছেন রাজ্যের সিনিয়র চিকিৎসকরাও ৷ এর প্রতিবাদে সরকারি হাসপাতালগুলিতে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতির ডাক দিয়েছে ৷

Government Health and Family Department
স্বাস্থ্য দফতরের ছুটি বাতিল ঘোষণা (ইটিভি ভারত)

লালবাজারের পাশাপাশি নয়া তদন্ত শুরু করেছে স্বাস্থ্য ভবন ৷ হাসপাতালের সবার ছুটি বাতিল করা হয়েছে এই মুহূর্তে ৷ এছাড়া ওইদিনের ঘটনায় যে দু'জন নিরাপত্তারক্ষী দায়িত্বে ছিলেন, তাঁদের সাসপেন্ড করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ নিরাপত্তার বিষয় খতিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ হাসপাতাল চত্বরে সিসিটিভি লাগানো রয়েছে ৷ তবে সেগুলি অকেজো বলেই জানা গিয়েছে পুলিশের তরফে। সেগুলির ঠিকমতো দেখভাল করা হবে ৷ এর সঙ্গে, যেসব জায়গায় হাসপাতালে সিসিটিভি নেই, সেই জায়গাগুলিতে সিসিটিভি লাগানো হবে বলেই হাসপাতালের তরফে সুনিশ্চিত করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.