ETV Bharat / state

স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সঙ্গে বৈঠকে একাধিক দাবি, অব্যাহত জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

RG Kar Junior Doctors Strike: এখনই উঠছে না জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি ৷ স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সঙ্গে বৈঠকে, নিজেদের দাবি জানিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা ৷ সেই দাবি না মানা পর্যন্ত আরজি করের এই কর্মবিরতি চলবে বলে জানানো হয়েছে ৷

RG Kar Junior Doctors Strike
আরজি করের জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি জারি ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2024, 8:39 PM IST

কলকাতা, 24 অগস্ট: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে বৈঠকে মিলল না কোনও সমাধান ৷ রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, আরজি করের নবনিযুক্ত অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের সঙ্গে শনিবার বৈঠক করেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল ৷ এই বৈঠকে বর্তমান পরিস্থিতি এবং চিকিৎসকদের বর্তমান দাবি-দাওয়া তুলে ধরা হয় ৷ সেই দাবিগুলি নিয়ে স্বাস্থ্য ভবনে বৈঠক হবে বলে আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ৷ তবে, যতদিন না দাবিগুলি কর্তৃপক্ষ মেনে নিচ্ছে, ততদিন জুনিয়র চিকিৎসকদের আন্দোলন ও কর্মবিরতি চলবে ৷

আর স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে জুনিয়র চিকিৎসকেরা দাবি তোলেন, চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার পিছনের আসল কারণ কী ? তা স্পষ্ট করতে হবে ৷ তাঁরা প্রশ্ন তুলেছেন, যদি কারণ স্পষ্ট না হয়, তাহলে চিকিৎসকরা কীভাবে নিজেদের সুরক্ষিত মনে করবেন ? তাঁদের কথায়, "আমরা কাজে যোগ দিতে চাই দ্রুততার সঙ্গে ৷ একের অধিক কারা এই ঘটনার সঙ্গে যুক্ত ? সিবিআই তদন্ত যাতে দ্রুততার সঙ্গে হয়, সেই বিষয় স্বাস্থ্য ভবন দায়িত্ব নিক ৷ এর সঙ্গে কলেজে নিরাপত্তার জন্য কী ব্যবস্থা নেওয়া যেতে পারে ? বৈঠকে সেই বিষয় কিছু পরিকল্পনা আন্দোলনকারীরা জমা দিয়েছেন কর্তৃপক্ষকে ৷

উল্লেখ্য, আরজি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার পর একাধিক অভিযোগ উঠে এসেছে ৷ যার মধ্যে চেস্ট মেডিসিন বিভাগে সেমিনার হলের পাশের ঘর ভাঙার মতো ঘটনা ৷ চেস্ট মেডিসিনের সেই ঘর ভাঙার নির্দেশ কে বা কারা দিয়েছিল ? সেই বিষয়গুলি স্বাস্থ্য ভবনকে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা ৷ যদি এ ক্ষেত্রে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের যোগ পাওয়া যায়, তা হলে তাঁকে যেন সাসপেন্ড করা হয় ৷ সেই দাবিও তুলেছেন আন্দোলনকারীরা জুনিয়র চিকিৎসকরা ৷

এদিনের বৈঠকের পর রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েক জানিয়েছেন, "আমরা ওদের প্রস্তাবগুলি শুনেছি ৷ আজই আমরা স্বাস্থ্যসচিবের সঙ্গে বৈঠকে বসব ৷ সেখানে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে ৷" স্বাস্থ্যসচিবের সঙ্গে বৈঠকের পরেই জানা যাবে, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের কোন কোন দাবি মানা হল ? ফলে বলাই যায়, স্বাস্থ্যসচিবের সঙ্গে বৈঠকের উপর নির্ভর করছে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত ৷

কলকাতা, 24 অগস্ট: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে বৈঠকে মিলল না কোনও সমাধান ৷ রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, আরজি করের নবনিযুক্ত অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের সঙ্গে শনিবার বৈঠক করেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল ৷ এই বৈঠকে বর্তমান পরিস্থিতি এবং চিকিৎসকদের বর্তমান দাবি-দাওয়া তুলে ধরা হয় ৷ সেই দাবিগুলি নিয়ে স্বাস্থ্য ভবনে বৈঠক হবে বলে আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ৷ তবে, যতদিন না দাবিগুলি কর্তৃপক্ষ মেনে নিচ্ছে, ততদিন জুনিয়র চিকিৎসকদের আন্দোলন ও কর্মবিরতি চলবে ৷

আর স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে জুনিয়র চিকিৎসকেরা দাবি তোলেন, চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার পিছনের আসল কারণ কী ? তা স্পষ্ট করতে হবে ৷ তাঁরা প্রশ্ন তুলেছেন, যদি কারণ স্পষ্ট না হয়, তাহলে চিকিৎসকরা কীভাবে নিজেদের সুরক্ষিত মনে করবেন ? তাঁদের কথায়, "আমরা কাজে যোগ দিতে চাই দ্রুততার সঙ্গে ৷ একের অধিক কারা এই ঘটনার সঙ্গে যুক্ত ? সিবিআই তদন্ত যাতে দ্রুততার সঙ্গে হয়, সেই বিষয় স্বাস্থ্য ভবন দায়িত্ব নিক ৷ এর সঙ্গে কলেজে নিরাপত্তার জন্য কী ব্যবস্থা নেওয়া যেতে পারে ? বৈঠকে সেই বিষয় কিছু পরিকল্পনা আন্দোলনকারীরা জমা দিয়েছেন কর্তৃপক্ষকে ৷

উল্লেখ্য, আরজি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার পর একাধিক অভিযোগ উঠে এসেছে ৷ যার মধ্যে চেস্ট মেডিসিন বিভাগে সেমিনার হলের পাশের ঘর ভাঙার মতো ঘটনা ৷ চেস্ট মেডিসিনের সেই ঘর ভাঙার নির্দেশ কে বা কারা দিয়েছিল ? সেই বিষয়গুলি স্বাস্থ্য ভবনকে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা ৷ যদি এ ক্ষেত্রে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের যোগ পাওয়া যায়, তা হলে তাঁকে যেন সাসপেন্ড করা হয় ৷ সেই দাবিও তুলেছেন আন্দোলনকারীরা জুনিয়র চিকিৎসকরা ৷

এদিনের বৈঠকের পর রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েক জানিয়েছেন, "আমরা ওদের প্রস্তাবগুলি শুনেছি ৷ আজই আমরা স্বাস্থ্যসচিবের সঙ্গে বৈঠকে বসব ৷ সেখানে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে ৷" স্বাস্থ্যসচিবের সঙ্গে বৈঠকের পরেই জানা যাবে, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের কোন কোন দাবি মানা হল ? ফলে বলাই যায়, স্বাস্থ্যসচিবের সঙ্গে বৈঠকের উপর নির্ভর করছে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.