ETV Bharat / state

পর্যটক নিয়ে যাই, সুরক্ষা দেবে কে ? নিরাপত্তার দাবিতে পথে পরিবহণ-পর্যটনকর্মীরা - RG Kar Doctor Rape and Murder

Transport and Tourism Workers Rally: আরজি করে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে নিরাপত্তা চেয়ে এবার রাস্তায় নামলেন পরিবহণ কর্মীরা ৷ পুরুষ মহিলা নির্বিশেষে স্লোগান উঠল "উই ওয়ান্ট জাস্টিস" ৷

RG Kar Protest
নিরাপত্তা চেয়ে রাস্তায় পরিবহণ কর্মীরা (Etv Bharat)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 22, 2024, 10:13 PM IST

কলকাতা, 22 অগস্ট: আরজি করে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় এবার প্রতিবাদে সরব হলেন পর্যটনকর্মীরা ৷ তাদের বক্তব্য, "আমরাও কাজের সূত্রে পর্যটকদের নিয়ে রাজ্যের বাইরে যাই এবং রাতে বাড়ি ফিরি । সেক্ষেত্রে আমাদের সুরক্ষা দেবে কে ?" এই দাবিতে বৃহস্পতিবার পথে নামলেন পরিবহণ ও পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত পুরুষ ও মহিলারা ৷ এই শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন হাজার হাজার মহিলাকর্মী । তাঁরা যেমন ট্যাক্সি-বাস এবং অ্যাপ ক্যাব চালাচ্ছেন, তেমনই পর্যটকদের দেশ ও বিদেশে ঘোরাতে নিয়ে যাচ্ছেন তাঁরা ৷ তাই তাদেরও সুরক্ষা নিশ্চিত করার দাবিতে পথে নামলেন পর্যটনের সঙ্গে যুক্ত কর্মীরা ৷

আরজি কর কাণ্ডে দ্রুত বিচার চেয়ে ও নিরাপত্তার দাবিতে পরিবহণ ও পর্যটনকর্মীদের মিছিল (ইটিভি ভারত)

বিষয়টি নিয়ে এক মহিলা কর্মী রঞ্জনা বসু জানান, আরজি কর কাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না । এই শিল্পের সঙ্গে যুক্ত সমস্ত মহিলাদের দিনে-রাতে একাই বাড়ি থেকে বেরোতে হয় ৷ তাই সবাই যেন নিজ নিজ ক্ষেত্রে সুরক্ষিত থাকে । সরকারকে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে । এটা সরকারের দায়িত্ব । এটা মহিলাদের প্রাপ্য ।

আর এক মহিলা কর্মীর কথায়, "একজন চিকিৎসক যদি তাঁর কর্মক্ষেত্রে না নিরাপদ থাকেন তাহলে আমরা তো বাসে ট্রেনে ঘুরি সেক্ষেত্রে নিরাপত্তা কোথায় ?" তাঁরা জানান, এটা রাজনীতির বিষয় নয় ৷ সবার একটাই বক্তব্য যে, এই ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত তাদেরকে চিহ্নিত করে শাস্তি দেওয়া হোক । এই রাজ্য মহিলাদের জন্য সুরক্ষিত হয়ে উঠুক ।

এক পুরুষ পর্যটন কর্মী সুমন সাহা জানান যে, এই রাজ্য সুরক্ষিত কিনা সেই উত্তরটা দেওয়ার জায়গায় আজ আর কেউ নেই । এই রাজ্যে পুরুষদের থেকে মহিলারা অনেক বেশি নিরাপত্তাহীনতায় ভুগছেন । দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে এরপর এহেন কাজ করতে আর কেউ সাহস না পায় ।"

কলকাতা, 22 অগস্ট: আরজি করে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় এবার প্রতিবাদে সরব হলেন পর্যটনকর্মীরা ৷ তাদের বক্তব্য, "আমরাও কাজের সূত্রে পর্যটকদের নিয়ে রাজ্যের বাইরে যাই এবং রাতে বাড়ি ফিরি । সেক্ষেত্রে আমাদের সুরক্ষা দেবে কে ?" এই দাবিতে বৃহস্পতিবার পথে নামলেন পরিবহণ ও পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত পুরুষ ও মহিলারা ৷ এই শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন হাজার হাজার মহিলাকর্মী । তাঁরা যেমন ট্যাক্সি-বাস এবং অ্যাপ ক্যাব চালাচ্ছেন, তেমনই পর্যটকদের দেশ ও বিদেশে ঘোরাতে নিয়ে যাচ্ছেন তাঁরা ৷ তাই তাদেরও সুরক্ষা নিশ্চিত করার দাবিতে পথে নামলেন পর্যটনের সঙ্গে যুক্ত কর্মীরা ৷

আরজি কর কাণ্ডে দ্রুত বিচার চেয়ে ও নিরাপত্তার দাবিতে পরিবহণ ও পর্যটনকর্মীদের মিছিল (ইটিভি ভারত)

বিষয়টি নিয়ে এক মহিলা কর্মী রঞ্জনা বসু জানান, আরজি কর কাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না । এই শিল্পের সঙ্গে যুক্ত সমস্ত মহিলাদের দিনে-রাতে একাই বাড়ি থেকে বেরোতে হয় ৷ তাই সবাই যেন নিজ নিজ ক্ষেত্রে সুরক্ষিত থাকে । সরকারকে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে । এটা সরকারের দায়িত্ব । এটা মহিলাদের প্রাপ্য ।

আর এক মহিলা কর্মীর কথায়, "একজন চিকিৎসক যদি তাঁর কর্মক্ষেত্রে না নিরাপদ থাকেন তাহলে আমরা তো বাসে ট্রেনে ঘুরি সেক্ষেত্রে নিরাপত্তা কোথায় ?" তাঁরা জানান, এটা রাজনীতির বিষয় নয় ৷ সবার একটাই বক্তব্য যে, এই ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত তাদেরকে চিহ্নিত করে শাস্তি দেওয়া হোক । এই রাজ্য মহিলাদের জন্য সুরক্ষিত হয়ে উঠুক ।

এক পুরুষ পর্যটন কর্মী সুমন সাহা জানান যে, এই রাজ্য সুরক্ষিত কিনা সেই উত্তরটা দেওয়ার জায়গায় আজ আর কেউ নেই । এই রাজ্যে পুরুষদের থেকে মহিলারা অনেক বেশি নিরাপত্তাহীনতায় ভুগছেন । দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে এরপর এহেন কাজ করতে আর কেউ সাহস না পায় ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.