ETV Bharat / state

কনভেনশনে প্রাক্তনীদের 7 দফা প্রস্তাব পাঠ, বেরিয়ে গেলেন শান্তনু সেন - RG Kar Ex Student Convention - RG KAR EX STUDENT CONVENTION

RG Kar Medical College Ex Student's Convention: আরজি কর হাসপাতালের প্রাক্তনীদের কনভেনশন অনুষ্ঠিত হল শনিবার হাসপাতালের প্লাটিনাম জুবিলি বিল্ডিং-এ ৷ এই কনভেনশনে আরজি করের নির্যাতিতার বিচারের দাবি-সহ সাত দফা প্রস্তাব তুললেন চিকিৎসকরা ৷

RG Kar
আরজি করের প্রাক্তনীদের কনভেনশন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 7, 2024, 8:56 PM IST

কলকাতা, 7 সেপ্টেম্বর: রোগী কল্যাণ সমিতি এবং মেডিক্যাল কাউন্সিল নতুন করে গড়ার প্রস্তাব উঠে এল আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তনীদের কনভেনশনে ৷ সব মিলিয়ে উঠল সাতটি প্রস্তাব বাস্তবায়িত করার দাবি তুললেন চিকিৎসকরা ৷ এই প্রস্তাবগুলি শোনার পর অডিটরিয়াম থেকে বেরিয়ে যান তৃণমূলের প্রাক্তন মুখপাত্র ডাঃ শান্তনু সেন ৷

তিনিও আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তনী ৷ এমনকী আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তনী সংগঠনের সেক্রেটারি ছিলেন ৷ শনিবার আরজি কর হাসপাতালে নতুন কমিটি গঠন হয় ৷ সেই কমিটির তরফে এদিনই আরজি কর হাসপাতালের প্লাটিনাম জুবিলি বিল্ডিং-এ ডাকা হয়েছিল একটি প্রাক্তনীদের কনভেনশন ৷

সেখানে 7 টি প্রস্তাব পেশ করা হয় ৷ সেই প্রস্তাবগুলির মধ্যে প্রধানতম তরুণী পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ ও হত্যার বিচার ৷ এছাড়া আরজি করের রোগী কল্যাণ সমিতিকে ভেঙে ফেলে নতুন সমিতি গঠন করতে হবে ৷ সম্প্রতি আরজি করে চিকিৎসক হত্যা এবং দুর্নীতির মামলায় এই সমিতির কয়েকজন সদস্যের নাম জড়িয়েছে ৷ তাঁদের বাদ দিয়ে নতুন রোগী কল্যাণ সমিতি গড়ার দাবি তুলেছেন চিকিৎসকরা ৷

এমনকী বর্তমানে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলও ভেঙে দিতে হবে ৷ চিকিৎসকদের অভিযোগ, দুর্নীতির আখড়া তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় ৷ তার কাঠামো পরিবর্তন করতে হবে ৷ এই কনভেনশনে 14 অগস্ট রাত দখলের রাতে আরজি করের বিল্ডিংয়ে হামলার ঘটনাও তোলা হয় ৷ রাত দখলের ভিড়ের মাঝে দুষ্কৃতীরা হাসপাতালে ভাঙচুর, তাণ্ডব চালায় ৷ এই ঘটনাটিও সিবিআই তদন্তের আওতায় আনতে হবে ।

রাজ্য সরকারকে উদ্যোগ নিয়ে সব চিকিৎসক, রোগী, স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং স্বাস্থ্য দফতরে কর্মরত অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব পেশ হয় ৷ চিকিৎসক অপূর্ব মুখোপাধ্যায় বলেন, "সন্দীপ ঘোষকে এই প্রাক্তনীদের অ্যাসোসিয়েশন থেকে বার করতে হবে ৷ এমনকী তাঁর রেজিস্ট্রেশন বাতিল করতে হবে ৷" চিকিৎসক পবিত্র গোস্বামী বলেন, "পশ্চিমবঙ্গ সরকার আরজি করের সম্মান নিয়ে নিয়েছে ৷ তাকেই এই সম্মান ফিরিয়ে দিতে হবে ৷ আর সব জায়গায় ছাত্র সংসদ করতে হবে ৷"

কলকাতা, 7 সেপ্টেম্বর: রোগী কল্যাণ সমিতি এবং মেডিক্যাল কাউন্সিল নতুন করে গড়ার প্রস্তাব উঠে এল আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তনীদের কনভেনশনে ৷ সব মিলিয়ে উঠল সাতটি প্রস্তাব বাস্তবায়িত করার দাবি তুললেন চিকিৎসকরা ৷ এই প্রস্তাবগুলি শোনার পর অডিটরিয়াম থেকে বেরিয়ে যান তৃণমূলের প্রাক্তন মুখপাত্র ডাঃ শান্তনু সেন ৷

তিনিও আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তনী ৷ এমনকী আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তনী সংগঠনের সেক্রেটারি ছিলেন ৷ শনিবার আরজি কর হাসপাতালে নতুন কমিটি গঠন হয় ৷ সেই কমিটির তরফে এদিনই আরজি কর হাসপাতালের প্লাটিনাম জুবিলি বিল্ডিং-এ ডাকা হয়েছিল একটি প্রাক্তনীদের কনভেনশন ৷

সেখানে 7 টি প্রস্তাব পেশ করা হয় ৷ সেই প্রস্তাবগুলির মধ্যে প্রধানতম তরুণী পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ ও হত্যার বিচার ৷ এছাড়া আরজি করের রোগী কল্যাণ সমিতিকে ভেঙে ফেলে নতুন সমিতি গঠন করতে হবে ৷ সম্প্রতি আরজি করে চিকিৎসক হত্যা এবং দুর্নীতির মামলায় এই সমিতির কয়েকজন সদস্যের নাম জড়িয়েছে ৷ তাঁদের বাদ দিয়ে নতুন রোগী কল্যাণ সমিতি গড়ার দাবি তুলেছেন চিকিৎসকরা ৷

এমনকী বর্তমানে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলও ভেঙে দিতে হবে ৷ চিকিৎসকদের অভিযোগ, দুর্নীতির আখড়া তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় ৷ তার কাঠামো পরিবর্তন করতে হবে ৷ এই কনভেনশনে 14 অগস্ট রাত দখলের রাতে আরজি করের বিল্ডিংয়ে হামলার ঘটনাও তোলা হয় ৷ রাত দখলের ভিড়ের মাঝে দুষ্কৃতীরা হাসপাতালে ভাঙচুর, তাণ্ডব চালায় ৷ এই ঘটনাটিও সিবিআই তদন্তের আওতায় আনতে হবে ।

রাজ্য সরকারকে উদ্যোগ নিয়ে সব চিকিৎসক, রোগী, স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং স্বাস্থ্য দফতরে কর্মরত অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব পেশ হয় ৷ চিকিৎসক অপূর্ব মুখোপাধ্যায় বলেন, "সন্দীপ ঘোষকে এই প্রাক্তনীদের অ্যাসোসিয়েশন থেকে বার করতে হবে ৷ এমনকী তাঁর রেজিস্ট্রেশন বাতিল করতে হবে ৷" চিকিৎসক পবিত্র গোস্বামী বলেন, "পশ্চিমবঙ্গ সরকার আরজি করের সম্মান নিয়ে নিয়েছে ৷ তাকেই এই সম্মান ফিরিয়ে দিতে হবে ৷ আর সব জায়গায় ছাত্র সংসদ করতে হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.