ETV Bharat / state

সন্দীপ জামানার থ্রেট কালচার ! 51 জনের 'প্রবেশ নিষেধ' আরজি করে - RG Kar Doctor Rape and Murder

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2024, 10:33 AM IST

RG Kar Hospital Threat Culture: আরজি কর কাণ্ডের প্রতিবাদের মাঝেই উঠে এসে দুর্নীতির প্রসঙ্গ। সেই দুর্নীতির জেরে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। অভিযোগ, সন্দীপ ঘোষের এই সমস্ত কাজে জড়িত থাকতেন এই 51 জন ।

RG Kar Hospital
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (ইটিভি ভারত)

কলকাতা, 10 সেপ্টেম্বর: এবার 51 জনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। তাদের সকলকেই হাসপাতালে ঢুকতে নিষেধ করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ । যতদিন না পর্যন্ত নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারছেন, ততদিন পর্যন্ত আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রবেশ করতে পারবেন না এই 51 জন । এই 51 জনের তালিকায় নাম রয়েছে বিভিন্ন বিভাগের বহু সিনিয়র রেসিডেন্ট, হাউজস্টাফ, ইন্টার্ন এবং চিকিৎসক পড়ুয়াদের।

RG Kar Hospital Notice
51 জনের 'প্রবেশ নিষেধ' আরজি করে (ইটিভি ভারত)

আরজি কর কাণ্ডের প্রতিবাদের মাঝেই উঠে এসে দুর্নীতির প্রসঙ্গ। সেই দুর্নীতির জেরে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তবে শুধুমাত্র দুর্নীতি নয়, এছাড়াও একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগগুলির মধ্যে অন্যতম হল 'থ্রেট কালচার' হুমকির পরম্পরা । বহু চিকিৎসক পড়ুয়াকে ভয় দেখানো হতো বলে অভিযোগ উঠেছে । এমনকি পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকির অভিযোগও উঠেছে এই অধ্যক্ষের বিরুদ্ধে । অভিযোগ, সন্দীপ ঘোষের এই সমস্ত কাজে জড়িত থাকতেন ওই 51 জন । সেই অভিযোগগুলি এবার খতিয়ে দেখল আরজি কর মেডিকেল কলেজের কর্তৃপক্ষ।

RG Kar Hospital Threat Culture
আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রবেশ করতে পারবেন না এই 51 জন (ইটিভি ভারত)

তবে শুধুমাত্র এই থ্রেট কালচার নয়, আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা মনে করছেন, সেমিনার হলের যে ভিডিও প্রকাশ্যে এসেছে, সেখানেও এই 51 জনের সদস্য রয়েছে। 9 অগস্ট সকাল বেলায় সেমিনার হলের মধ্যে যে ভিড় দেখা গিয়েছে, সেখানে এই গোষ্ঠীর কেউ না কেউ ছিল বলেই আশঙ্কা করছেন তাঁরা । তাঁদের বিরুদ্ধে এই কড়া ব্যবস্থায় একটু হলেও আশার আলো দেখছেন আন্দোলনকারী চিকিৎসকরা ।

কলকাতা, 10 সেপ্টেম্বর: এবার 51 জনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। তাদের সকলকেই হাসপাতালে ঢুকতে নিষেধ করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ । যতদিন না পর্যন্ত নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারছেন, ততদিন পর্যন্ত আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রবেশ করতে পারবেন না এই 51 জন । এই 51 জনের তালিকায় নাম রয়েছে বিভিন্ন বিভাগের বহু সিনিয়র রেসিডেন্ট, হাউজস্টাফ, ইন্টার্ন এবং চিকিৎসক পড়ুয়াদের।

RG Kar Hospital Notice
51 জনের 'প্রবেশ নিষেধ' আরজি করে (ইটিভি ভারত)

আরজি কর কাণ্ডের প্রতিবাদের মাঝেই উঠে এসে দুর্নীতির প্রসঙ্গ। সেই দুর্নীতির জেরে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তবে শুধুমাত্র দুর্নীতি নয়, এছাড়াও একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগগুলির মধ্যে অন্যতম হল 'থ্রেট কালচার' হুমকির পরম্পরা । বহু চিকিৎসক পড়ুয়াকে ভয় দেখানো হতো বলে অভিযোগ উঠেছে । এমনকি পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকির অভিযোগও উঠেছে এই অধ্যক্ষের বিরুদ্ধে । অভিযোগ, সন্দীপ ঘোষের এই সমস্ত কাজে জড়িত থাকতেন ওই 51 জন । সেই অভিযোগগুলি এবার খতিয়ে দেখল আরজি কর মেডিকেল কলেজের কর্তৃপক্ষ।

RG Kar Hospital Threat Culture
আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রবেশ করতে পারবেন না এই 51 জন (ইটিভি ভারত)

তবে শুধুমাত্র এই থ্রেট কালচার নয়, আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা মনে করছেন, সেমিনার হলের যে ভিডিও প্রকাশ্যে এসেছে, সেখানেও এই 51 জনের সদস্য রয়েছে। 9 অগস্ট সকাল বেলায় সেমিনার হলের মধ্যে যে ভিড় দেখা গিয়েছে, সেখানে এই গোষ্ঠীর কেউ না কেউ ছিল বলেই আশঙ্কা করছেন তাঁরা । তাঁদের বিরুদ্ধে এই কড়া ব্যবস্থায় একটু হলেও আশার আলো দেখছেন আন্দোলনকারী চিকিৎসকরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.